ব্যবহারকারী আলাপ:The Piash

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Al Riaz Uddin Ripon কর্তৃক ১ বছর পূর্বে "ফেব্রুয়ারি ২০২৩" অনুচ্ছেদে

স্বাগতম[সম্পাদনা]

আপনাকে আমি বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখতে অনুরোধ জানাচ্ছি। বাংলা উইকিপিডিয়ায় কাজ করার মত যথেষ্ট লোকজন নেই। বাংলা উইকিপিডিয়া অনেক পিছনে পড়ে আছে। আপনার বিবেচনা।

আপনি ফুটবল নিয়ে কাজ করতে পারেন। যেমন, ২০২১–২২ বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগ, ২০২১-২২ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ইত্যাদি। ধন্যবাদ। আফতাবুজ্জামান (আলাপ) ২২:২৫, ২৪ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন


আগস্ট ২০২২[সম্পাদনা]

হ্যালো, The Piash, উইকিপিডিয়ায় স্বাগতম ও আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনার সম্পাদনার ধরনের মাধ্যমে বুঝা যাচ্ছে যে, আপনি উইকিপিডিয়ায় একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করছেন অথবা উইকিপিডিয়া বহির্ভূত ব্যক্তির সহায়তায় সম্পাদনা করছেন। একাধিক অ্যাকাউন্ট ব্যবহার সম্পর্কিত আমাদের নীতিমালাটি এটি সমর্থন করে না। যদি আপনি সরাসরি একাধিক অ্যাকাউন্ট পরিচালনা করেন অথবা অন্য ব্যক্তির সহায়তায় কাজটি করে থাকেন, তবে অনুগ্রহ করে আপনার সম্পৃক্ততা প্রকাশ করুন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ০৭:৪৮, ৮ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

২০২২ ওএফসি চ্যাম্পিয়নস লিগ নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য ২০২২ ওএফসি চ্যাম্পিয়নস লিগ নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি১ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে, কারণ এটি একটি খুবই সংক্ষিপ্ত নিবন্ধ যা পাঠকদের সামান্য বা কোন প্রাসঙ্গিক তথ্য প্রদান করে না। সংক্ষিপ্ত নিবন্ধের জন্য ন্যূনতম তথ্যের মানের জন্য অনুগ্রহ করে উইকিপিডিয়া:স্টাব দেখুন। এছাড়াও অনুগ্রহ করে লক্ষ্য করুন যে নিবন্ধগুলি অবশ্যই উল্লেখযোগ্য বিষয়ের উপর থাকতে হবে এবং বিষয়বস্তু যাচাই করা যায় এমন নির্ভরযোগ্য উৎসের রেফারেন্স প্রদান করা উচিত।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন~ নোমান (📨আলাপ📝অবদান) ০৫:৩২, ৮ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

অপব্যবহার ছাঁকনি[সম্পাদনা]

উইকিপিডিয়ার আপনার সাম্প্রতিক অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ। আমি লক্ষ্য করলাম আপনি ট্রাউ এফসি নিবন্ধে একটা লেখা যোগ করার সময় আটকে যাচ্ছিলেন, এটা মূল ব্লগপোস্টের একটি লিংকের কারণে হচ্ছিলো। ব্লগপোস্ট সূত্র হিসাবে বাংলা উইকিপিডিয়ায় ব্যবহার করা যায় না, এরূপ পরিস্থিতিতে উক্ত লিংক লেখা থেকে সরিয়ে বাকী টুকু প্রকাশ করবেন। আপনার আগের লেখাগুলো এখানে পাওয়া যাবে। —শাকিল (আলাপ · অবদান) ১৫:০৩, ১৯ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

পারলে ভাই আপনি একটু সংশোধন করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, ভাই। The Piash (আলাপ) ১৫:৩২, ১৯ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আপনি কি ওই লেখাটুকু যোগ করতে পেরেছিলেন্ —শাকিল (আলাপ · অবদান) ১১:৪৯, ২০ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

চিত্র:পিয়াশ রেজা.jpg-এর কপিরাইট লাইসেন্সের সমস্যা[সম্পাদনা]

চিত্র কপিরাইট সমস্যা
চিত্র কপিরাইট সমস্যা

চিত্র:পিয়াশ রেজা.jpg চিত্রটি আপলোড করার আপনাকে ধন্যবাদ। আমি লক্ষ্য করলাম, কে এই ফাইলের সৃষ্টিকর্তা তা নির্দিষ্ট করে বলা নেই অর্থাৎ চিত্রটির কপিরাইট তথ্য অস্পষ্ট।যদি আপনি এই ফাইলটি নিজে তৈরি না করে থাকেন,তাহলে আপনাকে এই ফাইলের স্বত্তাধিকার বা প্রকৃত মালিকের কপিরাইট উল্লেখ করতে হবে। যদি আপনি এটি কোন ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন তবে সেই ওয়েবসাইট লিঙ্কে আপনি এই ফাইলের উপাদান ব্যবহারের শর্তাবলী পাবেন যা সাধারণত পর্যাপ্ত ভাবে বর্ননা থাকে। যদি কপিরাইট ধারক ঐ ওয়েবসাইটের প্রকাশক থেকে আলাদা হয়, তাদেরও কপিরাইট জানানো উচিত।

