ব্দুদ-'জোম্স-গ্লিং-পা
ব্দুদ-'জোম্স-গ্লিং-পা (ওয়াইলি: bdud 'joms gling pa) (১৮৩৫-১৯০৪) তিব্বতী বৌদ্ধধর্মের র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের একজন লুকায়িত প্রাচীন গ্রন্থের আবিষ্কারক বা গ্তের-স্তোন ছিলেন। তিব্বতী বৌদ্ধ কিংবদন্তি অনুসারে তাকে পদ্মসম্ভবের পঁচিশজন প্রধান শিষ্যের অন্যতম খ্যে'উ-ছুং-লো-ত্সা-বার অবতার রূপে মনে করা হয়।
সংক্ষিপ্ত জীবনী
[সম্পাদনা]ব্দুদ-'জোম্স-গ্লিং-পা ১৮৩৫ খ্রিষ্টাব্দে তিব্বতের ম্গো-লোগ (ওয়াইলি: mgo log) অঞ্চলের গ্সের-থাল (ওয়াইলি: gser thal) উপত্যকায় গ্নুব্স (ওয়াইলি: gnubs) পরিবারগোষ্ঠীতে জন্মগ্রহণ করেন। তিনি পঁচিশ খন্ড লুকায়িত প্রাচীন গ্রন্থ আবিষ্কার করেন, যা একত্রে ব্দুদ-'জোম্স-গ্তের-গ্সার (ওয়াইলি: bdud 'joms gter gsar) বা ব্দুদ-'জোম্সের নূতন সম্পদ নামে পরিচিত হয়। এই গ্রন্থগুলির মধ্যে অতিযোগ তত্ত্বের ওপর লিখিত খ্রোস-মা-নাগ-মো (ওয়াইলি: khros ma nag mo) এবং গ্নাস-লুগ্স-রাং-ব্যুং (ওয়াইলি: gnas lugs rang byung) গ্রন্থ দুইটি উল্লেখযোগ্য। ব্দুদ-'জোম্স-গ্লিং-পার সাতজন সন্তানই বিভিন্ন উল্লেখযোগ্য অবতারী লামা ইসেবে চিহ্নিত হন।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Garry, Ron (2007-08)। "Dudjom Lingpa"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-02-16। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)
আরো পড়ুন
[সম্পাদনা]- Bradburn, Leslie, ed. 1995. Masters of the Nyingma Lineage. Cazadero: Dharma Publications, 1995, p. 354.
- Dudjom Lingpa. 1994. Buddhahood Without Meditation: A Visionary Account Known as Refining Apparent Phenomena (Nang jang). (তিব্বতি: ༄༅༎རང་བཞིན་རྫོགས་པ་ཆེན་པོའི་རང་ཞལ་མངོན་དུ་བྱེད་པའི་གདམས་པ་མ་བསྒོམ་སངས་རྒྱས་བཞུགས་སོ༎, ওয়াইলি: ran bźin rdzogs pa chen po'i ranźal mnon du byed pa'i gdams pa zab gsan sñin po), Richard Barron, trans. Junction City: Padma Publishing. আইএসবিএন ১-৮৮১৮৪৭-৩৩-০
- Traktung Dudjom Lingpa. 2011. A Clear Mirror: The Visionary Autobiography of a Tibetan Master, tr. by Chönyi Drolma. Kathmandu: Rangjung Yeshe Publications.