বিশাল-শেখর
অবয়ব
বিশাল-শেখর | |
---|---|
![]() ২০১৩ সালে বিশাল (বামে) এবং শেখর (ডানে) | |
প্রাথমিক তথ্য | |
উদ্ভব | মুম্বাই, ভারত |
ধরন | ভারতীয় ছবির সঙ্গীত |
পেশা | সঙ্গীত পরিচালক |
কার্যকাল | ১৯৯৯-বর্তমান |
বিশাল-শেখর,বিশাল দাদলানি এবং শেখর রাভজিয়ানি, ভারতীয় দ্বৈত সঙ্গীত পরিচালক। তারা হিন্দি, তেলুগু এবং মারাটি চলচ্চিত্রে কাজ করেছেন।তাদের কাজের মধ্যে অন্যতম হল ঝঙ্কর বিটস (২০০৩), দাস (২০০৫), ব্লাফমাস্টার (২০০৫), আই সী ইউ (২০০৬), লেফ্ট রাইট লেফ্ট (২০০৬), ওম শান্তি ওম (২০০৭), বাচনা এ হাসিনো (২০০৮), দোস্তানা (২০০৮), আঞ্জানা আঞ্জানি (২০১০), রা ওয়ান (২০১১), স্টুডেন্ট অব দি ইয়ার (২০১২), চেন্নাই এক্সপ্রেস (২০১৩), ব্যাঙ্গ ব্যাঙ্গ! (২০১৪) এবং হ্যাপী নিউ ইয়ার (২০১৪)।[১] তাঁরা যৌথভাবে ফিল্মফেয়ার আর ডি বর্মণ পুরস্কার এ ভূষিত হন।
ডিস্কোগ্রাফি
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Vishal Dadlani music director of Happy New Year"। PlanetBollywood। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৫।