১৫তম আইফা পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৫তম আইফা পুরস্কার
তারিখ২৩ এপ্রিল ২০১৪ (2014-04-23)
২৬ এপ্রিল ২০১৪ (2014-04-26)
স্থানরেমন্ড জেমস স্টেডিয়াম, ট্যাম্পা, ফ্লোরিডা
উপস্থাপক
আলোকপাত
শ্রেষ্ঠ চলচ্চিত্রভাগ মিলখা ভাগ
সর্বাধিক পুরস্কারভাগ মিলখা ভাগ (১৪)
সর্বাধিক মনোনয়নভাগ মিলখা ভাগ (১৯)
টেলিভিশন আওতা
চ্যানেলস্টার প্লাস
নেটওয়ার্কস্টার টিভি
 ← ১৪তম আইফা পুরস্কার ১৬তম → 

১৫তম আইফা পুরস্কার, আনুষ্ঠানিকভাবে ১৫তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি পুরস্কার অনুষ্ঠান হিসেবে পরিচিত, আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি কর্তৃক প্রদত্ত বাৎসরিক পুরস্কার আয়োজন, যা ২০১৩ সালের সেরা হিন্দি চলচ্চিত্রগুলোকে সম্মানিত করে। এটি ২০১৪ সালের ২৩ থেকে ২৬ এপ্রিল অনুষ্ঠিত হয়।[১] আনুষ্ঠানিক আয়োজন ২০১৪ সালের ২৬ এপ্রিল প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পার রেমন্ড জেমস স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ভারতে এবং আন্তর্জাতিকভাবে স্টার প্লাসে টানা দশম এবং শেষবারের মত টেলিভিশনে সম্প্রচারিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা শাহিদ কাপুর এবং ফারহান আখতার, তার যথাক্রমে তৃতীয় এবং দ্বিতীয়বার এই অনুষ্ঠান সঞ্চালনা করেন।

আইফা রকস, অন্যথায় আইফা মিউজিক এবং ফ্যাশন এক্সট্রাভাগানজা নামে পরিচিত ২০১৪ সালের ২৫শে এপ্রিল অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে কারিগরি পুরস্কার প্রদান করেন অভিনেতা সাইফ আলি খান[২]

ভাগ মিলখা ভাগ সর্বাধিক ১৯টি মনোনয়ন লাভ করে, তারপরে গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলাইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ৮টি মনোনয়ন এবং আশিকি ২কৃষ ৩ ৬টি মনোনয়ন লাভ করে।

ভাগ মিলখা ভাগ এই আসরের সর্বাধিক১৪টি পুরস্কার অর্জন করে, যার মধ্যে ছিল শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক (রাকেশ ওমপ্রকাশ মেহরা), শ্রেষ্ঠ অভিনেতা (ফারহান আখতার) এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী (দিব্যা দত্ত) পুরস্কার।

দীপিকা পাড়ুকোন চেন্নাই এক্সপ্রেস, গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা এবং ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি-এ তার অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনটি মনোনয়ন লাভ করেন এবং চেন্নাই এক্সপ্রেস-এর জন্য পুরস্কার অর্জন করেন।

বিজয়ী ও মনোনীত[সম্পাদনা]

জনপ্রিয় পুরস্কার[সম্পাদনা]

শ্রেষ্ঠ চলচ্চিত্র শ্রেষ্ঠ পরিচালক
প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী
পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী
নবাগত তারকা অভিনেতা নবাগত তারকা অভিনেত্রী
শ্রেষ্ঠ কৌতুক চরিত্রে অভিনয় শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনয়
Best Story Debutant Director

বিশেষ পুরস্কার[সম্পাদনা]

শ্রেণী প্রাপক(গুলি)
ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য আইফা পুরস্কার শত্রুঘ্ন সিনহা
আন্তর্জাতিক চলচ্চিত্রে অসামান্য অর্জনের জন্য আইফা পুরস্কার জন ট্রাভোল্টা [৩]
বর্ষসেরা বিনোদনের জন্য আইফা পুরস্কার দীপিকা পাড়ুকোন [৪]

সঙ্গীত পুরস্কার[সম্পাদনা]

সেরা সঙ্গীত পরিচালনা সেরা গানের কথা
সেরা পুরুষ প্লেব্যাক গায়ক সেরা মহিলা প্লেব্যাক গায়ক
সেরা সাউন্ড ডিজাইন সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর

কারিগরী পুরস্কার[সম্পাদনা]

সেরা অ্যাকশন সেরা বিশেষ প্রভাব
  • শাম কৌশল ও টনি চিং সিউ তুং – কৃষ ৩
  • কেইতন যাদব এবং হরেশ হিঙ্গোরানি (রেড চিলিস ভিএফএক্স) – কৃষ ৩
সেরা কোরিওগ্রাফি সেরা সিনেমাটোগ্রাফি
সেরা কস্টিউম ডিজাইন সেরা সংলাপ
সেরা সম্পাদনা সেরা মেকআপ
সেরা উৎপাদন ডিজাইন সেরা চিত্রনাট্য
সেরা সাউন্ড মিক্সিং সেরা সাউন্ড রেকর্ডিং

একাধিক মনোনয়ন সহ হিন্দি চলচ্চিত্র[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "IIFA Nominations Announced and Bhaag Mikha Bhaag leads with 10!"। Bollyspice। ২০ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৪ 
  2. "IIFA toasts to winners of the Technical Awards at IIFA Magic of the Movies"IIFA। ২৫ এপ্রিল ২০১৪। ২৭ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৪ 
  3. "IIFA 2014: John Travolta, Kevin Spacey star in 'Bollywood Oscars' - NDTV"। ১৬ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৪ 
  4. "- YouTube"YouTube 

বহিঃসংযোগ[সম্পাদনা]