আমরা আরও জানার প্রয়োজন মনেকরি এর লাইসেন্সের শর্তাবলী যা এই চিত্রের কপিরাইট ধারক প্রকাশ করেছেন, যা সাধারনভাবে লাইসেন্স ট্যাগ যুক্ত করে করা হয়।যদি এই চিত্র,অডিও,ভিডিও আপনি নিজে তৈরি করেন বা সৃষ্টি কর্তা হন তবে {{জিএফডিএল-নিজস্ব}} ট্যাগ লাগিয়ে তা মুক্ত লাইসেন্স মুক্ত করতে পারেন। যদি আপনি বিশ্বাস করেন যে মিডিয়াটি মুক্ত নয় এমন তবে {{non-free fair use in|নিবন্ধের নাম}} এই ট্যাগ লাগান বা অন্য কোন ট্যাগ লাগান যা এখানে বর্নিত। কপিরাইট ট্যাগের পূর্ণ তালিকার জন্য দেখুন, চিত্র কপিরাইট ট্যাগ, যেগুলির মধ্যে থেকেও আপনি ব্যাবহার করতে পারেন।

যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন,তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে আপনি তাদের উৎ‍স ও কপিরাইট লাইসেন্সের ঠিক উল্লেখ করেছেন কিনা। আপনি এই সংযোগটিতে অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলিকে একটি তালিকা আকারে পাবেন। উৎস-বিহীন ও ট্যাগ-বিহীন চিত্র গুলিকে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে তাদেরকে ট্যাগকৃত করার পর, যেমনটা বর্নিত আছে দ্রুত অপসারণযোগ্য যোগ্য চিত্রে। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের (সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পরে তবে ৪৮ ঘন্টার মধ্য চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জানান। আপনাকে ধন্যবাদ। —শাকিল (আলাপ · অবদান) ১৮:৫৯, ২১ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আমার নিজের ছবি ।
অসুবিধা হলে মুছতে পারেন, ভাই। The Piash (আলাপ) ০২:৩৯, ২৩ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ছবিতে কোন অধিউপাত্ত/মেটাডাটা এইসব কিছু দেখছি না। নতুন আরেকটা ছবি তুলে আপলোড করে নিন। আফতাবুজ্জামান (আলাপ) ০২:৪২, ২৩ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
চিত্র:পিয়াশ রেজা.jpg ছবিটিতে গিয়ে লাইসেন্স ঠিক করে যোগ করে দিন। উদাহরণ: {{সিসি-বাই-এসএ-৪.০}} যোগ করে দিন। সবচেয়ে ভালো হয় নতুন আরেকটা ছবি তুলে আপলোড করলে। আফতাবুজ্জামান (আলাপ) ২১:৩১, ২৭ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

চিত্র:এশিয়া কাপ ২০২২ সংযুক্ত আরব আমিরাতের লোগো.png ফাইলের উৎস ও কপিরাইট লাইসেন্সের সমস্যা[সম্পাদনা]

File Copyright problem
File Copyright problem

চিত্র:এশিয়া কাপ ২০২২ সংযুক্ত আরব আমিরাতের লোগো.png আপলোড করার জন্য ধন্যবাদ। বর্তমানে ফাইলটিতে কপিরাইটের অবস্থা এবং এর উৎস সম্পর্কিত কোন তথ্য নেই। উইকিপিডিয়া কপিরাইটকে অত্যন্ত গুরুত্বের সাথে নেয়।

আপনি যদি এই কাজটি সম্পূর্ণরূপে নিজে তৈরি না করে থাকেন তবে আপনাকে কপিরাইটের মালিক কে তা নির্দিষ্ট করতে হবে। আপনি যদি এটি কোনও ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন, তবে দয়া করে যে পাতা থেকে এটি নেওয়া হয়েছিল তার একটি লিংক ওয়েবসাইটের বিষয়বস্তু ব্যবহারের শর্তাবলীর একটি সংক্ষিপ্ত বিবরণ সহ যুক্ত করুন। যদি মূল কপিরাইট ধারক ওয়েবসাইটের সাথে অসংযুক্ত একটি পক্ষ হয়, তবে সেই লেখককেও তার কাজের কৃতিত্ব দেওয়া উচিত। এটি কোন লাইসেন্সিং শর্তাবলীর অধীনে প্রকাশিত হয়েছিল তাও আপনাকে জানাতে হবে। আপনি উইকিপিডিয়ায় কোন ফাইলগুলি আপলোড করতে পারেন বা করতে পারবেন না তা জানতে অনুগ্রহ করে চিত্র ব্যবহারের নীতিমালা দেখুন। কপিরাইট ট্যাগের পাতাটি আপনাকে আপনার ফাইলের জন্য ব্যবহার করার জন্য সঠিক ট্যাগটি খুঁজে পেতে সহায়তা করতে পারে।

