বিষয়বস্তুতে চলুন

১ম আইফা পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১ম আইফা পুরস্কার
তারিখ২৪ জুন ২০০০ (2000-06-24)
স্থানমিলেনিয়াম ডোম, লন্ডন
উপস্থাপকযুক্তা মুখীঅনুপম খের
আলোকপাত
শ্রেষ্ঠ চলচ্চিত্রহাম দিল দে চুকে সনম
শ্রেষ্ঠ পরিচালনাসঞ্জয় লীলা ভন্সালী
(হাম দিল দে চুকে সনম)
শ্রেষ্ঠ অভিনেতাসঞ্জয় দত্ত
(বাস্তব - দ্য রিয়্যালটি)
শ্রেষ্ঠ অভিনেত্রীঐশ্বর্যা রাই
(হাম দিল দে চুকে সনম)
সর্বাধিক পুরস্কারহাম দিল দে চুকে সনম (১১)
সর্বাধিক মনোনয়নহাম দিল দে চুকে সনম (২১)
  # আইফা পুরস্কার ২য়  

প্রথমবারের মত আয়োজিত আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি পুরস্কার আনুষ্ঠানিকভাবে ১ম আইফা পুরস্কার নামে পরিচিত। ২০০০ সালে ২৪শে জুন লন্ডনের মিলেনিয়াম ডোমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।[] এই আসরের উপস্থাপনা করেন যুক্ত মুখিঅনুপম খের[]

হাম দিল দে চুকে সনম এই আসরে সর্বাধিক ২১টি মনোনয়ন অর্জন করে, তারপরে তাল ১২টি ও সরফরোশ ৯টি মনোনয়ন লাভ করে।

অনুষ্ঠান চলাকালীন ২৬টি প্রতিযোগিতামূলক বিভাগে আইফা পুরস্কার প্রদান করা হয়। হাম দিল দে চুকে সনম এই অনুষ্ঠানে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক (সঞ্জয় লীলা ভন্সালী) ও শ্রেষ্ঠ অভিনেত্রী (ঐশ্বর্যা রায়)-সহ সর্বাধিক ১১টি পুরস্কার অর্জন করে।

ঐশ্বর্যা রাই হাম দিল দে চুকে সনম এবং তাল-এ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে দ্বৈত মনোনয়ন লাভ করেন এবং প্রথমোক্ত চলচ্চিত্রের জন্য পুরস্কার অর্জন করেন। অনিল কাপুর বিবি নাম্বার ওয়ানতাল-এ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে দ্বৈত মনোনয়ন লাভ করেন এবং দ্বিতীয় চলচ্চিত্রের জন্য পুরস্কার অর্জন করেন। সুস্মিতা সেন বিবি নাম্বার ওয়ানসির্ফ তুম- এ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে দ্বৈত মনোনয়ন লাভ করেন এবং প্রথমোক্ত চলচ্চিত্রের জন্য পুরস্কার অর্জন করেন।

বিজয়ী ও মনোনীত

[সম্পাদনা]
সঞ্জয় লীলা ভন্সালী - হাম দিল দে চুকে সনম- এর জন্য সেরা পরিচালক বিজয়ী
সঞ্জয় দত্ত - বাস্তব: দ্য রিয়েলিটির জন্য সেরা অভিনেতার বিজয়ী
ঐশ্বর্যা রাই বচ্চন - হাম দিল দে চুকে সনমের জন্য সেরা অভিনেত্রীর বিজয়ী
অনিল কাপুর - তালের জন্য সেরা পার্শ্ব অভিনেতা বিজয়ী
সুস্মিতা সেন - বিবি নাম্বার ওয়ান- এর জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিজয়ী

নীচে বিজয়ী এবং মনোনীতদের তালিকা দেওয়া হয়েছে। বিজয়ীদের নাম প্রথমে ও গাঢ় বর্ণে তালিকাভুক্ত করা হয়েছে এবং একটি ডবল ড্যাগার (double-dagger) দিয়ে নির্দেশিত করা হয়েছে।[][]

জনপ্রিয় পুরস্কার

[সম্পাদনা]
শ্রেষ্ঠ চলচ্চিত্র শ্রেষ্ঠ পরিচালক
শ্রেষ্ঠ অভিনেতা শ্রেষ্ঠ অভিনেত্রী
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী
শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনয় শ্রেষ্ঠ কৌতুক চরিত্রে অভিনয়
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক শ্রেষ্ঠ গীতিকার
শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী

কারিগরি পুরস্কার

[সম্পাদনা]
শ্রেষ্ঠ কাহিনি শ্রেষ্ঠ চিত্রনাট্য
শ্রেষ্ঠ সংলাপ শ্রেষ্ঠ চিত্রগ্রহণ
শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা
শ্রেষ্ঠ আবহ সঙ্গীত শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা
শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা শ্রেষ্ঠ রূপসজ্জা
  • নীতা লুল্লা – তাল double-dagger
শ্রেষ্ঠ শব্দগ্রহণ শ্রেষ্ঠ শব্দ পুনঃমিশ্রণ
শ্রেষ্ঠ বিশেষ প্রভাব শ্রেষ্ঠ গান রেকর্ডিং
  • রাজ তারু (ভিডিও সোনিক লিমিটেড) – হিন্দুস্তান কি কসম double-dagger
  • সতীশ গুপ্ত - "খালি দিল না জান ভি ইয়ে মাংদা" - কাচ্চে ধাগে double-dagger

একাধিক মনোনয়ন ও পুরস্কার

[সম্পাদনা]
একাধিক মনোনয়ন
মনোনয়ন চলচ্চিত্র
২১ হাম দিল দে চুকে সনম
১২ Taal
সরফরোশ
বাস্তব - দ্য রিয়্যালটি
হাসিনা মান যায়েগি
বিবি নাম্বার ওয়ান
অর্জুন পণ্ডিত
দাগ: দ্য ফায়ার
হাম আপকে দিল মেঁ রহতে হ্যাঁয়
হাম সাথ-সাথ হ্যাঁয়
খুবসুরত
সির্ফ তুম
একাধিক জয়
পুরস্কার চলচ্চিত্র
১১ হাম দিল দে চুকে সনম
তাল
সরফরোশ
বাস্তব - দ্য রিয়্যালটি

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Hum Dil De... sweeps IIFA awards"Screen। ২০ ফেব্রুয়ারি ২০০১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৮
  2. "First iifa award ceremony"। IIFA। ১৪ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৬
  3. "The 1st IIFA Awards 2000 Nominations Polling"CatchUsLive.comInternational Indian Film Academy Awards। ২০ জুন ২০০০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২১
  4. "The 1st IIFA Awards 2000 Winners"International Indian Film Academy। ১২ ডিসেম্বর ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২১

বহিঃসংযোগ

[সম্পাদনা]