বিষয়বস্তুতে চলুন

১২তম আইফা পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১২তম আইফা পুরস্কার
১২তম আইফা পুরস্কারের দাপ্তরিক লোগো
তারিখ২৩ জুন ২০১১ (2011-06-23)
২৫ জুন ২০১১ (2011-06-25)
স্থানরজার্স সেন্টার
রিকো কলিসোম, টরন্টো
উপস্থাপক
আলোকপাত
শ্রেষ্ঠ চলচ্চিত্রদাবাং
সর্বাধিক পুরস্কারদাবাং (১০)
সর্বাধিক মনোনয়নদাবাং (১৫)
টেলিভিশন আওতা
চ্যানেলস্টার প্লাস
নেটওয়ার্কস্টার টিভি
স্থিতিকাল১৬৭ মিনিট
 ← ১১তম আইফা পুরস্কার ১৩তম → 

১২তম আইফা পুরস্কার, আনুষ্ঠানিকভাবে ১২তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি পুরস্কার, যা আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি কর্তৃক প্রদত্ত বাৎসরিক পুরস্কার, যা ২০১০ সালের সেরা হিন্দি চলচ্চিত্রগুলোকে সম্মানিত করে। এটি ২০১১ সালের ২৩ থেকে ২৫শে জুন অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিক অনুষ্ঠানটি কানাডার অন্টারিওর টরন্টোতে রজার্স সেন্টারে ২০১১ সালের ২৫শে জুন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান চলাকালীন ২৪টি প্রতিযোগিতামূলক বিভাগে আইফা পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি ভারতে এবং আন্তর্জাতিকভাবে স্টার প্লাসে টেলিভিশনে সম্প্রচারিত হয়। অভিনেতা বোমান ইরানিরিতেশ দেশমুখ চতুর্থবারের মতো অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

সম্পর্কিত ইভেন্টে, আইফা মিউজিক এবং ফ্যাশন এক্সট্রাভাগানজা ২০১১ সালের ২৪শে জুন রিকো কলিজিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন করণ জোহরঅনুষ্কা শর্মা। ইভেন্ট চলাকালীন বিজয়ীদের সকল কারিগরি পুরস্কার এবং একটি সঙ্গীত পুরস্কার প্রদান করা হয়।

দাবাং এই আসরে সর্বাধিক ১৫টি মনোনয়ন লাভ করে, তারপরে ব্যান্ড বাজা বারাতওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই ১২টি করে এবং ইশকিয়া ৯টি মনোনয়ন লাভ করে।

দাবাং শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী (সোনাক্ষী সিনহা) এবং শ্রেষ্ঠ খল অভিনেতা (সোনু সুদ)-সহ সর্বাধিক ১০টি পুরস্কার অর্জন করে।

ব্যান্ড বাজা বারাত এবং ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই ৫টি করে পুরস্কার নিয়ে অনুষ্ঠানের রানার্স আপ ছিল। অন্যান্য একাধিক বিজয়ীর মধ্যে রয়েছে আই হেট লাভ স্টোরিজ, রোবট এবং উড়ান প্রতিটি ৩টি পুরস্কার। এছাড়াও গুজারিশ, হাউসফুললাভ সেক্স অউর ধোকা ১টি করে পুরস্কার পেয়েছে।

পটভূমি

[সম্পাদনা]

কানাডাউত্তর আমেরিকায় এই প্রথম আইফা পুরস্কার অনুষ্ঠিত হয়। টরন্টোর বিপুল দক্ষিণ এশীয় জনসংখ্যা সম্ভবত আয়োজক শহর হিসেবে নির্বাচন করতে প্রভাবিত করেছে (অন্টারিও প্রদেশে সর্বাধিক ইন্দো-কানাডীয় রয়েছে, বৃহত্তর টরন্টো এলাকায় ৪৮৪,৬৫৫ জনসংখ্যাসহ যার মোট সংখ্যা ৫৭৩,২৫০।[]

২০১১ সালের ২৪শে জুলাই স্টার প্লাসে পুরস্কার অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়েছিল।[]