অনুগ্রহ করে চিত্রের বর্ণণা পাতাটি সম্পাদনা করে উপরোক্ত তথ্যগুলো যোগ করুন। যদি পরবর্তী কয়েকদিনের মধ্যে প্রয়োজনীয় তথ্যগুলো যোগ না করা হয়, তবে ফাইলটি অপসারণ করা হবে। যদি ফাইলটি ইতিমধ্যে অপসারণ করা হয়ে থাকে, তবুও আপনি এখনও এটি পুনরুদ্ধারের একটি অনুরোধ করতে পারবেন ও সমস্যাগুলো সমাধান করার একটি সুযোগ পাবেন।

অনুগ্রহ করে আপনার আপলোড করা অন্য ফাইলগুলোও পরীক্ষা করে দেখুন, এবং নিশ্চিত করুন সেখানে উপযুক্ত কপিরাইট ট্যাগ রয়েছে। এখানে আপনার আপলোডের একটি তালিকা দেওয়া হল। আপনার যদি কোনও প্রশ্ন থাকে তবে দয়া করে আলোচনাসভায় জিজ্ঞাসা করুন। ধন্যবাদ। ≈ ফারহান  💬«আলাপ»💬 ০৮:৪১, ২৪ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

চিত্র:রাজস্থান ইউনাইটেড এফসি অফিসিয়াল লোগো.png ফাইলের উৎস ও কপিরাইট লাইসেন্সের সমস্যা[সম্পাদনা]

File Copyright problem
File Copyright problem

চিত্র:রাজস্থান ইউনাইটেড এফসি অফিসিয়াল লোগো.png আপলোড করার জন্য ধন্যবাদ। বর্তমানে ফাইলটিতে কপিরাইটের অবস্থা এবং এর উৎস সম্পর্কিত কোন তথ্য নেই। উইকিপিডিয়া কপিরাইটকে অত্যন্ত গুরুত্বের সাথে নেয়।

আপনি যদি এই কাজটি সম্পূর্ণরূপে নিজে তৈরি না করে থাকেন তবে আপনাকে কপিরাইটের মালিক কে তা নির্দিষ্ট করতে হবে। আপনি যদি এটি কোনও ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন, তবে দয়া করে যে পাতা থেকে এটি নেওয়া হয়েছিল তার একটি লিংক ওয়েবসাইটের বিষয়বস্তু ব্যবহারের শর্তাবলীর একটি সংক্ষিপ্ত বিবরণ সহ যুক্ত করুন। যদি মূল কপিরাইট ধারক ওয়েবসাইটের সাথে অসংযুক্ত একটি পক্ষ হয়, তবে সেই লেখককেও তার কাজের কৃতিত্ব দেওয়া উচিত। এটি কোন লাইসেন্সিং শর্তাবলীর অধীনে প্রকাশিত হয়েছিল তাও আপনাকে জানাতে হবে। আপনি উইকিপিডিয়ায় কোন ফাইলগুলি আপলোড করতে পারেন বা করতে পারবেন না তা জানতে অনুগ্রহ করে চিত্র ব্যবহারের নীতিমালা দেখুন। কপিরাইট ট্যাগের পাতাটি আপনাকে আপনার ফাইলের জন্য ব্যবহার করার জন্য সঠিক ট্যাগটি খুঁজে পেতে সহায়তা করতে পারে।

অনুগ্রহ করে চিত্রের বর্ণণা পাতাটি সম্পাদনা করে উপরোক্ত তথ্যগুলো যোগ করুন। যদি পরবর্তী কয়েকদিনের মধ্যে প্রয়োজনীয় তথ্যগুলো যোগ না করা হয়, তবে ফাইলটি অপসারণ করা হবে। যদি ফাইলটি ইতিমধ্যে অপসারণ করা হয়ে থাকে, তবুও আপনি এখনও এটি পুনরুদ্ধারের একটি অনুরোধ করতে পারবেন ও সমস্যাগুলো সমাধান করার একটি সুযোগ পাবেন।

