বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া আলোচনা:উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Muhammad Shafayet Hossain কর্তৃক ৭ মাস আগে "উইকিপদক ও ডিজিটাল সনদপত্র প্রদান প্রসঙ্গে" অনুচ্ছেদে

সংগঠক

[সম্পাদনা]

বিগত ২০১৮, ২০১৯, ২০২০ সালে আমি সংগঠক হিসেবে যুক্ত ছিলাম। সেই ধারাবাহিকতায় ২০২৩ সালে সংগঠক ও পর্যালোচক হিসেবে যুক্ত থাকতে চাই। ~মহীন (আলাপ) ১৭:৩৬, ৯ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@Moheen সংগঠনের তেমন কোনো কাজ বাকি নেই বলা যায়। তবুও তালিকায় নাম যুক্ত করতে পারেন। পর্যালোচনার কাজেও সক্রিয়ভাবে সাহায্য করবেন আশা করি। -- Aishik Rehman (আলাপ) ১৭:৪৩, ৯ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধন কোথায় তৈরি করবো

[সম্পাদনা]

আমি কিছু বুঝতে পারছি না? মোহাম্মদ রবিন (আলাপ) ০৬:৩৫, ২ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩/নিবন্ধ তালিকা থেকে যেকোন একটি নিবন্ধ বেছে নিয়ে বাংলা উইকিপিডিয়ায় যেভাবে নতুন নিবন্ধ শুরু করতে হয় সেভাবে শুরু করুন। ফেরদৌস১৬:৫৩, ৪ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

কিভাবে তৈরি করব

[সম্পাদনা]

জানি না 2400:C600:4525:973:EE36:D803:3414:9E81 (আলাপ) ০৭:৩৫, ৬ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

এশিয় মাসের থিম ও পর্যালোচনা প্রসঙ্গে

[সম্পাদনা]
  • সুপ্রিয় সংগঠক, বিষয়টি গুরুত্বপূর্ণ কিছু নয়, কিন্তু জানার আগ্রহ থেকে লিখছি। এশীয় মাস শুরু হওয়ার ছয় দিন পরে ছয় নভেম্বর হঠাৎ করে কেন নিয়মাবলীতে পরিবর্তন আনা হলো? ২০১৫ সাল থেকে এশীয় মাসের আয়োজন করছে বাংলা উইকিপিডিয়া, এবারই প্রথম থিম যুক্ত করা হলো। এই থিম কিভাবে নির্বাচন করা হয়েছে? কোনপ্রকার আলোচনা হয়েছে নাকি এটা সংগঠকের নিজস্ব পছন্দ। এশীয় মাসের সৌন্দর্য হচ্ছে যে অংশগ্রহণকারীগণ নিজেদের পছন্দমতো বিষয়বস্তু নির্বাচন করে নেবে বাংলাদেশ ও ভারত বাদে। সেটায় পরিবর্তন আনা কতট যৌক্তিক!
  • আরেকটি বিষয় পর্যালোচকদের দৃষ্টিগোচর করতে চাই। অনেকগুলো নিবন্ধ দেখেছি দুইজন পর্যালোচক একই নিবন্ধ পর্যালোচনা করছেন কিন্তু অর্ধেকের কাছাকাছি জমাকৃত নিবন্ধ অপর্যালোচিত হয়ে আছে।

ফেরদৌস১৬:৫৩, ১১ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@Ferdous বার্তাটি আগে আমার নজরে আসেনি, এসেছে মাত্র; তাই উত্তর দিতে দেরি হয়ে গেলো, এজন্য দুঃখপ্রকাশ করছি। আসলে আমরা প্রতিবারের মতই কাজ করছিলাম এবারও, কিন্তু বৈশ্বিক আয়োজক দল আমাকে থিমের উপর কাজে জোর দিতে বলে। যতদূর জানি সম্প্রদায়ের সদস্যদের কাছ থেকে গুগল ফর্মের মাধ্যমে মতামত নিয়ে থিমগুলো ঠিক করা হয়েছে, এরকম একটি ফর্ম আমাকেও পাঠানো হয়েছিলো। যাইহোক, আমিও প্রতিযোগিতার মাঝখানে নিয়ম পরিবর্তনে আগ্রহী ছিলাম না, তাই থিমের উপর কাজ করতে পরামর্শ দিয়েছি মাত্র। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এবছরের জন্য আমি থিমের উপর কাজকে বাধ্যতামূলক করছি না মর্মে বৈশ্বিক দলকে জানিয়েছি। যাইহোক, বাংলা সম্প্রদায়ের সদস্যরা এখনও ইচ্ছেমতো এশীয় মাসের জন্য নিবন্ধ নিয়ে কাজ করতে পারবে বিগত বছরের মতই। থিম থাকাটা আমার কাছেও কাজের বস্তু মনে হয়নি, এটা বাদ দেওয়ার ব্যাপারে ভবিষ্যতে আলোচনা হতে পারে। প্রসঙ্গত, আমি ভেবেছিলাম অংশগ্রহণকারীদেরকে এই বিষয়ে অবগত করব, পরে ভাবলাম বিষয়টা যেহেতু ঐচ্ছিক, অহেতুক বিরক্ত করার দরকার নেই কাউকে। আশা করি আমি আপনার আগ্রহের উত্তর দিতে পেরেছি। -- Aishik Rehman (আলাপ) ১০:৫২, ২২ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Ferdous, @Moheen, MdsShakil, Md.Farhan Mahmud কনফিউশান এড়াতে আমি নতুন নিয়মের বাক্যটি আরও সরলীকরন করে দিয়েছি, যদিও প্রতিযোগিতা শেষের পথে। এবিষয়ে আমি পর্যালোচক সহ বাকিদের অবগতির জন্যও বলে রাখি, থিমের মধ্যে না পড়লেও কোনো নিবন্ধই প্রতিযোগিতা থেকে বাদ পড়বে না। -- Aishik Rehman (আলাপ) ১১:০০, ২২ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আমি বিষয়টা লক্ষ্য করেছি, এবং সে অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে। ~মহীন (আলাপ) ১৬:০৯, ২৩ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ উত্তর প্রদানের জন্যে। প্রশ্নটি রাখার পরে দিন দুয়েক কোন উত্তর এসেছে কিনা তার দিকে নজর রেখেছিলাম। পরে উত্তর না পেয়ে হতাশ হয়েছি বটে। যাই হোক শেষ পর্যন্ত উত্তর প্রদানের জন্য ধন্যবাদ।বৈশ্বিক দলের সাথে আলোচনার ভিত্তিতে পরিবর্তন আনা হয়েছে এটা ওখানে উল্লেখ থাকলে ভালো হতো। ফেরদৌস১৬:৪৮, ২৫ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ জমা দেয়া

[সম্পাদনা]

আমি জাপান অধ্যয়নের জন্য আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র নিবন্ধ অনুবাদ করেছি। কিন্তু জমা দেয়ার সময় লক্ষ করিনি যে বাবা এতে যুক্ত আছে। নিবন্ধটি আমার। আমার নামে এটি কীভাবে পেতে পারি? Jawata Afnan Roza (আলাপ) ১৩:৪৮, ২৫ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@Jawata Afnan Roza আমি ওনার তালিকা থেকে নিবন্ধটি সরিয়ে দিয়েছি, এখন চেষ্টা করে দেখুন। না পারলে আমাকে জানাবেন —শাকিল (আলাপ · অবদান) ১৩:৫৩, ২৫ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আচ্ছা। Jawata Afnan Roza (আলাপ) ১৩:৫৫, ২৫ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধগুলো গ্রহণ করুন

[সম্পাদনা]

প্রতিযোগিতা সমাপ্তির পর দেখতে পাচ্ছি যে, বেশ কিছু নিবন্ধ শব্দ সংখ্যার কারণে গৃহীত হয়নি। সেসব নিবন্ধ আমি কিছুটা সংস্কার করে দিয়েছি; আশা করি এখন সেগুলো গ্রহণ করতে কোনো সমস্যা নেই। প্রত্যেক সম্পাদক অনেক আশা ও উদ্দীপনা নিয়ে এক একটি নিবন্ধ নির্দিষ্ট নীতিমালার অধীনে অনুবাদ করে এখানে সংযোজন করেছেন - তাদেরকে এই সুযোগটুকু দেয়া আবশ্যক বলে আমি মনে করি। আমি জয়শ্রীরাম সরকারের উত্তর হোয়াংঘে প্রদেশ থেকে শুরু করেছি; আশা করি প্রত্যেকের নিবন্ধের আকৃতিগত সমস্যা সমাধান করতে পারবো। আয়োজক এবং জুরিদের ধন্যবাদ। শুভেচ্ছান্তেঃ Ashiq Shawon (আলাপ) ১২:২৭, ১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ। জয়শ্রীরাম সরকার (আলাপ) ১৪:৫৩, ১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

উইকিপদক ও ডিজিটাল সনদপত্র প্রদান প্রসঙ্গে

[সম্পাদনা]

উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩ তে অংশগ্রহণকারীরা উইকিপদক ও ডিজিটাল সনদপত্রের বিষয়ে কি কোন পদক্ষেপ নেয়া হয়েছে? অগ্রিম ধন্যবাদ। Muhammad Shafayet Hossain (আলাপ) ১৬:২৫, ২৮ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@Aishik Rehman, আশা করি ভালো আছেন। উইকিপিডিয়া এশিয়া মাস ২০২৩ এর অংশগ্রহণকারীদের কি উইকিপদক ও ডিজিটাল সনদপত্র দেয়া হয়েছে কি? আপনাকে অগ্রিম ধন্যবাদ। Muhammad Shafayet Hossain (আলাপ) ১৩:৪০, ২৪ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন