বিষয়বস্তুতে চলুন

১ম জি সিনে পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১ম জি সিনে পুরস্কার
তারিখ১৪ মার্চ ১৯৯৮
স্থানমুম্বই, ভারত
উপস্থাপকশেখর সুমন
কিটু গিরওয়ানি
অফিসিয়াল ওয়েবসাইটzeecineawards.com
আলোকপাত
শ্রেষ্ঠ চলচ্চিত্রদিল তো পাগল হ্যায়
শ্রেষ্ঠ অভিনেতাশাহরুখ খান
(দিল তো পাগল হ্যায়)
শ্রেষ্ঠ অভিনেত্রীমাধুরী দীক্ষিত
(দিল তো পাগল হ্যায়)
সর্বাধিক পুরস্কারদিল তো পাগল হ্যায় (১০)
সর্বাধিক মনোনয়নদিল তো পাগল হ্যায় (২৭)
টেলিভিশন আওতা
নেটওয়ার্কজি টিভি
  জি সিনে পুরস্কার ২য় → 

১ম লাক্স জি সিনে পুরস্কার ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত সেরা ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্রসমূহকে স্বীকৃতি প্রদান করে। অনুষ্ঠানটি ১৯৯৮ সালের ১৪ই মার্চ মুম্বইয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শেখর সুমনকিটু গিরওয়ানি এবং পাঁচটি অংশ উপস্থাপনা করেন শাহরুখ খানঐশ্বর্যা রাই, সালমান খানকারিশমা কাপুর, জুহি চাওলারবীনা ট্যান্ডন, মহিমা চৌধুরীসোনালী বেন্দ্রে[]

দিল তো পাগল হ্যায় সর্বাধিক ২৭টি মনোনয়ন লাভ করে। এরপর বর্ডারপরদেশ ১৯টি করে এবং ইশ্‌ক ১০টি মনোনয়ন লাভ করে।[][]

দিল তো পাগল হ্যায় শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ অভিনেতা (শাহরুখ খান) ও শ্রেষ্ঠ অভিনেত্রী (মাধুরী দীক্ষিত)-সহ ১০টি পুরস্কার অর্জন করে। এরপর বর্ডার ৭টি, পরদেশ ৩টি পুরস্কার অর্জন করে।[][]

বিজয়ী ও মনোনীত

[সম্পাদনা]

নিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা দেওয়া হল। বিজয়ীদের নাম গাঢ় বর্ণে উল্লেখ করা হয়েছে।

জে. পি. দত্ত শ্রেষ্ঠ পরিচালক বিভাগে পুরস্কার বিজয়ী
শাহরুখ খান শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে পুরস্কার বিজয়ী
মাধুরী দীক্ষিত শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার বিজয়ী
শ্রেষ্ঠ চলচ্চিত্র শ্রেষ্ঠ পরিচালক
শ্রেষ্ঠ অভিনেতা শ্রেষ্ঠ অভিনেত্রী
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী
শ্রেষ্ঠ কৌতুকাভিনয়শিল্পী শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী
শ্রেষ্ঠ নবাগত অভিনেতা শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনা শ্রেষ্ঠ গীতিকার
শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য সঙ্গীতশিল্পী শ্রেষ্ঠ নারী নেপথ্য সঙ্গীতশিল্পী
শ্রেষ্ঠ কাহিনি শ্রেষ্ঠ চিত্রনাট্য
শ্রেষ্ঠ সংলাপ শ্রেষ্ঠ চিত্রগ্রহণ
শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা শ্রেষ্ঠ মারপিট
শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা
শ্রেষ্ঠ আবহ সঙ্গীত শ্রেষ্ঠ শব্দগ্রহণ
শ্রেষ্ঠ রূপসজ্জা শ্রেষ্ঠ শব্দ পুনঃগ্রহণ
শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা শ্রেষ্ঠ গান রেকর্ডিং
শ্রেষ্ঠ বিশেষ প্রভাব (ভিজ্যুয়াল)