অনুগ্রহ করে আপনার আপলোড করা অন্য ফাইলগুলোও পরীক্ষা করে দেখুন, এবং নিশ্চিত করুন সেখানে উপযুক্ত কপিরাইট ট্যাগ রয়েছে। এখানে আপনার আপলোডের একটি তালিকা দেওয়া হল। আপনার যদি কোনও প্রশ্ন থাকে তবে দয়া করে আলোচনাসভায় জিজ্ঞাসা করুন। ধন্যবাদ। ≈ ফারহান  💬«আলাপ»💬 ০৮:৪৪, ২৪ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

চিত্র:সুদেবা দিল্লি ফুটবল ক্লাব.png ফাইলের উৎস ও কপিরাইট লাইসেন্সের সমস্যা[সম্পাদনা]

File Copyright problem
File Copyright problem

চিত্র:সুদেবা দিল্লি ফুটবল ক্লাব.png আপলোড করার জন্য ধন্যবাদ। বর্তমানে ফাইলটিতে কপিরাইটের অবস্থা এবং এর উৎস সম্পর্কিত কোন তথ্য নেই। উইকিপিডিয়া কপিরাইটকে অত্যন্ত গুরুত্বের সাথে নেয়।

আপনি যদি এই কাজটি সম্পূর্ণরূপে নিজে তৈরি না করে থাকেন তবে আপনাকে কপিরাইটের মালিক কে তা নির্দিষ্ট করতে হবে। আপনি যদি এটি কোনও ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন, তবে দয়া করে যে পাতা থেকে এটি নেওয়া হয়েছিল তার একটি লিংক ওয়েবসাইটের বিষয়বস্তু ব্যবহারের শর্তাবলীর একটি সংক্ষিপ্ত বিবরণ সহ যুক্ত করুন। যদি মূল কপিরাইট ধারক ওয়েবসাইটের সাথে অসংযুক্ত একটি পক্ষ হয়, তবে সেই লেখককেও তার কাজের কৃতিত্ব দেওয়া উচিত। এটি কোন লাইসেন্সিং শর্তাবলীর অধীনে প্রকাশিত হয়েছিল তাও আপনাকে জানাতে হবে। আপনি উইকিপিডিয়ায় কোন ফাইলগুলি আপলোড করতে পারেন বা করতে পারবেন না তা জানতে অনুগ্রহ করে চিত্র ব্যবহারের নীতিমালা দেখুন। কপিরাইট ট্যাগের পাতাটি আপনাকে আপনার ফাইলের জন্য ব্যবহার করার জন্য সঠিক ট্যাগটি খুঁজে পেতে সহায়তা করতে পারে।

অনুগ্রহ করে চিত্রের বর্ণণা পাতাটি সম্পাদনা করে উপরোক্ত তথ্যগুলো যোগ করুন। যদি পরবর্তী কয়েকদিনের মধ্যে প্রয়োজনীয় তথ্যগুলো যোগ না করা হয়, তবে ফাইলটি অপসারণ করা হবে। যদি ফাইলটি ইতিমধ্যে অপসারণ করা হয়ে থাকে, তবুও আপনি এখনও এটি পুনরুদ্ধারের একটি অনুরোধ করতে পারবেন ও সমস্যাগুলো সমাধান করার একটি সুযোগ পাবেন।

অনুগ্রহ করে আপনার আপলোড করা অন্য ফাইলগুলোও পরীক্ষা করে দেখুন, এবং নিশ্চিত করুন সেখানে উপযুক্ত কপিরাইট ট্যাগ রয়েছে। এখানে আপনার আপলোডের একটি তালিকা দেওয়া হল। আপনার যদি কোনও প্রশ্ন থাকে তবে দয়া করে আলোচনাসভায় জিজ্ঞাসা করুন। ধন্যবাদ। ≈ ফারহান  💬«আলাপ»💬 ০৮:৪৭, ২৪ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

চিত্র:ওড়িশা এফসি.png ফাইলের উৎস ও কপিরাইট লাইসেন্সের সমস্যা[সম্পাদনা]

File Copyright problem
File Copyright problem

চিত্র:ওড়িশা এফসি.png আপলোড করার জন্য ধন্যবাদ। বর্তমানে ফাইলটিতে কপিরাইটের অবস্থা এবং এর উৎস সম্পর্কিত কোন তথ্য নেই। উইকিপিডিয়া কপিরাইটকে অত্যন্ত গুরুত্বের সাথে নেয়।

