২০২২–২৩ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের পাকিস্তান সফর (এপ্রিল ২০২৩)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২–২৩ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের পাকিস্তান সফর
 
  পাকিস্তান নিউজিল্যান্ড
তারিখ ১৪ এপ্রিল ২০২৩ – ৭ মে ২০২৩
অধিনায়ক বাবর আজম টম ল্যাথাম
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে পাকিস্তান ৪–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান ফখর জামান (৩৬৩) ড্যারিল মিচেল (২৯৭)
সর্বাধিক উইকেট হারিস রউফ (৯) ম্যাট হেনরি (৮)
সিরিজ সেরা খেলোয়াড় ফখর জামান (পাকিস্তান)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজ ২–২ ব্যবধানে ড্র হয়
সর্বাধিক রান মোহাম্মদ রিজওয়ান (১৬২) মার্ক চ্যাপম্যান (২৯০)
সর্বাধিক উইকেট হারিস রউফ (১১) ম্যাট হেনরি (৬)
সিরিজ সেরা খেলোয়াড় মার্ক চ্যাপম্যান (নিউজিল্যান্ড)

নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের এপ্রিল ও মে পাঁচটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও পাঁচটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য পাকিস্তান সফর করে।[১][২][৩] ২০২১ সালের সেপ্টেম্বর মাসে নিউজিল্যান্ড দলের বাতিলকৃত পাকিস্তান সফরের পরিপ্রেক্ষিতে এ সিরিজটি আয়োজিত হয়।[৪] ওডিআই সিরিজটি উভয় দলের জন্য ২০২৩ পুরুষ ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[৫]

২০২২ সালের এপ্রিল মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ড সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা নিশ্চিত করে।[৬][৭] ২০২২ সালের মে মাসে নিউজিল্যান্ড ক্রিকেট জানায় যে পাকিস্তানকে ২০২১ সালের সফর বাতিল হওয়ায় আর্থিক ক্ষতিপূরণ দেয়ার পাশাপাশি অতিরিক্ত কিছু ম্যাচেও পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।[৮] ২০২২ সালের অক্টোবর মাসে সফরের সূচি ঘোষিত হয়।[৯] ২০২৩ সালের মার্চ মাসে সফরের সূচিতে সামান্য পরিবর্তন আনা হয়।[১০] ২০২৩ সালের এপ্রিল মাসে সূচিতে পুনরায় পরিবর্তন আনা হয় এবং একটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ করাচি থেকে রাওয়ালপিন্ডিতে স্থানান্তর করা হয়।[১১]

টি২০আই সিরিজটি ২–২ সমতায় শেষ হয়।[১২] ওডিআই সিরিজে পাকিস্তান ৪–১ ব্যবধানে জয়ী হয়।[১৩]

এ সফরের আগে ২০২২ সালের ডিসেম্বর ও ২০২৩ সালের জানুয়ারি মাসে ভিন্ন একটি সিরিজের অংশ হিসেবে পাকিস্তান সফর করে নিউজিল্যান্ড।[১৪][১৫]

দলীয় সদস্য[সম্পাদনা]

 পাকিস্তান  নিউজিল্যান্ড
ওডিআই[১৬] টি২০আই[১৭] ওডিআই[১৮] টি২০আই[১৯]

পাকিস্তানের ওডিআই দলে আবরার আহমেদ, আব্বাস আফ্রিদি ও তৈয়ব তাহিরকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[২০] ওডিআই সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ডের ওডিআই দলে মার্ক চ্যাপম্যানকে যোগ করা হয়।[২১] ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালে হারিস সোহেলের পরিবর্তে ইফতিখার আহমেদকে পাকিস্তানের ওডিআই দলে নেয়া হয়।[২২]

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

১৪ এপ্রিল ২০২৩
২১:০০ (রাত)
স্কোরকার্ড
পাকিস্তান 
১৮২ (১৯.৫ ওভার)
 নিউজিল্যান্ড
৯৪ (১৫.৩ ওভার)
সায়েম আইয়ুব ৪৭ (২৮)
ম্যাট হেনরি ৩/৩২ (৪ ওভার)
মার্ক চ্যাপম্যান ৩৪ (২৭)
হারিস রউফ ৪/১৮ (৩.৩ ওভার)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ম্যাট হেনরি (নিউজিল্যান্ড) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম হ্যাটট্রিক লাভ করেন।[২৩]

