১৪তম আইফা পুরস্কার
১৪তম আইফা পুরস্কার | ||||
---|---|---|---|---|
তারিখ | ৪ জুলাই ২০১৩ ৬ জুলাই ২০১৩ | –|||
স্থান | দ্য ভেনেশিয়ান মাকাও, মাকাও | |||
উপস্থাপক | ||||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ চলচ্চিত্র | বর্ফী! | |||
সর্বাধিক পুরস্কার | বর্ফী! (১৪) | |||
সর্বাধিক মনোনয়ন | বর্ফী! (২১) | |||
টেলিভিশন আওতা | ||||
চ্যানেল | স্টার প্লাস | |||
নেটওয়ার্ক | স্টার টিভি | |||
|
১৪তম আইফা পুরস্কার, আনুষ্ঠানিকভাবে ১৪তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি পুরস্কার অনুষ্ঠান, যা ২০১২ সালের বলিউড চলচ্চিত্রগুলোকে সম্মানিত করে আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমি দ্বারা উপস্থাপিত হয়, ২০১৩ সালের ৪-৬ জুলাই অনুষ্ঠিত হয়। ২০০৯ সালের পর দ্বিতীয়বারের মতো ২০১৩ সালের ৬ই জুলাই দ্য ভেনিশিয়ান মাকাও, ম্যাকাওতে বিজয়ীদের ঘোষণা করা হয়।[১] অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা শাহরুখ খান ও শাহিদ কাপুর । অনুষ্ঠানটি ভারতে এবং আন্তর্জাতিকভাবে স্টার প্লাসে টেলিভিশনে সম্প্রচারিত হয়।
বর্ফী! সর্বাধিক ২১টি মনোনয়ন লাভ করে, তারপরে গ্যাংস অফ ওয়াসেপুর - পার্ট ১ ১০টি এবং অগ্নিপথ ও ভিকি ডোনার ৯টি মনোনয়ন লাভ করে।[২][৩]
বর্ফী! শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক (অনুরাগ বসু), এবং শ্রেষ্ঠ অভিনেতা (রণবীর কাপুর)-সহ সর্বাধিক ১৪টি পুরস্কার অর্জন করে। অগ্নিপথ শ্রেষ্ঠ খল অভিনেতা (ঋষি কাপুর)-সহ ৫টি পুরস্কার নিয়ে দ্বিতীয় সর্বাধিক বিজয়ী চলচ্চিত্র।[৪][৫]
নওয়াজউদ্দিন সিদ্দিকী গ্যাংস অফ ওয়াসেপুর – পার্ট ১ এবং তালাশ: দি আনসার লাইজ উইদিন-এ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে দ্বৈত মনোনয়ন লাভ করেন, কিন্তু ভিকি ডোনার-এ অভিনয়ের জন্য পুরস্কৃত অন্নু কাপুরের কাছে পরাজিত হন।
বিজয়ী ও মনোনীত
[সম্পাদনা]জনপ্রিয় পুরস্কার
[সম্পাদনা]সঙ্গীত পুরস্কার
[সম্পাদনা]শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনা | শ্রেষ্ঠ গীতিকার |
---|---|
|
|
শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী | শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী |
|
|
শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনা | শ্রেষ্ঠ আবহ সঙ্গীত |
|
কারিগরি পুরস্কার
[সম্পাদনা]শ্রেষ্ঠ মারপিট | শ্রেষ্ঠ বিশেষ প্রভাব |
---|---|
|
|
শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা | শ্রেষ্ঠ চিত্রগ্রহণ |
|
|
শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা | শ্রেষ্ঠ সংলাপ |
|
|
শ্রেষ্ঠ সম্পাদনা | শ্রেষ্ঠ রূপসজ্জা |
|
|
শ্রেষ্ঠ উৎপাদন ডিজাইন | শ্রেষ্ঠ চিত্রনাট্য |
|
|
শ্রেষ্ঠ শব্দ মিশ্রণ | শ্রেষ্ঠ শব্দগ্রহণ |
|
|
বিশেষ পুরস্কার
[সম্পাদনা]বিভাগ | পুরস্কার গ্রহীতা |
---|---|
আইফা ২০১৩ মাকাও উত্সর্গীকৃত | যশ চোপড়া |
ভারতীয় সিনেমায় অসামান্য অবদান | জাভেদ আখতার |
আন্তর্জাতিক সিনেমায় একজন ভারতীয়ের অসামান্য কৃতিত্ব | অনুপম খের |
ডিজিটাল স্টার | শাহরুখ খান |
একাধিক মনোনয়ন এবং পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র
[সম্পাদনা]
নিম্নোক্ত চলচ্চিত্রসমূহ একাধিক মনোনয়ন লাভ করে:
|
নিম্নোক্ত চলচ্চিত্রসমূহ একাধিক পুরস্কার অর্জন করে:
|
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "IIFA Awards 2013 to be held in Macau"। ইন্ডিসিনে। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯।
- ↑ "Barfi leads with 15 nominations for IIFA awards 2013!!"। ইন্ডিয়ান অফলাইন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯।
- ↑ "Barfi! leads IIFA nominations with 13 nods"। এনডিটিভি মুভিজ। ২৭ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৩।
- ↑ "IIFA Awards 2013: The winners are finally here!"। জি নিউজ। ৭ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪।
- ↑ "IIFA 2013 Technical Awards Winners"। বলিউড হাঙ্গামা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৩।