আপনি যদি এই কাজটি সম্পূর্ণরূপে নিজে তৈরি না করে থাকেন তবে আপনাকে কপিরাইটের মালিক কে তা নির্দিষ্ট করতে হবে। আপনি যদি এটি কোনও ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন, তবে দয়া করে যে পাতা থেকে এটি নেওয়া হয়েছিল তার একটি লিংক ওয়েবসাইটের বিষয়বস্তু ব্যবহারের শর্তাবলীর একটি সংক্ষিপ্ত বিবরণ সহ যুক্ত করুন। যদি মূল কপিরাইট ধারক ওয়েবসাইটের সাথে অসংযুক্ত একটি পক্ষ হয়, তবে সেই লেখককেও তার কাজের কৃতিত্ব দেওয়া উচিত। এটি কোন লাইসেন্সিং শর্তাবলীর অধীনে প্রকাশিত হয়েছিল তাও আপনাকে জানাতে হবে। আপনি উইকিপিডিয়ায় কোন ফাইলগুলি আপলোড করতে পারেন বা করতে পারবেন না তা জানতে অনুগ্রহ করে চিত্র ব্যবহারের নীতিমালা দেখুন। কপিরাইট ট্যাগের পাতাটি আপনাকে আপনার ফাইলের জন্য ব্যবহার করার জন্য সঠিক ট্যাগটি খুঁজে পেতে সহায়তা করতে পারে।

অনুগ্রহ করে চিত্রের বর্ণণা পাতাটি সম্পাদনা করে উপরোক্ত তথ্যগুলো যোগ করুন। যদি পরবর্তী কয়েকদিনের মধ্যে প্রয়োজনীয় তথ্যগুলো যোগ না করা হয়, তবে ফাইলটি অপসারণ করা হবে। যদি ফাইলটি ইতিমধ্যে অপসারণ করা হয়ে থাকে, তবুও আপনি এখনও এটি পুনরুদ্ধারের একটি অনুরোধ করতে পারবেন ও সমস্যাগুলো সমাধান করার একটি সুযোগ পাবেন।

অনুগ্রহ করে আপনার আপলোড করা অন্য ফাইলগুলোও পরীক্ষা করে দেখুন, এবং নিশ্চিত করুন সেখানে উপযুক্ত কপিরাইট ট্যাগ রয়েছে। এখানে আপনার আপলোডের একটি তালিকা দেওয়া হল। আপনার যদি কোনও প্রশ্ন থাকে তবে দয়া করে আলোচনাসভায় জিজ্ঞাসা করুন। ধন্যবাদ। ≈ ফারহান  💬«আলাপ»💬 ০৮:৫৪, ২৪ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

চিত্র:ট্রাউ এফসি.png ফাইলের উৎস ও কপিরাইট লাইসেন্সের সমস্যা[সম্পাদনা]

File Copyright problem
File Copyright problem

চিত্র:ট্রাউ এফসি.png আপলোড করার জন্য ধন্যবাদ। বর্তমানে ফাইলটিতে কপিরাইটের অবস্থা এবং এর উৎস সম্পর্কিত কোন তথ্য নেই। উইকিপিডিয়া কপিরাইটকে অত্যন্ত গুরুত্বের সাথে নেয়।

আপনি যদি এই কাজটি সম্পূর্ণরূপে নিজে তৈরি না করে থাকেন তবে আপনাকে কপিরাইটের মালিক কে তা নির্দিষ্ট করতে হবে। আপনি যদি এটি কোনও ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন, তবে দয়া করে যে পাতা থেকে এটি নেওয়া হয়েছিল তার একটি লিংক ওয়েবসাইটের বিষয়বস্তু ব্যবহারের শর্তাবলীর একটি সংক্ষিপ্ত বিবরণ সহ যুক্ত করুন। যদি মূল কপিরাইট ধারক ওয়েবসাইটের সাথে অসংযুক্ত একটি পক্ষ হয়, তবে সেই লেখককেও তার কাজের কৃতিত্ব দেওয়া উচিত। এটি কোন লাইসেন্সিং শর্তাবলীর অধীনে প্রকাশিত হয়েছিল তাও আপনাকে জানাতে হবে। আপনি উইকিপিডিয়ায় কোন ফাইলগুলি আপলোড করতে পারেন বা করতে পারবেন না তা জানতে অনুগ্রহ করে চিত্র ব্যবহারের নীতিমালা দেখুন। কপিরাইট ট্যাগের পাতাটি আপনাকে আপনার ফাইলের জন্য ব্যবহার করার জন্য সঠিক ট্যাগটি খুঁজে পেতে সহায়তা করতে পারে।

অনুগ্রহ করে চিত্রের বর্ণণা পাতাটি সম্পাদনা করে উপরোক্ত তথ্যগুলো যোগ করুন। যদি পরবর্তী কয়েকদিনের মধ্যে প্রয়োজনীয় তথ্যগুলো যোগ না করা হয়, তবে ফাইলটি অপসারণ করা হবে। যদি ফাইলটি ইতিমধ্যে অপসারণ করা হয়ে থাকে, তবুও আপনি এখনও এটি পুনরুদ্ধারের একটি অনুরোধ করতে পারবেন ও সমস্যাগুলো সমাধান করার একটি সুযোগ পাবেন।

