ইরশাদ কামিল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইরশাদ কামিল
২০১৩ সালে দিল্লি কবিতা উৎসবে ইরশাদ কামিল
জন্ম (1971-09-05) ৫ সেপ্টেম্বর ১৯৭১ (বয়স ৫২)
জাতীয়তাভারতীয়
পেশাগীতিকার, কবি
কর্মজীবন২০০৪-বর্তমান
ওয়েবসাইটwww.irshadkamil.com

ইরশাদ কামিল (জন্ম ৫ সেপ্টেম্বর ১৯৭১) একজন ভারতীয় কবি এবং গীতিকার। জাব উই মেট, চামেলি, লাভ আজ কাল, রকস্টার, আশিকি ২, রানঝানা, হাইওয়ে, তামাশা , এবং জব হ্যারি মেট সেজল-সহ বলিউডের ছবিতে তার লিখিত গানগুলো ব্যবহৃত হয়েছে।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

কামিল ভারতের মালেরকোটলায় একটি পাঞ্জাবি মুসলিম পরিবারে তার পিতামাতার সপ্তম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন । তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা অধ্যয়ন করেন, এরপর হিন্দিতে স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Guptal, Priya (২২ অক্টোবর ২০১৪)। "I am a closed-door rebel: Irshad Kamil"Times of India। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৭We are Punjabi Muslims and I was born in Malerkotla in Punjab. I did my diploma in journalism from Punjab University, a post graduation in Hindi language followed by a Ph.D in contemporary Hindi poetry.