বিজয়ী ও মনোনীত

[সম্পাদনা]

 পুরস্কার বিজয়ীদের তালিকা নিচে দেওয়া হল। বিজয়ীদের প্রথমে তালিকাভুক্ত করা হয়, এবং গাঢ় বর্ণে হাইলাইট করা হয়।[]

জনপ্রিয় পুরস্কার

[সম্পাদনা]
করণ জোহর (শ্রেষ্ঠ পরিচালক বিজয়ী)
অনুষ্কা শর্মা (শ্রেষ্ঠ অভিনেত্রী বিজয়ী)
শাহরুখ খান (শ্রেষ্ঠ অভিনেতা বিজয়ী)
প্রাচী দেসাই (শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিজয়ী)
অর্জুন রামপাল (শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিজয়ী)
শ্রেষ্ঠ চলচ্চিত্র শ্রেষ্ঠ পরিচালক
প্রধান চরিত্রে অভিনেতার শ্রেষ্ঠ অভিনয় প্রধান চরিত্রে অভিনেত্রীর শ্রেষ্ঠ অভিনয়
পার্শ্ব চরিত্রে অভিনেতার শ্রেষ্ঠ অভিনয় পার্শ্ব চরিত্রে অভিনেত্রীর শ্রেষ্ঠ অভিনয়
কৌতুক চরিত্রে শ্রেষ্ঠ অভিনয় খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনয়
নবাগত পুরুষ তারকা নবাগত নারী তারকা

সঙ্গীত

[সম্পাদনা]
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক শ্রেষ্ঠ গীতিকার
শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী
শ্রেষ্ঠ আবহ সঙ্গীত শ্রেষ্ঠ গান রেকর্ডিং

লেখনী পুরস্কার

[সম্পাদনা]
শ্রেষ্ঠ কাহিনি শ্রেষ্ঠ চিত্রনাট্য
শ্রেষ্ঠ সংলাপ

কারিগরি পুরস্কার

[সম্পাদনা]
শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা শ্রেষ্ঠ মারপিট
শ্রেষ্ঠ চিত্রগ্রহণ শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা
শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা
শ্রেষ্ঠ রূপসজ্জা শ্রেষ্ঠ শব্দগ্রহণ
শ্রেষ্ঠ শব্দমিশ্রণ শ্রেষ্ঠ বিশেষ প্রভাব

বিশেষ পুরস্কার

[সম্পাদনা]
Dharmendra at IIFA press conference.
আশা ভোঁসলে, আজীবন সম্মাননা পুরস্কার বিজয়ী

গ্রিন গ্লোব পুরস্কার

[সম্পাদনা]

স্টার প্লাসের হটেস্ট জুটি

[সম্পাদনা]

সিনেমায় অসামান্য অর্জন

[সম্পাদনা]

আজীবন সম্মাননা

[সম্পাদনা]

একাধিক মনোনয়ন ও পুরস্কার

[সম্পাদনা]

বিতর্ক

[সম্পাদনা]

শাহরুখ খান ও স্টেজ ক্র্যাশার

[সম্পাদনা]

মিউজিক অ্যাওয়ার্ডের সহ-হোস্টিং করার সময় একজন ব্যক্তি মঞ্চে ঝাঁপিয়ে পড়েন এবং শাহরুখ খানের আহত পায়ে নিজেকে চেপে ধরেন। পরে তাকে মঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়, যখন শাহরুখ বলেছিলেন, “তুমি আমার পায়ে ব্যথা করছ। অনুগ্রহ পূর্বক সরাও!" কিন্তু, লোকটির অনুরোধে শো শেষে দেখা করতে রাজি হন শাহরুখ।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Ethnocultural Portrait of Canada Highlight Tables, 2006 Census"। ২১ সেপ্টেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১১ 
  2. "IIFA Awards 2011"। Star Plus। ১৮ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১১ 
  3. "The 12th IIFA Awards (2011) Nominees and Winners"iifa.com। ২০১২-০১-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০১-২৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]