অমরীশ পুরী
অমরীশ পুরী | |
---|---|
अमरीश पुरी | |
![]() ২০০৩ সালে অমরীশ পুরী | |
জন্ম | অমরীশ লাল পুরী ২২ জুন ১৯৩২ |
মৃত্যু | ১২ জানুয়ারি ২০০৫ | (বয়স ৭২)
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৬৭-২০০৫ |
দাম্পত্য সঙ্গী | উৰ্মিলা দিভেকার (১৯৫৭-২০০৫) |
সন্তান | ২ |
আত্মীয় | মদন পুরী (ভাই) কে. এল. সায়গল |
স্বাক্ষর | |
![]() |
অমরীশ লাল পুরী (২২ জুন ১৯৩২ – ১২ জানুয়ারি ২০০৫[১]) একজন ভারতীয় অভিনেতা। তিনি ভারতের চলচ্চিত্ৰ ও মঞ্চের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন, যেগুলো তাকে ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় ও আইকনিক অভিনয়শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি বিভিন্ন নানা ধারার চরিত্রে অভিনয় করেছেন, তবে খল চরিত্রে অভিনয় করে অধিক সফলতা পেয়েছেন। ১৯৮০ ও ১৯৯০-এর দশকে তিনি তার আধিপত্য বিরাজকারী পর্দা উপস্থিতি ও স্বতন্ত্র ভারী কণ্ঠের মধ্য দিয়ে অন্যান্য খল অভিনয়শিল্পীদের থেকে নিজেকে আলাদা করেন এবং খল অভিনয়শিল্পীদের মধ্যে শীর্ষস্থান অধিকার করেন। হিন্দির পাশাপাশি তিনি বাংলা, কন্নড়, মারাঠি, পাঞ্জাবি, মালায়ালাম, তেলুগু ও তামিল সহ বিভিন্ন স্থানীয় ভাষার এবং আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রের পাশাপাশি তিনি শ্যাম বেনেগল ও গোবিন্দ নিহলানির মত পরিচালকদের পরিচালিত শৈল্পিক ধারার চলচ্চিত্রে অভিনয়েও সক্রিয় ছিলেন। তিনি অভিনয়ের জন্য তিনবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। তিনি শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের সর্বাধিক সাতটি মনোনয়ন লাভ করেন, কিন্তু কোন পুরস্কার জয় লাভ করেননি।[২]
অভিনয় জীবন
[সম্পাদনা]তিনি সত্যদেব দুবে ও গিরিশ কারনাড এর মত বিখ্যাত নাট্যকারের সাথে কাজ করার সুযোগ লাভ করেছিলেন। ১৯৭০ সালে দেব আনন্দের প্ৰেম পুজারী ছবির মাধ্যমে তার বলিউডে অভিষেক ঘটেছিল। মিষ্টার ইণ্ডিয়া, বিধাতা, মেরি জংগ, ত্ৰিদেব, ঘায়েল, দামিনী, করণ–অৰ্জুন, নায়ক এর মত ছবিতে অভিনয় করে বিশেষভাবে জনপ্রিয় হন।
মৃত্যু
[সম্পাদনা]পুরী ২০০৫ সালের ১২ই জানুয়ারি ৭২ বছর বয়সে মেলোডিসপ্লাস্টিক সিন্ড্রোমে (এক দুর্লভ ধরনের ব্লাড ক্যান্সার) আক্ৰান্ত হয়ে মুম্বইয়ে মৃত্যুবরণ করেন।[৩] ২০১৯ সালের ২২ জুন গুগল তার ৮৭তম জন্মদিন উপলক্ষে ডুডল প্ৰকাশ করেছিল।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Amrish Puri is Dead"। জানুয়ারি ১২, ২০০৫। ৯ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "This legendary villain shockingly hasn't won single Filmfare Award for Best Negative Role, after most nominations"। ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালিসিস। ১৩ আগস্ট ২০২৩। ২৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৫।
- ↑ "Amrish Puri dead"। দ্য ট্রিবিউন। ১২ জানুয়ারি ২০০৫। ১১ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
- ১৯৩২-এ জন্ম
- ২০০৫-এ মৃত্যু
- ২০শ শতাব্দীর ভারতীয় অভিনেতা
- ২১শ শতাব্দীর ভারতীয় অভিনেতা
- কন্নড় চলচ্চিত্র অভিনেতা
- তামিল চলচ্চিত্র অভিনেতা
- তেলুগু চলচ্চিত্র অভিনেতা
- পাঞ্জাবি চলচ্চিত্র অভিনেতা
- পাঞ্জাবি হিন্দু
- ভারতীয় চলচ্চিত্র অভিনেতা
- ভারতীয় মঞ্চ অভিনেতা
- ভারতে ক্যান্সারে মৃত্যু
- মারাঠি চলচ্চিত্র অভিনেতা
- মালয়ালম চলচ্চিত্র অভিনেতা
- মুম্বইয়ের অভিনেতা
- হিন্দি চলচ্চিত্র অভিনেতা
- সংগীত নাটক অকাদেমি পুরস্কার প্রাপক
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে স্ক্রিন পুরস্কার বিজয়ী