২১তম আইফা পুরস্কার হল আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি পুরস্কারের ২১তম আয়োজন, যা ২০১৯ সালের বলিউড চলচ্চিত্রে সেরা অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। আয়োজনটি ২০২০ সালের ২৭-২৯ মার্চ ইন্দোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল,[১][২] এবং সালমান খান এই আসরের সঞ্চালনা করার ঘোষণা দেন।[৩] কিন্তু কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে আয়োজনটি স্থগিত করা হয়েছিল।[৪][৫] পরবর্তীকালে ২০২১ সালের ২৪শে নভেম্বর আইফা আয়োজক দল তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মাধ্যমে সমস্ত বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করে।[৬]
আদিত্য ধর - সেরা পরিচালক বিজয়ীশহীদ কাপুর - সেরা অভিনেতা বিজয়ীআলিয়া ভাট - সেরা অভিনেত্রীর বিজয়ী সিদ্ধান্ত চতুর্বেদী - সেরা পার্শ্ব অভিনেতা বিজয়ীকিয়ারা আডবাণী - সেরা পার্শ্ব অভিনেত্রী বিজয়ী