রিগ-'দ্জিন-কু-মা-রা-রা-দ্জা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রিগ-'দ্জিন-কু-মা-রা-রা-দ্জা

রিগ-'দ্জিন-কু-মা-রা-রা-দ্জা (ওয়াইলি: rig 'dzin ku mA ra rA dza) (১২৬৬-১৩৪৩) তিব্বতী বৌদ্ধধর্মের র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের বি-মা-স্ন্যিং-থিগ নামক তত্ত্বের একজন দিকপাল ছিলেন।[১]

জন্ম[সম্পাদনা]

রিগ-'দ্জিন-কু-মা-রা-রা-দ্জা তিব্বতের রাজধানী লাসা শহরের দক্ষিণে য়োরু অঞ্চলের 'বার-গ্সার-র্দ্জিং-খা (ওয়াইলি: 'bar gsar rdzing kha) নামক শহরে ১২৬৬ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল জো-স্রাস-ব্সোদ-নাম্স-দ্পাল (ওয়াইলি: jo sras bsod nams dpal) এবং মাতার নাম ছিল খ্যা-ব্জা'-'বুম-মে (ওয়াইলি: khya bza' 'bum me)। শৈশবে তার নাম ছিল থার-পা-র্গ্যান (ওয়াইলি: thar pa rgyan)[১]

শিক্ষাজীবন[সম্পাদনা]

সাত বছর বয়সে থার-পা-র্গ্যান হেবজ্রচক্রসম্বর এবং নয় বছর বয়সে 'খোর-বা-দোং-স্প্রুগ্স (ওয়াইলি: 'khor ba dong sprugs) নামক এক প্রকার অতিযোগ সাধনা সম্বন্ধে শিক্ষালাভ করেন। বারো বছর বয়সে তিনি ভিক্ষুর শপথ গ্রহণের পর গ্ঝোন-নু-র্গ্যাল-পো (ওয়াইলি: gzhon nu rgyal po) নামগ্রহণ করেন; যার সংস্কৃত অর্থ কুমাররাজ, এবং এই নামেই পরবর্তীকালে তিনি তিব্বতে বিখ্যাত হন। এই সময়ে তিনি বিনয়, নারো পার ছয় যোগ এবং হেবজ্র সম্বন্ধে শিক্ষা লাভ করেন। স্গ্রাগ্স-ঙ্গার-ফুগ (ওয়াইলি: sgrags ngar phug) নামক স্থানে তিনি মে-লোং-র্দো-র্জে নামক বিখ্যাত বৌদ্ধ ভিক্ষুর নিকট মহামুদ্রা সম্বন্ধে শিক্ষালাভ করেন ও তার সঙ্গে ভুটান যাত্রা করেন। এরপর তিনি ম্ত্শুর-ফু বৌদ্ধবিহারে কার্মা-ব্কা'-ব্র্গ্যুদ ধর্মীয় গোষ্ঠীর ও-র্গ্যান-পা-রিন-ছেন-দ্পাল, র্গ্যা-স্মান-পা-নাম-ম্খা'-র্দো-র্জে (ওয়াইলি: sgrags ngar phug) ও স্কাল-ল্দান-ছোস-ক্যি-সেং-গে (ওয়াইলি: sgrags ngar phug) নামক বৌদ্ধ ভিক্ষুদের নিকট অতিযোগ তত্ত্ব সম্বন্ধে শিক্ষালাভ করেন। এরপর তিনি পুনরায় মে-লোং-র্দো-র্জের নিকট ফিরে এসে তার নিকট হতে বি-মা-স্ন্যিং-থিগ সম্বন্ধে কয়েক বছর ধরে শিক্ষালাভ করেন।[১]

কর্মজীবন[সম্পাদনা]

তিনি কার্মা-ব্কা'-ব্র্গ্যুদ ধর্মীয় গোষ্ঠীর তৃতীয় র্গ্যাল-বা-কার্মা-পা রাং-'ব্যুং-র্দো-র্জেকে অতিযোগ তত্ত্ব সম্বন্ধে শিক্ষাদান করেন।[২] ১১৩৬ খ্রিষ্টাব্দে তিনি য়ার-স্তোদ-স্ক্যাম (ওয়াইলি: yar stod skyam) নামক স্থানে ক্লোং-ছেন-রাব-'ব্যাম্স-পা-দ্রি-মেদ-'ওদ-জেরকে বি-মা-স্ন্যিং-থিগ সম্বন্ধে তার সমস্ত শিক্ষাদান করে তাকে তার উত্তরাধিকারী নিযুক্ত করেন।[১]

রচনা[সম্পাদনা]

কুমাররাজ বেশ কিছু গ্রন্থ রচনা করলেও বর্তমানে একমাত্র তার ব্কা'-ব্র্গ্যাদ-ক্যি-ব্স্ক্যেদ-রিম-গ্যি-মান-ঙ্গাগ-গ্নাদ-ব্স্দুস (ওয়াইলি: bka' brgyad kyi bskyed rim gyi man ngag gnad bsdus) নামক গ্রন্থটির অস্তিত্ব রয়েছে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Garry, Ron (2007-08)। "Kumārāja"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2013-12-18  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. Gardner, Alexander (2011-04)। "The Third Karmapa, Rangjung Dorje"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2013-12-13  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

আরও পড়ুন[সম্পাদনা]