৭ম জি সিনে পুরস্কার
৭ম জি সিনে পুরস্কার | ||||
---|---|---|---|---|
তারিখ | ২৬ ফেব্রুয়ারি ২০০৪ | |||
স্থান | দুবাই মিডিয়া সিটি, দুবাই | |||
উপস্থাপক | করণ জোহর জুহি চাওলা | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ চলচ্চিত্র | কোই... মিল গয়া | |||
শ্রেষ্ঠ অভিনেতা | হৃতিক রোশন (কোই... মিল গয়া) | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | প্রীতি জিন্টা (কাল হো না হো) | |||
টেলিভিশন আওতা | ||||
নেটওয়ার্ক | জি টিভি জি সিনেমা | |||
|
৭ম জি সিনে পুরস্কার ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত সেরা ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্রসমূহকে স্বীকৃতি প্রদান করে। অনুষ্ঠানটি ২০০৪ সালের ২৬শে ফেব্রুয়ারি দুবাইয়ের দুবাই মিডিয়া সিটিতে অনুষ্ঠিত হয় এবং জি টিভিতে প্রচারিত হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন করণ জোহর ও জুহি চাওলা।[১]
কাল হো না হো সর্বাধিক ১৫টি মনোনয়ন লাভ করে। এরপর কোই... মিল গয়া ও গঙ্গাজল ১২টি করে এবং পিঞ্জর ৯টি মনোনয়ন লাভ করে।[১]
কোই... মিল গয়া শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক (রাকেশ রোশন), শ্রেষ্ঠ অভিনেতা (হৃতিক রোশন)-সহ সর্বাধিক ৫টি পুরস্কার অর্জন করে। এরপর দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই, পিঞ্জর ও মুন্না ভাই এম.বি.বি.এস. ৪টি করে পুরস্কার অর্জন করে।[২]
[৩][৪]
অনুষ্ঠান
[সম্পাদনা]অনুষ্ঠানটি ২০০৪ সালের ২৬শে ফেব্রুয়ারি দুবাইয়ের দুবাই মিডিয়া সিটিতে অনুষ্ঠিত হয়।[৫] অনুষ্ঠানটি উপস্থাপনা করেন করণ জোহর ও জুহি চাওলা। শাহরুখ খান, হৃতিক রোশন, শেখর সুমন, পাকিস্তানি স্ট্যান্ড-আপ কৌতুকাভিনেতা ওমর শরীফ বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করেন।[১]
বিজয়ী ও মনোনীত
[সম্পাদনা]নিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা দেওয়া হল। বিজয়ীদের নাম গাঢ় বর্ণে উল্লেখ করা হয়েছে।
জনপ্রিয় পুরস্কার
[সম্পাদনা]কারিগরী পুরস্কার
[সম্পাদনা]বিশেষ পুরস্কার
[সম্পাদনা]আজীবন সম্মাননা | |
---|---|
পান পরাগ জি সিনে সুপারস্টার - পুরুষ | পান পরাগ জি সিনে সুপারস্টার - নারী |
একাধিক পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]মনোনয়ন | চলচ্চিত্র |
---|---|
১৫ | কাল হো না হো |
১২ | কোই... মিল গয়া |
গঙ্গাজল | |
৯ | পিঞ্জর |
৭ | তেরে নাম |
ভূত | |
৬ | বাগবান |
মুন্না ভাই এম.বি.বি.এস. | |
ম্যাঁয় মাধুরী দীক্ষিত বন্না চাহতি হুঁ | |
হাসিল | |
৫ | চলতে চলতে |
ঝংকার বিটস | |
৪ | কলকাতা মেইল |
কয়ামত: সিটি আন্ডার থ্রেট | |
৩ দিওয়ারেঁ | |
মুম্বই সে আয়া মেরা দোস্ত | |
৩ | আন্দাজ |
তহজিব | |
দম | |
হাঙ্গামা | |
২ | কুছ তো হ্যায় |
জিস্ম | |
ধুপ | |
ম্যাঁয় প্রেম কি দিওয়ানি হুঁ |
জয় | চলচ্চিত্র |
---|---|
৫ | কোই... মিল গয়া |
৪ | দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই |
পিঞ্জর | |
মুন্না ভাই এম.বি.বি.এস. | |
৩ | তেরে নাম |
ভূত | |
২ | কাল হো না হো |
সত্তা |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "Zee Cine Awards 2004 takes flight"। ইন্ডিয়ানটেলিভিশন.কম (ইংরেজি ভাষায়)। ৭ ফেব্রুয়ারি ২০০৪। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২৪।
- ↑ "Zee Cine Awards 2004 Winners"। জি সিনে পুরস্কার। ৭ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২৪।
- ↑ "Zee Cine Awards: Hrithik Best Actor, Urmila Best Actress"। খালিজ টাইমস। অ্যাসোসিয়েটেড প্রেস। ২৭ ফেব্রুয়ারি ২০০৪। ২০ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২৪।
- ↑ "Cream of Zee Cine Awards Mil Gaya....to KMG"। ইন্ডিয়ানটেলিভিশন.কম (ইংরেজি ভাষায়)। ২৭ ফেব্রুয়ারি ২০০৪। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২৪।
- ↑ "Zee cine awards 2004 to be held at Dubai Media City on 26 February"। ইন্ডিয়ানটেলিভিশন.কম (ইংরেজি ভাষায়)। ২২ জানুয়ারি ২০০৪। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২৪।