অনুগ্রহ করে আপনার আপলোড করা অন্য ফাইলগুলোও পরীক্ষা করে দেখুন, এবং নিশ্চিত করুন সেখানে উপযুক্ত কপিরাইট ট্যাগ রয়েছে। এখানে আপনার আপলোডের একটি তালিকা দেওয়া হল। আপনার যদি কোনও প্রশ্ন থাকে তবে দয়া করে আলোচনাসভায় জিজ্ঞাসা করুন। ধন্যবাদ। ≈ ফারহান  💬«আলাপ»💬 ০৮:৫৪, ২৪ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

চিত্র:আর্মি লাল ফুটবল দলের লোগো.png-এর কপিরাইট লাইসেন্সের সমস্যা[সম্পাদনা]

চিত্র কপিরাইট সমস্যা
চিত্র কপিরাইট সমস্যা

চিত্র:আর্মি লাল ফুটবল দলের লোগো.png চিত্রটি আপলোড করার আপনাকে ধন্যবাদ। আমি লক্ষ্য করলাম, কে এই ফাইলের সৃষ্টিকর্তা তা নির্দিষ্ট করে বলা নেই অর্থাৎ চিত্রটির কপিরাইট তথ্য অস্পষ্ট।যদি আপনি এই ফাইলটি নিজে তৈরি না করে থাকেন,তাহলে আপনাকে এই ফাইলের স্বত্তাধিকার বা প্রকৃত মালিকের কপিরাইট উল্লেখ করতে হবে। যদি আপনি এটি কোন ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন তবে সেই ওয়েবসাইট লিঙ্কে আপনি এই ফাইলের উপাদান ব্যবহারের শর্তাবলী পাবেন যা সাধারণত পর্যাপ্ত ভাবে বর্ননা থাকে। যদি কপিরাইট ধারক ঐ ওয়েবসাইটের প্রকাশক থেকে আলাদা হয়, তাদেরও কপিরাইট জানানো উচিত।

আমরা আরও জানার প্রয়োজন মনেকরি এর লাইসেন্সের শর্তাবলী যা এই চিত্রের কপিরাইট ধারক প্রকাশ করেছেন, যা সাধারনভাবে লাইসেন্স ট্যাগ যুক্ত করে করা হয়।যদি এই চিত্র,অডিও,ভিডিও আপনি নিজে তৈরি করেন বা সৃষ্টি কর্তা হন তবে {{জিএফডিএল-নিজস্ব}} ট্যাগ লাগিয়ে তা মুক্ত লাইসেন্স মুক্ত করতে পারেন। যদি আপনি বিশ্বাস করেন যে মিডিয়াটি মুক্ত নয় এমন তবে {{non-free fair use in|নিবন্ধের নাম}} এই ট্যাগ লাগান বা অন্য কোন ট্যাগ লাগান যা এখানে বর্নিত। কপিরাইট ট্যাগের পূর্ণ তালিকার জন্য দেখুন, চিত্র কপিরাইট ট্যাগ, যেগুলির মধ্যে থেকেও আপনি ব্যাবহার করতে পারেন।

যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন,তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে আপনি তাদের উৎ‍স ও কপিরাইট লাইসেন্সের ঠিক উল্লেখ করেছেন কিনা। আপনি এই সংযোগটিতে অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলিকে একটি তালিকা আকারে পাবেন। উৎস-বিহীন ও ট্যাগ-বিহীন চিত্র গুলিকে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে তাদেরকে ট্যাগকৃত করার পর, যেমনটা বর্নিত আছে দ্রুত অপসারণযোগ্য যোগ্য চিত্রে। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের (সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পরে তবে ৪৮ ঘন্টার মধ্য চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জানান। আপনাকে ধন্যবাদ। ≈ ফারহান  💬«আলাপ»💬 ১৩:৩৫, ২৪ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

চিত্র আপলোড[সম্পাদনা]

বাংলা উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। দেখতে পাচ্ছি আপনার আপলোডকৃত চিত্রগুলোতে আপনি চিত্রের বিবরণ/সারাংশ এবং লাইসেন্স যোগ করতেছেন না। অনুগ্রহ করে চিত্রের বিবরণ, উৎস ও লাইসেন্সসহ যোগ করুন। অন্যথায়, অপসারণ করা হবে৷ আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১২:৩৬, ২৫ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ঘটনার পূর্বে সম্পাদনা[সম্পাদনা]

শুভেচ্ছা নেবেন। সম্প্রতি আপনি ২০২২ এশিয়া কাপ ও সংশ্লিষ্ট কিছু নিবন্ধ (টেমপ্লেট) সম্পাদনা করেছেন, যার মধ্যে এ সম্পাদনাটিও ছিল। নিবন্ধে অবদান রাখতে চাইছেন দেখে আপনাকে ধন্যবাদ, কিন্তু উল্লেখ করা সম্পাদনাটি অর্থাৎ খেলা সম্পর্কিত তথ্য হালনাগাদ আপনি করেছেন খেলা শেষ হওয়ার আগেই। এ বিষয়টি উইকিপিডিয়া:CRYSTAL অনুসারে অনুমোদনযোগ্য নয়। খেলার ফলাফল পরিষ্কার হলেও খেলা শেষ হওয়ার আগেই এ তথ্যগুলো হালনাগাদ করাটা নিয়ম বহির্ভূত। পরবর্তীতে এ ধরনের সম্পাদনা চোখে পড়লে তা পূর্বাবস্থায় ফিরিয়ে নেয়া হবে, তাই আশা করি এ কাজটি করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন এখন থেকে। ধন্যবাদ। Mashfi※মাশ্‌ফী (আলাপ) ১৯:২১, ৩১ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী পাতা স্থানান্তর[সম্পাদনা]

সুধী, আপনি যদি ব্যবহারকারী নাম পরিবর্তন করতে চান তাহলে WP:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন পাতায় আবেদন করুন। নিজের ব্যবহারকারী পাতা ও আলাপ পাতা অযথা স্থানান্তর করবেন না। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৫:৪০, ১৬ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন


উইকিপিডিয়া এশীয় মাস ২০২২[সম্পাদনা]

অনুগ্রহ করে এই প্রতিযোগিতায় অন্যের তৈরি নিবন্ধ জমা দিবেন না। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১০:২৫, ১ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

নাম পরিবর্তন[সম্পাদনা]

নাম পরিবর্তনের জন্য WP:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন পাতা দেখুন, এভাবে স্থানান্তর করলেই আপনার নাম পরিবর্তন হবে না —শাকিল (আলাপ · অবদান) ১৯:১০, ১১ নভেম্বর ২০২২ (ইউটিসি

WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open[সম্পাদনা]

@The Piash ভাই, আপনার স্বাক্ষর পরিবর্তন করা দরকার। বিশেষ:পছন্দসমূহ এই লিঙ্কে গেলে আপনি অনেক সেটিং পাবেন, এগুলোর মধ্যে ব্যবহারকারীর প্রোফাইল অপশনে গেলে স্বাক্ষরের কোড কেটে দিতে পারেন। তাহলে ডিফল্ট স্বাক্ষর পাবেন। @Al Riaz Uddin Ripon এটাই তো নাকি ভাই? Deloar Akram (আলাপঅবদানলগ) ১৩:৩৬, ২৭ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
হ্যাঁ আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৮:০৩, ২৭ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন


আপনার জন্য কিছু বাকলাভা![সম্পাদনা]

WCI 2023 Core organizing team.

অলিভিয়ে জিরু নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য অলিভিয়ে জিরু নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি১ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে, কারণ এটি একটি খুবই সংক্ষিপ্ত নিবন্ধ যা পাঠকদের সামান্য বা কোন প্রাসঙ্গিক তথ্য প্রদান করে না। সংক্ষিপ্ত নিবন্ধের জন্য ন্যূনতম তথ্যের মানের জন্য অনুগ্রহ করে উইকিপিডিয়া:স্টাব দেখুন। এছাড়াও অনুগ্রহ করে লক্ষ্য করুন যে নিবন্ধগুলি অবশ্যই উল্লেখযোগ্য বিষয়ের উপর থাকতে হবে এবং বিষয়বস্তু যাচাই করা যায় এমন নির্ভরযোগ্য উৎসের রেফারেন্স প্রদান করা উচিত।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। ≈ ফারহান  «আলাপ» ০৩:৪৩, ১৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন


Disputed non-free use rationale for File:সুপার ৩০ বিহারের মুখ্যমন্ত্রী সাথে জুন ২০০৬.jpg[সম্পাদনা]

Thank you for uploading File:সুপার ৩০ বিহারের মুখ্যমন্ত্রী সাথে জুন ২০০৬.jpg. However, there is a concern that the rationale provided for using this file on Wikipedia may not meet the criteria required by Wikipedia:Non-free content. This can be corrected by going to the file description page and adding or clarifying the reason why the file qualifies under this policy. Adding and completing one of the templates available from Wikipedia:Non-free use rationale guideline is an easy way to ensure that your file is in compliance with Wikipedia policy. Please be aware that a non-free use rationale is not the same as an image copyright tag; descriptions for files used under the non-free content policy require both a copyright tag and a non-free use rationale.

