মোহাম্মদ মঈনুল হক
রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মঈনুল হক | |
---|---|
আনুগত্য | ![]() |
সেবা/ | ![]() |
কার্যকাল | অক্টোবর ১৯৮৬ – বর্তমান |
পদমর্যাদা | রিয়ার অ্যাডমিরাল
![]() |
নেতৃত্বসমূহ |
|
পুরস্কার |
|
কমডোর মোহাম্মদ মঈনুল হক বাংলাদেশ নৌবাহিনীর একজন কর্মকর্তা। নৌবাহিনীর বর্তমান এসিএনএস (এম)।[১] ২৩ ফেব্রুয়ারি ২০১৭ সালে তিনি কমডোর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ডের আদেশ গ্রহণ করেন। এর আগে তিনি কমোডোর সুপারিনটেনডেন্ট ডকয়ার্ডে জেনারেল ম্যানেজার (প্রোডাকশন) ছিলেন।
প্রাথমিক এবং শিক্ষাজীবন[সম্পাদনা]
কমডোর মোহাম্মদ মঈনুল হক ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ১৯৮৪ সালে অফিসার ক্যাডেট হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। ১ জুলাই ১৯৮৬ সালে দুই বছরের সামরিক প্রশিক্ষণের পর কমিশন লাভ করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। দেশে-বিদেশে বিভিন্ন নৌ-পেশাদার প্রশিক্ষণ গ্রহণ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিএসসিএসসি (মিরপুর) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি পাকিস্তান নৌ প্রকৌশল কলেজ পিএনএস জহুর, জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেন।
পাকিস্তান এবং দেশ-বিদেশের অন্যান্য প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করেন। [২] মোহাম্মদ মঈনুল হক নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও প্রতিষ্ঠানে প্রকৌশলী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নৌযান, নৌ প্রতিষ্ঠান, নৌ কোয়ার্টার সহ বিভিন্ন পোস্টে স্টাফ এন্ড ইন্সট্রাকশনাল কাপাসিটিএস ছিলেন। নৌবাহিনীর হেড কোয়ার্টারে পরিচালক নৌ প্রকৌশল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।[৩] কুয়েতে সামরিক বাহিনীর সদস্য হিসেবে তিনি জাতিসংঘের সাথে দুই মেয়াদে কাজ করেন এবং ২০০৪-২০০৫ সালে লাইবেরিয়ায় সামরিক পর্যবেক্ষক হিসেবে কাজ করেন।[২] সামরিক কর্মজীবনের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান ও দায়িত্ব পালন করেন।
পুরস্কার[সম্পাদনা]
২০১৩ সালে বাংলাদেশ নৌবাহিনীতে বিশেষ অবদানের জন্য তিনি এনপিপি পুরস্কার পান।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Mohammad Moyeenul Haque | www.newstoday.com.bd"। The daily News Today (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৪-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৮।
- ↑ ক খ "Commodore Mohammad Moyeenul Haque, (E), NPP, nswc, psc, BN"। Bangladesh Navy। ২৭ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৯।
- ↑ "Mohammad Moyeenul Haque | english.kalerkantho.com"। The daily kaler kantho (ইংরেজি ভাষায়)। ২৮ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৯।