২য় টি২০আই[সম্পাদনা]

১৫ এপ্রিল ২০২৩
২১:০০ (রাত)
স্কোরকার্ড
পাকিস্তান 
১৯২/৪ (২০ ওভার)
 নিউজিল্যান্ড
১৫৪/৭ (২০ ওভার)
বাবর আজম ১০১* (৫৮)
ম্যাট হেনরি ২/২৯ (৪ ওভার)
পাকিস্তান ৩৮ রানে জয়ী
গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
আম্পায়ার: আসিফ ইয়াকুব (পাকিস্তান) ও রাশিদ রিয়াজ (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: বাবর আজম (পাকিস্তান)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

১৭ এপ্রিল ২০২৩
২১:০০ (রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
১৬৩/৫ (২০ ওভার)
 পাকিস্তান
১৫৯ (২০ ওভার)
টম ল্যাথাম ৬৪ (৪৯)
হারিস রউফ ২/৩১ (৪ ওভার)
ইফতিখার আহমেদ ৬০ (২৪)
জেমস নিশাম ৩/৩৮ (৪ ওভার)
নিউজিল্যান্ড ৪ রানে জয়ী
গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
আম্পায়ার: আহসান রাজা (পাকিস্তান) ও ফয়সাল আফ্রিদি (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: টম ল্যাথাম (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৪র্থ টি২০আই[সম্পাদনা]

২০ এপ্রিল ২০২৩
২১:০০ (রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
১৬৪/৫ (১৮.৫ ওভার)
ফলাফল হয়নি
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি
আম্পায়ার: ফয়সাল আফ্রিদি (পাকিস্তান) ও রাশিদ রিয়াজ (পাকিস্তান)
  • পাকিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

৫ম টি২০আই[সম্পাদনা]

২৪ এপ্রিল ২০২৩
২১:০০ (রাত)
স্কোরকার্ড
পাকিস্তান 
১৯৩/৫ (২০ ওভার)
 নিউজিল্যান্ড
১৯৪/৪ (১৯.২ ওভার)
মোহাম্মদ রিজওয়ান ৯৮* (৬২)
ব্লেয়ার টিকনার ৩/৩৩ (৪ ওভার)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মার্ক চ্যাপম্যান (নিউজিল্যান্ড) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[২৪]

ওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

২৭ এপ্রিল ২০২৩
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
২৮৮/৭ (৫০ ওভার)
 পাকিস্তান
২৯১/৫ (৪৮.৩ ওভার)
ড্যারিল মিচেল ১১৩ (১১৫)
নাসিম শাহ ২/২৯ (১০ ওভার)
ফখর জামান ১১৭ (১১৪)
অ্যাডাম মিলনা ২/৬০ (৯ ওভার)
  • পাকিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় ওডিআই[সম্পাদনা]

২৯ এপ্রিল ২০২৩
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
৩৩৬/৫ (৫০ ওভার)
 পাকিস্তান
৩৩৭/৩ (৪৮.২ ওভার)
ড্যারিল মিচেল ১২৯ (১১৯)
হারিস রউফ ৪/৭৮ (১০ ওভার)
ফখর জামান ১৮০* (১৪৪)
হেনরি শিপলি ১/৫৮ (১০ ওভার)
পাকিস্তান ৭ উইকেটে জয়ী
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি
আম্পায়ার: আলিম দার (পাকিস্তান) ও রাশিদ রিয়াজ (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফখর জামান (পাকিস্তান)
  • পাকিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ইহসানউল্লাহ খান (পাকিস্তান)-এর ওডিআই অভিষেক হয়।

৩য় ওডিআই[সম্পাদনা]

৩ মে ২০২৩
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
পাকিস্তান 
২৮৭/৬ (৫০ ওভার)
 নিউজিল্যান্ড
২৬১ (৪৯.১ ওভার)
ইমাম-উল-হক ৯০ (১০৭)
ম্যাট হেনরি ৩/৫৪ (১০ ওভার)
টম ব্লান্ডেল ৬৫ (৭৮)
নাসিম শাহ ২/৪১ (৮ ওভার)
পাকিস্তান ২৬ রানে জয়ী
জাতীয় স্টেডিয়াম, করাচি
আম্পায়ার: ফয়সাল আফ্রিদি (পাকিস্তান) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইমাম-উল-হক (পাকিস্তান)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কোল ম্যাককনচি (নিউজিল্যান্ড)-এর ওডিআই অভিষেক হয়।

