বিষয়বস্তুতে চলুন

আন্দ্রি বেরেঞ্জার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আন্দ্রি বেরেঞ্জার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
আন্দ্রি বেরেঞ্জার
জন্ম (1991-08-29) ২৯ আগস্ট ১৯৯১ (বয়স ৩৩)
কলম্বো, শ্রীলঙ্কা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক২৮ নভেম্বর ২০১৪ বনাম আফগানিস্তান
শেষ ওডিআই৪ ডিসেম্বর ২০১৪ বনাম আফগানিস্তান
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই এফসি এলএ টি২০
ম্যাচ সংখ্যা ১৭
রানের সংখ্যা ১৫২ ১৪৯ ৩৫৮
ব্যাটিং গড় ৩৮.০০ ১৬.৫৫ ২২.৩৭ ০.০০
১০০/৫০ ০/২ ০/০ ০/৩ ০/০
সর্বোচ্চ রান ৬৬ ৩৫ ৭৭*
বল করেছে
উইকেট
বোলিং গড়
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - - -
সেরা বোলিং
ক্যাচ/স্ট্যাম্পিং ১/০ ৫/১ ১১/২ ০/০
উৎস: espncricinfo, ২৯ জানুয়ারি ২০১৫

আন্দ্রি বেরেঞ্জার (সিংহলি: අන්ද්රා බේගේදීලයි; জন্ম: ২৯ আগস্ট ১৯৯১) শ্রীলঙ্কার কলম্বোয় জন্মগ্রহণকারী আমিরাতি ক্রিকেটারসংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ডানহাতি ব্যাটসম্যান হিসেবে দলে প্রতিনিধিত্ব করছেন।

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

ডিসেম্বর, ২০০৮ সালে সিডুয়া রাডোলুয়া দলের পক্ষে লিস্ট এ ক্রিকেটে অভিষেক ঘটে তার। প্রতিপক্ষ দল হিসেবে ছিল মোরাতুয়া স্পোর্টস ক্লাব। পরের সপ্তাহেই ২০০৮-০৯ মৌসুমের প্রিমিয়ার চ্যাম্পিয়নশীপে একই দলের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে সর্বপ্রথম অংশগ্রহণ করেন। জুলাই, ২০০৯ সাল থেকে সিংহলিজ স্পোর্টস ক্লাবের পক্ষে অনূর্ধ্ব-২৩ ক্রিকেটে অংশ নেন। ২০০৯ মৌসুমের ঐ অনূর্ধ্ব-২৩ প্রতিযোগিতায় বি-গ্রুপ থেকে দলকে শীর্ষস্থানে রাখতে মূল্যবান অবদান রাখেন।

২৮ নভেম্বর, ২০১৪ তারিখে সংযুক্ত আরব আমিরাত দলের সদস্যরূপে আফগানিস্তানের বিপক্ষে তার একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]