২০২২ কানাডা ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগ এ
তারিখ | ২৭ জুলাই – ৬ আগস্ট ২০২১ |
---|---|
ব্যবস্থাপক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | লিস্ট এ |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন |
আয়োজক | ক্রিকেট কানাডা |
অংশগ্রহণকারী | ৬ |
খেলার সংখ্যা | ১৫ |
২০২২ কানাডা ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগ এ হচ্ছে ২০২২ এর জুলাই এবং আগস্টে কানাডায় অনুষ্ঠিত হতে নির্ধারিত রয়েছে।> এটি হবে ২০১৯-২২ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগ প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড, যে প্রতিযোগিতাটিকে তৈরী করা হয়েছে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জনের একটি ধাপের অংশ হিসাবে।
দলীয় সদস্য[সম্পাদনা]
ফিক্সচার[সম্পাদনা]
২৭ জুলাই ২০২২
১০:০০ |
ব
|
||
সূর্য আনন্দ ৩৯ (৮১)
ডিলন হেইলিগার ৫/৩৪ (৮ ওভার) |
- ডেনমার্ক টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- আম্মার খালিদ, বরুণ সেহদেব, ম্যাথিউ স্পুরস (কানাডা), সাইফ আহমেদ, সাউদ মুনির, সূর্য আনন্দ, মুসা শাহীন ও শঙ্জীব থানিকাঠাসন (ডেনমার্ক) সব তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।
- ডিলন হেইলিগার (কানাডা) লিস্ট এ ক্রিকেটে তার প্রথম পাঁচ উইকেট শিকার নেন।
২৮ জুলাই ২০২২
১০:০০ |
ব
|
||
- কাতার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে কাতারকে ৪২ ওভারে ২২১ রানের সংশোধিত লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল
- আকাশ বাবু, মুহাম্মদ মুরাদ, মুহাম্মদ তানভীর (কাতার), আনিশ পারাম ও অক্ষয় পুরি (সিঙ্গাপুর) সব তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।
২৮ জুলাই ২০২২
১০:০০ |
ব
|
||
- সব তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।
- লিস্ট এ ক্রিকেটে তার প্রথম পাঁচ উইকেট শিকার নেন।
তথ্যসূত্র[সম্পাদনা]
![]() |
ক্রিকেট প্রতিযোগিতা বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |