৬ষ্ঠ জি সিনে পুরস্কার
অবয়ব
৬ষ্ঠ জি সিনে পুরস্কার | ||||
---|---|---|---|---|
তারিখ | ১১ জানুয়ারি ২০০৩ | |||
স্থান | মুম্বই | |||
উপস্থাপক | আরবাজ খান মালাইকা অরোরা | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ চলচ্চিত্র | দেবদাস | |||
শ্রেষ্ঠ অভিনেতা | শাহরুখ খান (দেবদাস) | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | ঐশ্বর্যা রাই (দেবদাস) | |||
টেলিভিশন আওতা | ||||
নেটওয়ার্ক | জি টিভি জি সিনেমা | |||
|
৬ষ্ঠ জি সিনে পুরস্কার ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত সেরা ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্রসমূহকে স্বীকৃতি প্রদান করে। অনুষ্ঠানটি ২০০৩ সালের ১১ই জানুয়ারি মুম্বইয়ে অনুষ্ঠিত হয় এবং ১৮ই জানুয়ারি জি টিভিতে প্রচারিত হয়।[১] অনুষ্ঠানটি উপস্থাপনা করেন করণ জোহর ও দিয়া মির্জা।[২]
দেবদাস শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক (সঞ্জয় লীলা ভন্সালী, শ্রেষ্ঠ অভিনেতা (শাহরুখ খান), শ্রেষ্ঠ অভিনেত্রী (ঐশ্বর্যা রাই)-সহ সর্বাধিক পুরস্কার অর্জন করে।[৩]
অনুষ্ঠান
[সম্পাদনা]অনুষ্ঠানটি ২০০৩ সালের ১১ই জানুয়ারি মুম্বইয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আরবাজ খান ও মালাইকা অরোরা। ঐশ্বর্যা রাই, শমিতা শেট্টি ও এশা দেওল বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করেন।[২]
বিজয়ী ও মনোনীত
[সম্পাদনা]নিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা দেওয়া হল। বিজয়ীদের নাম গাঢ় বর্ণে উল্লেখ করা হয়েছে।





জনপ্রিয় পুরস্কার
[সম্পাদনা]কারিগরী পুরস্কার
[সম্পাদনা]বিশেষ পুরস্কার
[সম্পাদনা]আজীবন সম্মাননা | গোদরেজ ফেয়ারগ্লো কুইন অব হার্টস |
---|---|
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ZEE Cine Awards 2003 days away!"। বিজএশিয়ালাইভ (ইংরেজি ভাষায়)। ৮ জানুয়ারি ২০০৩। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২৪।
- ↑ ক খ "ZEE Cine Awards 2003 winners announced!"। বিজএশিয়ালাইভ (ইংরেজি ভাষায়)। ১৩ জানুয়ারি ২০০৩। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২৪।
- ↑ "ZCA 2003 Archives"। জি সিনে পুরস্কার (ইংরেজি ভাষায়)। ১৭ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৯।