৪র্থ ওডিআই[সম্পাদনা]

৫ মে ২০২৩
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
পাকিস্তান 
৩৩৪/৬ (৫০ ওভার)
 নিউজিল্যান্ড
২৩২ (৪৩.৪ ওভার)
বাবর আজম ১০৭ (১১৭)
ম্যাট হেনরি ৩/৬৫ (১০ ওভার)
টম ল্যাথাম ৬০ (৭৬)
উসামা মির ৪/৪৩ (১০ ওভার)
পাকিস্তান ১০২ রানে জয়ী
জাতীয় স্টেডিয়াম, করাচি
আম্পায়ার: আসিফ ইয়াকুব (পাকিস্তান) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: বাবর আজম (পাকিস্তান)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বেনজামিন লিস্টার (নিউজিল্যান্ড)-এর ওডিআই অভিষেক হয়।

৫ম ওডিআই[সম্পাদনা]

৭ মে ২০২৩
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
২৯৯ (৪৯.৩ ওভার)
 পাকিস্তান
২৫২ (৪৬.১ ওভার)
উইল ইয়াং ৮৭ (৯১)
শাহিন শাহ আফ্রিদি ৩/৪৬ (১০ ওভার)
ইফতিখার আহমেদ ৯৪* (৭২)
হেনরি শিপলি ৩/৩৪ (৯ ওভার)
নিউজিল্যান্ড ৪৭ রানে জয়ী
জাতীয় স্টেডিয়াম, করাচি
আম্পায়ার: রাশিদ রিয়াজ (পাকিস্তান) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: হেনরি শিপলি (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "New Zealand to tour Pakistan twice in 2022-23 to make up for postponed series"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২১ 
  2. "New Zealand to tour Pakistan twice in 2022-23"পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২১ 
  3. "BLACKCAPS to tour Pakistan twice in 2022-23"নিউজিল্যান্ড ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২১ 
  4. "New Zealand to play in Karachi, Multan, Lahore and Rawalpindi"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২২ 
  5. "Schedule change announced for Pakistan's ODI series against New Zealand"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২৩ 
  6. "England, New Zealand set to tour Pakistan in November-December"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২২ 
  7. "Pakistan announce busy 12 months for national sides"পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২২ 
  8. "New Zealand to play in Karachi, Multan, Lahore and Rawalpindi"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২২ 
  9. "PCB unveils details of New Zealand's two Tests, eight ODIs and five T20Is in Pakistan"পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২২ 
  10. "PCB confirm changes to New Zealand white-ball home series itinerary"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৩ 
  11. "Rawalpindi to host two ODIs against New Zealand"পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২৩ 
  12. "Chapman 104*, Neesham 45* off 25 stun Pakistan to make it 2-2"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩ 
  13. "Ravindra, Shipley bowl New Zealand to solitary win after Young and Latham fifties"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৩ 
  14. "New Zealand to return to Pakistan twice in 2022-23"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২১ 
  15. "Black Caps to tour Pakistan twice in 2022/2023"স্টাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২১ 
  16. "Shaheen Afridi returns as Pakistan announce white-ball squads for New Zealand series"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২৩ 
  17. "Shaheen Shah Afridi set to return to international cricket"পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২৩ 
  18. "Latham to lead NZ ODI side in Pakistan, Saqlain assistant coach"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৩ 
  19. "Tom Latham returns to lead NZ in T20Is against Sri Lanka and Pakistan"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৩ 
  20. "Afridi, Babar and Rizwan back in Pakistan squads for white-ball series against NZ"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২৩ 
  21. "Mark Chapman added to New Zealand ODI squad against Pakistan"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২৩ 
  22. "Iftikhar replaces injured Haris Sohail for Pakistan vs New Zealand ODIs"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২৩ 
  23. "Black Caps beaten by Pakistan in Twenty20 in Lahore despite Matt Henry hat-trick"স্টাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৩ 
  24. "Mark Chapman's century a series-saver against Pakistan"স্টাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]