৯ম জি সিনে পুরস্কার
৯ম জি সিনে পুরস্কার | ||||
---|---|---|---|---|
তারিখ | ৪ মার্চ ২০০৬ | |||
স্থান | স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল কনভেনশন, মরিশাস | |||
উপস্থাপক | করণ জোহর অর্জুন রামপাল মল্লিকা শেরাওয়াত কঙ্কনা সেন শর্মা গুলশান গ্রোবর | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ চলচ্চিত্র | ব্ল্যাক | |||
শ্রেষ্ঠ অভিনেতা | অমিতাভ বচ্চন (ব্ল্যাক) | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | রানী মুখার্জী (ব্ল্যাক) | |||
সর্বাধিক পুরস্কার | ব্ল্যাক (১৫) | |||
সর্বাধিক মনোনয়ন | ব্ল্যাক (৯) | |||
টেলিভিশন আওতা | ||||
নেটওয়ার্ক | জি টিভি জি সিনেমা | |||
|
৯ম এলআইসি জি সিনে পুরস্কার ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত সেরা ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্রসমূহকে স্বীকৃতি প্রদান করে। অনুষ্ঠানটি ২০০৬ সালের ৪ঠা মার্চ মরিশাসের স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল কনভেনশনে অনুষ্ঠিত হয়[১] এবং জি টিভিতে প্রচারিত হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন করণ জোহর, অর্জুন রামপাল, মল্লিকা শেরাওয়াত, কঙ্কনা সেন শর্মা ও গুলশান গ্রোবর।
'পরিণীতা' সর্বাধিক ২৩টি মনোনয়ন লাভ করে। এরপর বান্টি অউর বাবলি, ব্ল্যাক ১৫টি, পহেলি ১২টি, অপহরণ ১১টি, এবং সরকার ১০টি মনোনয়ন লাভ করে।
ব্ল্যাক শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক (সঞ্জয় লীলা ভন্সালী, শ্রেষ্ঠ অভিনেতা (অমিতাভ বচ্চন), শ্রেষ্ঠ অভিনেত্রী (রানী মুখার্জী), শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী (আয়শা কাপুর)-সহ সর্বাধিক ৯টি পুরস্কার অর্জন করে। এরপর বান্টি অউর বাবলি ৫টি, ইকবাল ও পরিণীতা ৪টি করে, এবং পহেলি ৩টি পুরস্কার অর্জন করে।
অনুষ্ঠান
[সম্পাদনা]২০০৬ সালের ৪ঠা মার্চ মরিশাসের স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল কনভেনশনে অনুষ্ঠিত হয়।[২] অনুষ্ঠানটির স্পন্সর ছিল এলআইসি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন করণ জোহর, অর্জুন রামপাল, মল্লিকা শেরাওয়াত, কঙ্কনা সেন শর্মা ও গুলশান গ্রোবর।[৩] শাহরুখ খান, অক্ষয় কুমার, সালমান খান, রানী মুখার্জী, প্রিয়াঙ্কা চোপড়া, দিয়া মির্জা, প্রীতি জিন্টা বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করেন।[৪]
বিজয়ী ও মনোনীত
[সম্পাদনা]জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস দর্শকের পছন্দ শাখার পাঁচটি এবং অন্যান্য জনপ্রিয় ও কারিগরী শাখার ২৭টি শাখার মনোনয়ন ঘোষণা করে।[৫] ২০০৬ সালের ৪ঠা মার্চ বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।[৪]
নিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা দেওয়া হল। বিজয়ীদের নাম গাঢ় বর্ণে উল্লেখ করা হয়েছে।
জনপ্রিয় পুরস্কার
[সম্পাদনা]কারিগরী পুরস্কার
[সম্পাদনা]শ্রেষ্ঠ কাহিনি | শ্রেষ্ঠ চিত্রনাট্য |
---|---|
|
|
শ্রেষ্ঠ সংলাপ | শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা |
|
|
শ্রেষ্ঠ চিত্রগ্রহণ | শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা |
|
|
শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা | শ্রেষ্ঠ আবহ সঙ্গীত |
|
|
শ্রেষ্ঠ শব্দগ্রহণ | শ্রেষ্ঠ গান রেকর্ডিং |
| |
শ্রেষ্ঠ পুনঃরেকর্ডিং | শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা |
| |
শ্রেষ্ঠ প্রচার পরিকল্পনা | শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রক্রিয়াকরণ |
|
|
শ্রেষ্ঠ মারপিট | শ্রেষ্ঠ চাক্ষুস প্রভাব |
|
|
সমালোচক পুরস্কার
[সম্পাদনা]শ্রেষ্ঠ চলচ্চিত্র | |
---|---|
শ্রেষ্ঠ অভিনেতা | শ্রেষ্ঠ অভিনেত্রী |
|
বিশেষ পুরস্কার
[সম্পাদনা]আজীবন সম্মাননা - পুরুষ | আজীবন সম্মাননা - নারী |
---|---|
একাধিক পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]মনোনয়ন | চলচ্চিত্র |
---|---|
২৩ | পরিণীতা |
১৫ | বান্টি অউর বাবলি |
ব্ল্যাক | |
১২ | পহেলি |
১১ | অপহরণ |
১০ | সরকার |
৯ | ইকবাল |
৮ | দস |
৬ | পেজ থ্রি |
সালাম নমস্তে | |
৪ | কলিযুগ |
নো এন্ট্রি | |
৩ | ম্যাঁয়নে গান্ধী কো নহিঁ মারা |
জয় | চলচ্চিত্র |
---|---|
৯ | ব্ল্যাক |
৫ | বান্টি অউর বাবলি |
৪ | ইকবাল |
পরিণীতা | |
৩ | পহেলি |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ZEE Cine Awards 2006 schedule announced"। বিজএশিয়ালাইভ (ইংরেজি ভাষায়)। ৯ ফেব্রুয়ারি ২০০৬। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২৪।
- ↑ "Stars Arrive In Mauritius For Zee Cine Awards 2006"। বলিউড হাঙ্গামা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২৪।
- ↑ "Stage set for Zee Cine Awards 2006; LIC main sponsor"। ইন্ডিয়ান টেলিভিশন.কম (ইংরেজি ভাষায়)। ২৭ ফেব্রুয়ারি ২০০৬। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২৪।
- ↑ ক খ "Black dominates ZEE Cine Awards 2006"। বিজএশিয়ালাইভ (ইংরেজি ভাষায়)। ৪ মার্চ ২০০৬। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২৪।
- ↑ "Zee Cine Awards 2006 nominations"। বলিউড হাঙ্গামা। ইন্ডিয়াএম নিউজ ব্যুরো। ২৭ জানুয়ারি ২০০৬। ১৭ নভেম্বর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২৪।