উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৯তম আইফা পুরস্কার হল আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি পুরস্কারের ১৯তম আয়োজন, যেখানে ২০১৭ সালের বলিউডের চলচ্চিত্রগুলোকে পুরস্কৃত করা হয়।[১] এই ২০১৮ সালের ২২-২৪ জুন থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়। ২০০৮ সালের পর থাইল্যান্ডে দ্বিতীয়বারের মতো এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।[২] অনুষ্ঠানটি সঞ্চালনা করেন করণ জোহর এবং রিতেশ দেশমুখ ।
তুমহারি সুলু ৭টি মনোনয়ন লাভ করে, এরপর জগ্গা জাসুস ৬টি মনোনয়ন,বরেলি কি বর্ফী ও নিউটন ৫টি মনোনয়ন লাভ করে।
তুমহারি সুলু শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার লাভ করে এবং জগ্গা জাসুস সর্বাধিক ৩টি পুরস্কার অর্জন করে।[৩] শ্রীদেবীকে মম চলচ্চিত্রের জন্য মরণোত্তর প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারে ভূষিত করা হয়।[৪]
সীমা পাহওয়া বরেলি কি বর্ফী এবং শুভ মঙ্গল সাবধান-এ অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে দ্বৈত মনোনয়ন লাভ করেন, কিন্তু মেহের বিজের কাছে পরাজিত হন, যিনি সিক্রেট সুপারস্টার-এ অভিনয়ের জন্য পুরস্কার অর্জন করেন।
শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা
|
শ্রেষ্ঠ বিশেষ প্রভাব
|
- শ্বেতা ভেঙ্কট ম্যাথিউ - নিউটন
|
- এনওয়াই ভিএফএক্সওয়ালা (প্রসাদ বসন্ত সুতার) – জগ্গা জাসুস
|
শ্রেষ্ঠ চিত্রগ্রহণ
|
শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা
|
|
- বিজয় গাঙ্গুলি এবং রুয়েল দৌসান বারিন্দানি - "গালতি সে মিসটেক" - জগ্গা জাসুস
|
শ্রেষ্ঠ সংলাপ
|
|
|
|
অসামান্য কৃতিত্ব
|
স্টাইল আইকন
|
|
|
|
---|
জনপ্রিয় পুরস্কার | |
---|
কারিগরী পুরস্কার | |
---|
বিশেষ পুরস্কার | |
---|
বার্ষিক পুরস্কার | |
---|
আইফা উৎসব | |
---|
|