বিষয়বস্তুতে চলুন

মহানন্দা সেতু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মহানন্দা সেতু
স্থানাঙ্ক২৪°৩৬′০২″ উত্তর ৮৮°১৫′১৭″ পূর্ব / ২৪.৬০০৪৬৩° উত্তর ৮৮.২৫৪৭৫৯° পূর্ব / 24.600463; 88.254759
বহন করেযানবাহন
অতিক্রম করেমহানন্দা নদী
স্থানচাঁপাইনবাবগঞ্জ
দাপ্তরিক নামবীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু
যার নামে নামকরণমহিউদ্দিন জাহাঙ্গীর
রক্ষণাবেক্ষকসড়ক ও জনপথ বিভাগ, চাঁপাইনবাবগঞ্জ
বৈশিষ্ট্য
মোট দৈর্ঘ্য৪৮৮.৩ মিটার (০.৪৮৮৩ কিমি)[]
লেনের সংখ্যা
ইতিহাস
চালু২৩ জুন ১৯৯৩; ৩১ বছর আগে (1993-06-23)[]
পরিসংখ্যান
টোলহ্যাঁ
অবস্থান
মানচিত্র

মহানন্দা সেতু বা শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর উপর নির্মিত একটি সড়ক সেতু। এই সেতুটি সড়কপথে (এন৬) সোনামসজিদ স্থল বন্দরকে যুক্ত করেছে। সেতুটিতে ১৯৯৩ সালে যানবাহন চলাচল শুরু হয়।[]

ইতিহাস

[সম্পাদনা]

চীনের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটি নির্মাণ কাজ সম্পন্ন করেছিল।[] ১৯৯৩ সালের ২৬ জুন যানবাহন চলাচলে জন্য সেতু খুলে দেওয়া হয়।[]

নামকরণ

[সম্পাদনা]

বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের নামানুসারে সেতুটির নামকরণ করা হয়েছে। সেতুটি মহানন্দা নদীর উপর নির্মিত হওয়াই মহানন্দা সেতু নামেই অধিক পরিচিত।

আলোচনা

[সম্পাদনা]

দুর্বলতা

[সম্পাদনা]

২০১৮ সালের একটি তথ্যানুযায়ী সেতুতে ছোট ছোট ফাঁটল দেখা দেয়। কিন্তু তবে সড়ক ও জনপথ বিভাগ দাবি করে এই পরিস্থিতি এখনও বিপজ্জনক নয়। ২০১৪ সালে ৬৩ লক্ষ টাকা ব্যয়ে করে ওজন পরিমাপক যন্ত্র বসানো হয়। কিন্তু চালুর ২৫ দিন পর কারিগরি ত্রুটির কারণে পরিমাপক যন্ত্রটি বন্ধ হয়ে যায়[]

টোল আদায়

[সম্পাদনা]

সেতুর টোল আদায় বন্ধের জন্য স্থানীয় জনগণ বিভিন্ন কর্মসূচি পালন করত।[] ২০১৯ সালে ২০ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সমন্বয় কমিটির একটি সভায় মহানন্দা সেতুকে টোল মুক্তকরণের সিদ্ধান্ত হয়। একই বছরের ৬ মার্চ বুধবার জেলা প্রশাসন সেতুটিকে টোলমুক্ত ঘোষণা করতে সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি প্রেরণ করেন। পরবর্তীতে ২০২৪ সালের ১৫ আগস্ট থেকে সেতু সাময়িক ভাবে টোল মুক্ত হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ফেরদৌস সিদ্দিকী (২০১৮-০৪-২৫)। "ক্যাপ্টেন জাহাঙ্গীর সেতুর আয়ুষ্কাল ১০ বছর!"জাগো নিউজ ২৪। ২০২৪-০৯-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-১৪ 
  2. জাহিদ হাসান মাহমুদ মিম্পা (২০২২-০৫-২১)। "ঝুঁকির মুখে মহানন্দা সেতু নেই ওজন পরিমাপক"দৈনিক জনকন্ঠ। ২০২৪-০৯-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-১৪ 
  3. "চাঁপাইনবাবগঞ্জে সেতুতে টোল বাড়ানোয় সড়ক অবরোধ করলেন রিকশাচালকেরা"প্রথম আলো। ২০২৪-০৭-০৬। ২০২৪-০৯-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-১৪ 
  4. "চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধ"চাঁপাইনবাবগঞ্জ। ২০২৪-০৮-১৫। ২০২৪-০৯-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-১৪