২য় আইফা উৎসব
২য় আইফা উৎসব | ||||
---|---|---|---|---|
তারিখ | ২৮-২৯ মার্চ ২০১৭ | |||
স্থান | হায়দ্রাবাদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, ভারত | |||
উপস্থাপক | অকুল বালাজি, মেঘনা গাঁওকর (কন্নড়) রানা দগ্গুবাটি, শিব (তামিল) রানা দগ্গুবাটি, নানি (তেলুগু) টিনি টম, পার্ল মানে (মালয়ালম) | |||
প্রযোজক | উইজক্রাফট ইন্টারন্যাশনাল এন্টারটেইনমেন্ট | |||
পরিচালক | আন্দ্রে টিমিন্স | |||
টেলিভিশন আওতা | ||||
নেটওয়ার্ক | সান টিভি নেটওয়ার্ক | |||
|
দ্বিতীয় আইফা উৎসব ২০১৬ সালের দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের বিজয়ীদের এবং মনোনীতদের সম্মান জানানোর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ছিল ২০১৭ সালের ২৮ ও ২৯ মার্চ ভারতের তেলেঙ্গানার হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়।
এটি আইফা উৎসবের দ্বিতীয় সংস্করণ। ২০১৬ সালের ভারতের চারটি চলচ্চিত্র শিল্প - তামিল, তেলুগু, মালয়ালম এবং কন্নড় ভাষার অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সেরা কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কন্নড় ভাষার চলচ্চিত্রের ক্ষেত্রে অকুল বালাজি ও মেঘনা গাঁওকর; তামিল ভাষার চলচ্চিত্রের ক্ষেত্রে রানা দগ্গুবাটি ও শিব; তেলুগু ভাষার চলচ্চিত্রের ক্ষেত্রে রানা দগ্গুবাটি ও নানি; এবং মালয়ালম ভাষার চলচ্চিত্রের ক্ষেত্রে টিনি টম ও পার্ল মানে।[১]
বিজয়ী ও মনোনীত
[সম্পাদনা]প্রধান পুরস্কার
[সম্পাদনা]কন্নড় চলচ্চিত্র
[সম্পাদনা]২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর জন্য মনোনয়ন ঘোষণা করা হয়েছিল ২০১৭ সালের মার্চের প্রথম দিকে। মোট ১৩টি বিভাগের মধ্যে ১২টি বিভাগে মনোনয়ন নিয়ে মনোনয়নের তালিকায় এগিয়ে ছিল কিরিক পার্টি। অন্যান্য শীর্ষস্থানীয় মনোনয়ন প্রাপ্ত চলচ্চিত্রের মধ্যে কর্ব ও গোড়ি বন্না সাধারণ মিকাট্টু ৯টি মনোনয়ন এবং ইউ টার্ন ৬টি মনোনয়ন লাভ করে৷[২]
শ্রেষ্ঠ চলচ্চিত্র | শ্রেষ্ঠ পরিচালক |
---|---|
|
|
প্রধান চরিত্রে অভিনেতার শ্রেষ্ঠ অভিনয় দক্ষতা | প্রধান চরিত্রে অভিনেত্রীর শ্রেষ্ঠ অভিনয় দক্ষতা |
|
|
পার্শ্ব চরিত্রে অভিনেতার শ্রেষ্ঠ অভিনয় দক্ষতা | পার্শ্ব চরিত্রে অভিনেত্রীর শ্রেষ্ঠ অভিনয় দক্ষতা |
|
|
কৌতুক চরিত্রে শ্রেষ্ঠ অভিনয় দক্ষতা | খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনয় দক্ষতা |
|
|
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনা | শ্রেষ্ঠ গীত |
|
|
শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী | শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী |
|
|
শ্রেষ্ঠ কাহিনি | |
তামিল চলচ্চিত্র
[সম্পাদনা]২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর জন্য মনোনয়ন ঘোষণা করা হয়েছিল ২০১৭ সালের মার্চ মাসের প্রথম দিকে। চেন্নাই 600028 II মোট ১৩টি বিভাগের মধ্যে ১১টি বিভাগে মনোনয়ন নিয়ে মনোনয়নের তালিকায় শীর্ষে ছিল। অন্যান্য শীর্ষস্থানীয় মনোনয়ন প্রাপ্ত চলচ্চিত্রের মধ্যে কবালি ৮টি বিভাগে, সমালোচকদের দ্বারা প্রশংসিত ভিসারনাই ও ইরুধি সুত্রু ৫টি বিভাগে, এবং থেরি ৪টি বিভাগে মনোনয়ন লাভ করে।[৩]
শ্রেষ্ঠ চলচ্চিত্র | শ্রেষ্ঠ পরিচালনা |
---|---|
|
|
প্রধান চরিত্রে অভিনেতার শ্রেষ্ঠ অভিনয় দক্ষতা | প্রধান চরিত্রে অভিনেত্রীর শ্রেষ্ঠ অভিনয় দক্ষতা |
| |
পার্শ্ব চরিত্রে অভিনেতার শ্রেষ্ঠ অভিনয় দক্ষতা | পার্শ্ব চরিত্রে অভিনেত্রীর শ্রেষ্ঠ অভিনয় দক্ষতা |
| |
কৌতুক চরিত্রে শ্রেষ্ঠ অভিনয় দক্ষতা | খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনয় দক্ষতা |
|
|
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনা | শ্রেষ্ঠ গানের কথা |
|
|
শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী | শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী |
|
|
তেলুগু চলচ্চিত্র
[সম্পাদনা]২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর জন্য মনোনয়ন ঘোষণা করা হয়েছিল ২০১৭ সালের মার্চ মাসের প্রথম দিকে। জনতা গ্যারাজ ও ওপিরি মোট ১৩টি বিভাগের মধ্যে ৯টি মনোনয়ন নিয়ে শীর্ষে ছিল। অন্যান্য শীর্ষস্থানীয় মনোনয়ন প্রাপ্ত চলচ্চিত্রের মধ্যে পেল্লি চুপলু ৮টি মনোনয়ন এবং রুদ্রমাদেবী ৭টি মনোনয়ন লাভ করে।[৪]
শ্রেষ্ঠ চলচ্চিত্র | শ্রেষ্ঠ পরিচালনা |
---|---|
|
|
প্রধান চরিত্রে অভিনেতার শ্রেষ্ঠ অভিনয় দক্ষতা | প্রধান চরিত্রে অভিনেত্রীর শ্রেষ্ঠ অভিনয় দক্ষতা |
