১২তম জি সিনে পুরস্কার
১২তম জি সিনে পুরস্কার | ||||
---|---|---|---|---|
তারিখ | ১৪ জানুয়ারি ২০১১ | |||
স্থান | মেরিনা বে স্যান্ডস, সিঙ্গাপুর | |||
উপস্থাপক | সাজিদ খান নেহা ধুপিয়া | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ চলচ্চিত্র: জুরি পছন্দ | উড়ান | |||
শ্রেষ্ঠ চলচ্চিত্র: দর্শকের পছন্দ | দাবাং | |||
শ্রেষ্ঠ অভিনেতা |
| |||
শ্রেষ্ঠ অভিনেত্রী |
| |||
টেলিভিশন আওতা | ||||
নেটওয়ার্ক | জি টিভি | |||
|
১২তম জি সিনে পুরস্কার ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত সেরা ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্রসমূহকে স্বীকৃতি প্রদান করে। অনুষ্ঠানটি ২০১১ সালের ১৪ই জানুয়ারি সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাজিদ খান ও নেহা ধুপিয়া।
২০১১ সালের ১লা জানুয়ারি দর্শকের পছন্দ শাখার মনোনয়ন ঘোষণা করা হয়।[১][২] দাবাং সর্বাধিক ২০টি মনোনয়ন লাভ করে। অন্যান্যদের মধ্যে ওয়ান্স আপ আ টাইম ইন মুম্বাই ও মাই নেম ইজ খান ১৩টি করে এবং রাজনীতি ১২টি মনোনয়ন লাভ করে।[৩]
২০১১ সালের ১৪ই জানুয়ারি বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। দাবাং শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সর্বাধিক ৮টি পুরস্কার অর্জন করে। অন্যান্য একাধিক পুরস্কার বিজয়ী চলচ্চিত্রের মধ্যে মাই নেম ইজ খান ৬টি; উড়ান, ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই, ও গুজারিশ ৩টি করে; এবং ইশকিয়া ২টি পুরস্কার অর্জন করে।[৪]
অনুষ্ঠান
[সম্পাদনা]২০০৮ সালে লন্ডনে অনুষ্ঠিত ১১তম আয়োজনের পর দুই বছরের বিরতির পর জি সিনে পুরস্কার পুনরায় ২০১১ সালে অনুষ্ঠিত হয়। আসরটি ২০১১ সালের ১৪ই জানুয়ারি সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডসে অনুষ্ঠিত হয়।[৫] অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাজিদ খান ও নেহা ধুপিয়া। শাহরুখ খান, ঐশ্বর্যা রাই, দীপিকা পাড়ুকোন ও অর্জুন রামপাল বিভিন্ন পরিবেশনায় অংশ নেন।[৬]
বিজয়ী ও মনোনীত
[সম্পাদনা]






নিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা দেওয়া হল। বিজয়ীদের নাম গাঢ় বর্ণে উল্লেখ করা হয়েছে।
দর্শকের পছন্দ
[সম্পাদনা]শ্রেষ্ঠ চলচ্চিত্র | শ্রেষ্ঠ পরিচালক |
---|---|
শ্রেষ্ঠ অভিনেতা | শ্রেষ্ঠ অভিনেত্রী |
|
|
বর্ষসেরা গান | |
|
সমালোচক পুরস্কার
[সম্পাদনা]কারিগরী পুরস্কার
[সম্পাদনা]শ্রেষ্ঠ চিত্রনাট্য | শ্রেষ্ঠ সংলাপ |
---|---|
শ্রেষ্ঠ কাহিনী | শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা |
|
|
শ্রেষ্ঠ আবহ সঙ্গীত | শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনা |
|
|
শ্রেষ্ঠ চিত্রগ্রহণ | শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা |
|
|
শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা | শ্রেষ্ঠ মারপিট |
|
|
বিশেষ পুরস্কার
[সম্পাদনা]আন্তর্জাতিক স্টাইল আইকন - পুরুষ | আন্তর্জাতিক স্টাইল আইকন - নারী |
---|---|
আজীবন সম্মাননা | সেরা আজীবন যুগল |
একাধিক পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]মনোনয়ন | চলচ্চিত্র |
---|---|
২০ | দাবাং |
১৩ | ওয়ান্স আপ আ টাইম ইন মুম্বাই |
মাই নেম ইজ খান | |
১২ | রাজনীতি |
৯ | তিস মার খাঁ |
৭ | গুজারিশ |
৬ | ইশকিয়া |
গোলমাল ৩ | |
৫ | হাউজফুল |
৪ | ব্যান্ড বাজা বারাত |
৩ | আই হেট লাভ স্টোরিজ |
উড়ান | |
বদমাশ কোম্পানি | |
২ | উই আর ফ্যামিলি |
কাইটস | |
তেরে বিন লাদেন | |
পিপলি লাইভ | |
সাদিয়াঁ |
জয় | চলচ্চিত্র |
---|---|
৮ | দাবাং |
৬ | মাই নেম ইজ খান |
৩ | উড়ান |
ওয়ান্স আপ আ টাইম ইন মুম্বাই | |
গুজারিশ | |
২ | ইশকিয়া |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Nominations for Zee Cine Awards 2011"। বলিউড হাঙ্গামা (ইংরেজি ভাষায়)। ১ জানুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২৪।
- ↑ "Nominations: Zee Cine Awards 2011"। এনডিটিভি। ১৩ জানুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২৪।
- ↑ "'Dabangg' bags maximum nominations for Zee Cine Awards 2011"। জি নিউজ (ইংরেজি ভাষায়)। ১৪ জানুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "Winners of Zee Cine Awards 2011"। বলিউড হাঙ্গামা (ইংরেজি ভাষায়)। ১৪ জানুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২৪।
- ↑ বদ্ধন, রাজ (৭ সেপ্টেম্বর ২০১০)। "ZEE Cine Awards confirmed for January 2011"। বিজএশিয়ালাইভ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২৪।
- ↑ "SRK, Dabangg big winners at Zee Cine Awards"। এনডিটিভি। ১৫ জানুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২৪।