বিশেষ পুরস্কার

[সম্পাদনা]
আজীবন সম্মাননা লাক্স বর্ষসেরা মুখ

একাধিক পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
একাধিক মনোনয়ন
মনোনয়ন চলচ্চিত্র
২৭ দিল তো পাগল হ্যায়
১৯ বর্ডার
পরদেশ
১০ ইশ্‌ক
হিরো নাম্বার ওয়ান
চাচী ৪২০
গুপ্ত: দ্য হিডেন ট্রুথ
সরদারী বেগম
হামেশা
মৃত্যুদণ্ড
বিরাসত
দিওয়ানা মস্তানা
কয়লা
জিদ্দী
গুদগুদি
একাধিক জয়
জয় চলচ্চিত্র
১০ দিল তো পাগল হ্যায়
বর্ডার
পরদেশ
মৃত্যুদণ্ড

পুরস্কার প্রদানকারী

[সম্পাদনা]
প্রদানকারী ভূমিকা
সারিকানিরূপা রায় শ্রেষ্ঠ কাহিনি পুরস্কার প্রদান করেন
শাবানা আজমিজগজিৎ সিং শ্রেষ্ঠ নারী নেপথ্য সঙ্গীতশিল্পী পুরস্কার প্রদান করেন
যশ চোপড়া লতা মঙ্গেশকরের পক্ষে পুরস্কার গ্রহণ করেন
ইন্দ্র কুমারসাধনা সরগম শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য সঙ্গীতশিল্পী পুরস্কার প্রদান করেন
আনু মালিক সোনু নিগমের পক্ষে পুরস্কার গ্রহণ করেন
শাহরুখ খানঐশ্বর্যা রাই শ্রেষ্ঠ গীতিকার পুরস্কার প্রদান করেন
রীনা রায় শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পুরস্কার প্রদান করেন
যশ চোপড়া কারিশমা কাপুরের পক্ষে পুরস্কার গ্রহণ করেন
আশা পারেখ শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা পুরস্কার প্রদান করেন
অক্ষয় শেঠি অক্ষয় খান্নার পক্ষে পুরস্কার গ্রহণ করেন
কারিশমা কাপুরসালমান খান শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী পুরস্কার প্রদান করেন
বিন্দুশশীকলা শ্রেষ্ঠ কৌতুকাভিনয়শিল্পী পুরস্কার প্রদান করেন
সুনীল দত্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার প্রদান করেন
জিনাত আমান লাক্স বর্ষসেরা মুখ পুরস্কার প্রদান করেন
জাভেদ আখতার আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করেন
মোহাম্মদ জহুর খৈয়ামসাজ্জাদ গুল শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনা পুরস্কার প্রদান করেন
জ্যাকি শ্রফ শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী পুরস্কার প্রদান করেন
জুহি চাওলারবীনা ট্যান্ডন শ্রেষ্ঠ নবাগত অভিনেতা পুরস্কার প্রদান করেন
অক্ষয় শেঠি অক্ষয় খান্নার পক্ষে পুরস্কার গ্রহণ করেন
শত্রুঘ্ন সিনহাসুলতান আহমেদ শ্রেষ্ঠ পরিচালনা পুরস্কার প্রদান করেন
হেমা মালিনীস্মিতা ঠাকরে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার প্রদান করেন
যশ চোপড়া মাধুরী দীক্ষিতের পক্ষে পুরস্কার গ্রহণ করেন
কাজল ও গোবিন্দ অডবানি শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার প্রদান করেন

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Lux Zee Cine Awards announced at star studded event"জি টিভিজি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস। ২ জুলাই ১৯৯৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২৪ 
  2. "1st Zee Cine Awards 1998 Popular Award Categories Nominations"জি টিভিজি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস। ১৯ ফেব্রুয়ারি ১৯৯৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২৪ 
  3. "1st Zee Cine Awards 1998 Technical Award Categories Nominations"জি টিভিজি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস। ১৯ ফেব্রুয়ারি ১৯৯৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২৪ 
  4. "1st Zee Cine Awards 1998 Popular Award Categories Winners"জি টিভিজি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস। ২ জুলাই ১৯৯৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২৪ 
  5. "1st Zee Cine Awards 1998 Technical Award Categories Winners"জি টিভিজি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস। ২ জুলাই ১৯৯৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]