১ম আইফা পুরস্কার
| ১ম আইফা পুরস্কার | ||||
|---|---|---|---|---|
| তারিখ | ২৪ জুন ২০০০ | |||
| স্থান | মিলেনিয়াম ডোম, লন্ডন | |||
| উপস্থাপক | যুক্তা মুখী ও অনুপম খের | |||
| আলোকপাত | ||||
| শ্রেষ্ঠ চলচ্চিত্র | হাম দিল দে চুকে সনম | |||
| শ্রেষ্ঠ পরিচালনা | সঞ্জয় লীলা ভন্সালী (হাম দিল দে চুকে সনম) | |||
| শ্রেষ্ঠ অভিনেতা | সঞ্জয় দত্ত (বাস্তব - দ্য রিয়্যালটি) | |||
| শ্রেষ্ঠ অভিনেত্রী | ঐশ্বর্যা রাই (হাম দিল দে চুকে সনম) | |||
| সর্বাধিক পুরস্কার | হাম দিল দে চুকে সনম (১১) | |||
| সর্বাধিক মনোনয়ন | হাম দিল দে চুকে সনম (২১) | |||
| ||||
প্রথমবারের মত আয়োজিত আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি পুরস্কার আনুষ্ঠানিকভাবে ১ম আইফা পুরস্কার নামে পরিচিত। ২০০০ সালে ২৪শে জুন লন্ডনের মিলেনিয়াম ডোমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।[১] এই আসরের উপস্থাপনা করেন যুক্ত মুখি ও অনুপম খের।[২]
হাম দিল দে চুকে সনম এই আসরে সর্বাধিক ২১টি মনোনয়ন অর্জন করে, তারপরে তাল ১২টি ও সরফরোশ ৯টি মনোনয়ন লাভ করে।
অনুষ্ঠান চলাকালীন ২৬টি প্রতিযোগিতামূলক বিভাগে আইফা পুরস্কার প্রদান করা হয়। হাম দিল দে চুকে সনম এই অনুষ্ঠানে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক (সঞ্জয় লীলা ভন্সালী) ও শ্রেষ্ঠ অভিনেত্রী (ঐশ্বর্যা রায়)-সহ সর্বাধিক ১১টি পুরস্কার অর্জন করে।
ঐশ্বর্যা রাই হাম দিল দে চুকে সনম এবং তাল-এ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে দ্বৈত মনোনয়ন লাভ করেন এবং প্রথমোক্ত চলচ্চিত্রের জন্য পুরস্কার অর্জন করেন। অনিল কাপুর বিবি নাম্বার ওয়ান ও তাল-এ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে দ্বৈত মনোনয়ন লাভ করেন এবং দ্বিতীয় চলচ্চিত্রের জন্য পুরস্কার অর্জন করেন। সুস্মিতা সেন বিবি নাম্বার ওয়ান ও সির্ফ তুম- এ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে দ্বৈত মনোনয়ন লাভ করেন এবং প্রথমোক্ত চলচ্চিত্রের জন্য পুরস্কার অর্জন করেন।
বিজয়ী ও মনোনীত
[সম্পাদনা]




নীচে বিজয়ী এবং মনোনীতদের তালিকা দেওয়া হয়েছে। বিজয়ীদের নাম প্রথমে ও গাঢ় বর্ণে তালিকাভুক্ত করা হয়েছে এবং একটি ডবল ড্যাগার (
) দিয়ে নির্দেশিত করা হয়েছে।[৩][৪]
জনপ্রিয় পুরস্কার
[সম্পাদনা]কারিগরি পুরস্কার
[সম্পাদনা]| শ্রেষ্ঠ কাহিনি | শ্রেষ্ঠ চিত্রনাট্য |
|---|---|
|
|
| শ্রেষ্ঠ সংলাপ | শ্রেষ্ঠ চিত্রগ্রহণ |
|
|
| শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা | শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা |
|
|
| শ্রেষ্ঠ আবহ সঙ্গীত | শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা |
| |
| শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা | শ্রেষ্ঠ রূপসজ্জা |
|
|
| শ্রেষ্ঠ শব্দগ্রহণ | শ্রেষ্ঠ শব্দ পুনঃমিশ্রণ |
|
|
| শ্রেষ্ঠ বিশেষ প্রভাব | শ্রেষ্ঠ গান রেকর্ডিং |
|
|
একাধিক মনোনয়ন ও পুরস্কার
[সম্পাদনা]| মনোনয়ন | চলচ্চিত্র |
|---|---|
| ২১ | হাম দিল দে চুকে সনম |
| ১২ | Taal |
| ৯ | সরফরোশ |
| ৭ | বাস্তব - দ্য রিয়্যালটি |
| ৬ | হাসিনা মান যায়েগি |
| ৫ | বিবি নাম্বার ওয়ান |
| ২ | অর্জুন পণ্ডিত |
| দাগ: দ্য ফায়ার | |
| হাম আপকে দিল মেঁ রহতে হ্যাঁয় | |
| হাম সাথ-সাথ হ্যাঁয় | |
| খুবসুরত | |
| সির্ফ তুম | |
| পুরস্কার | চলচ্চিত্র |
|---|---|
| ১১ | হাম দিল দে চুকে সনম |
| ৫ | তাল |
| ২ | সরফরোশ |
| বাস্তব - দ্য রিয়্যালটি | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Hum Dil De... sweeps IIFA awards"। Screen। ২০ ফেব্রুয়ারি ২০০১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৮।
- ↑ "First iifa award ceremony"। IIFA। ১৪ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৬।
- ↑ "The 1st IIFA Awards 2000 Nominations Polling"। CatchUsLive.com। International Indian Film Academy Awards। ২০ জুন ২০০০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২১।
- ↑ "The 1st IIFA Awards 2000 Winners"। International Indian Film Academy। ১২ ডিসেম্বর ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২১।