|
|
পার্শ্ব চরিত্রে অভিনেতার শ্রেষ্ঠ অভিনয় দক্ষতা | পার্শ্ব চরিত্রে অভিনেত্রীর শ্রেষ্ঠ অভিনয় দক্ষতা |
|
|
কৌতুক চরিত্রে শ্রেষ্ঠ অভিনয় দক্ষতা | খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনয় দক্ষতা |
|
|
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনা | শ্রেষ্ঠ গীত |
|
|
শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী | শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী |
|
|
শ্রেষ্ঠ চিত্রনাট্য | শ্রেষ্ঠ কাহিনি |
|
মালয়ালম চলচ্চিত্র
[সম্পাদনা]২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৬ সালর শেষ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর জন্য মনোনয়ন ২০১৭ সালের ১৪ই মার্চ ঘোষণা করা হয়। মহেশিন্টে প্রতিকারম ১৩টি বিভাগে মনোনয়ন নিয়ে মনোনয়নের তালিকায় শীর্ষে ছিল, তারপরে চার্লি ১১টি মনোনয়ন এবং আদুপুলিয়াত্তম ৭টি মনোনয়ন লাভ করে।[৫]
শ্রেষ্ঠ চলচ্চিত্র | শ্রেষ্ঠ পরিচালনা |
---|---|
|
|
প্রধান চরিত্রে অভিনেতার শ্রেষ্ঠ অভিনয় দক্ষতা | প্রধান চরিত্রে অভিনেত্রীর শ্রেষ্ঠ অভিনয় দক্ষতা |
|
|
পার্শ্ব চরিত্রে অভিনেতার শ্রেষ্ঠ অভিনয় দক্ষতা | পার্শ্ব চরিত্রে অভিনেতার শ্রেষ্ঠ অভিনয় দক্ষতা |
| |
কৌতুক চরিত্রে শ্রেষ্ঠ অভিনয় দক্ষতা | খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনয় দক্ষতা |
|
|
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনা | শ্রেষ্ঠ গানের কথা |
|
|
শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী | শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী |
|
|
শ্রেষ্ঠ কাহিনি | |
|
বিশেষ সম্মাননা
[সম্পাদনা]- ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদান – কে. রাঘবেন্দ্র রাও[৬]
- ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদান – এসপি মুথুরমন[৭]
- লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড — দ্বারকিশ[৮]
পরিবেশনকারী
[সম্পাদনা]নিন্মোক্ত ব্যক্তিরা বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করেন।[১]
নাম(সমূহ) | ভূমিকা |
---|---|
জীব | অভিনয়কারী |
সাঁই ধরম তেজ | অভিনয়কারী |
অখিল আক্কিনেনি | অভিনয়কারী |
কুঞ্চাকো বোবন | অভিনয়কারী |
হংসিকা মোটবানী | অভিনয়কারী |
ভি. রবিচন্দ্রন | অভিনয়কারী |
প্রেমগী | অভিনয়কারী |
অক্ষরা হাসান | অভিনয়কারী |
রাই লক্ষ্মী | অভিনয়কারী |
রাশি খান্না | অভিনয়কারী |
প্রজ্ঞা জয়সওয়াল | অভিনয়কারী |
নিকি গালরাণী | অভিনয়কারী |
আমিরা দস্তুর | অভিনয়কারী |
রচিত রাম | অভিনয়কারী |
ইশা তলওয়ার | অভিনয়কারী |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "IIFA Utsavam 2017 to be held in Hyderabad to commemorate the best of South Indian cinema"। ফার্স্টপোস্ট (ইংরেজি ভাষায়)। ২৮ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৭।
- ↑ "IIFA Utsavam 2017 (2016) Kannada Full Show, Nominees & Winners"। Updatebro.com। ২৮ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৭।
- ↑ প্রকাশ, উপাধ্যায় (১৪ মার্চ ২০১৭)। "IIFA South Utsavam Awards 2017: Here is the complete nomination list for Tamil movies"। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস। ৩১ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৭।
- ↑ শেখর এইচ, হুলি (১৪ মার্চ ২০১৭)। "IIFA Utsavam 2017 Telugu nomination list: Janatha Garage, Oopiri get most nods"। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস। ৩১ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৭।
- ↑ অনু, জেমস (১৪ মার্চ ২০১৭)। "IIFA Utsavam 2017: Malayalam nomination list out; Maheshinte Prathikaram and Charlie in stiff competition"। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস। ৩০ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৭।
- ↑ IANS (৩০ মার্চ ২০১৭)। "'Janatha Garage', 'Kirik Party' bag top honours at IIFA Utsavam 2017" – Business Standard-এর মাধ্যমে।
- ↑ "IIFA Utsavam 2017: Charlie, Irudhi Suttru Bag Top Laurels"। News18.com। IANS। ২৯ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৭।
- ↑ "'Janatha Garage', 'Kirik Party' bag top honours at IIFA Utsavam 2017"। Business Standard। ৩০ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৭।