If it is determined that the file does not qualify under the non-free content policy, it might be deleted by an administrator within a few days in accordance with our criteria for speedy deletion. If you have any questions, please ask them at the media copyright questions page. Thank you. —শাকিল (আলাপ · অবদান) ১০:২৩, ২৭ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ভাইয়া আমার কি করা উচিত The Piash (আলাপ) ২১:৫২, ৩০ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক![সম্পাদনা]

সম্পাদকের পদক
বাংলা উইকিপিডিয়ায় ক্রিকেট ও ফুটবল সম্পর্কিত বিভিন্ন নিবন্ধ নিয়ে কাজ করায় ধন্যবাদ। চালিয়ে যান। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪৬, ৬ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ICC Future Tours Programme নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

হ্যালো, উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। আপনাকে এই নোটিশ দেয়া হচ্ছে কারণ আপনি যে পাতাটি তৈরি করেছিলেন তা পরীক্ষামূলক পাতা হিসেবে ট্যাগ করা হয়েছে এবং তা মুছে ফেলা হয়েছে বা খুব শীঘ্রই মুছে ফেলা হবে। পরীক্ষামূলক কিছু করতে চাইলে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনি যদি বিশ্বকোষে অবদান রাখা সম্পর্কে আরও জানতে চান তাহলে স্বাগতম পাতাটি এক নজর দেখে নিন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুনমো. মাহমুদুল আলম (আলাপ) ০০:৫৩, ৭ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন


স্থানান্তর[সম্পাদনা]

মোবাইলে অনুচ্ছেদ অনুবাদ সরঞ্জামে কিছুদিন যাবত এরকম হচ্ছে, এটি সফটওয়্যারের সমস্যা। সরঞ্জাম রক্ষণাবেক্ষণকারীদের এটা জানানো হয়েছে। আশা করি তারা দ্রুত সমাধান করবে। তবে এরকম যদি কোনো সমস্যা হয় যা আপনি নিজে ঠিক করতে পারছেন না, তবে তা আরেকজনের জন্য রেখে দিতে পারেন বা অভিজ্ঞ কাউকে বার্তা দিতে পারেন অথবা এই টেলিগ্রাম গ্রুপে বলতে পারেন। শুভ কামনা। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ২৩:০১, ১০ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
ঠিক আছে ভাইয়া। The Piash (আলাপ) ২৩:০৬, ১০ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

Fatkhullo Fatkhulloyev নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য Fatkhullo Fatkhulloyev নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে করা হয়েছে, কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। এখানে নিবন্ধ পাতায় থাকা আরও দেখুন, তথ্যসূত্র, বহিঃসংযোগ, বিষয়শ্রেণী, টেমপ্লেট ইত্যাদি মূল নিবন্ধের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং তথ্যসূত্র হিসাবে নির্ভরযোগ্য উৎস ব্যবহার করতে হবে যেন অন্যরা সেটি যাচাই করতে পারে।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুনNazrul Islam Nahid (আলাপ) ১৯:১৮, ১২ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অনুবাদ পাতাটি সমস্যা কারণে । The Piash (আলাপ) ২১:১৯, ১২ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
১৬ তারিখের আগে সমস্যাটা ঠিক হচ্ছে না। সে পর্যন্ত যদি বিদ্যমান কোনো পাতাকে ওভাররাইড করে অনুবাদ প্রকাশিত হয় তবে নিজে স্থানান্তর না করে আমাকে জানিয়েন। আপনি স্থানান্তর করলে এক পাতার ইতিহাস অন্য পাতায় ঢুকে যাবে, যা ঠিক করাটা একটু জটিল হয়ে যায়। এমনও হতে পারে আপনার নিবন্ধ অন্য কারো নামে প্রকাশিত হলো। তবে যদি সম্পূর্ণ নতুন পাতা তৈরি হয় সেক্ষেত্রে নিজে স্থানান্তর করে দিলেই চলবে। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ২১:৫২, ১২ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আচছা ভাইয়া The Piash (আলাপ) ২২:০০, ১২ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
ভাইয়া আবার একই সমস্যা The Piash (আলাপ) ২২:৫১, ১২ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ওতাবেক ভালিজোনভ নিবন্ধটি সম্পর্কে[সম্পাদনা]

সুপ্রিয় The Piash, আমি MdsShakil। উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনি ১১ জানুয়ারি, ২০২৩ তারিখে অর্থাৎ এই বার্তা প্রদানের ৩ দিন পূর্বে ওতাবেক ভালিজোনভ নিবন্ধটি তৈরি করেছেন। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু উইকিপিডিয়ায় বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার করার জন্য একটি নীতিমালা রয়েছে। আমাদের স্বাগত পাতায় এই নীতিমালার বিস্তারিত ব্যখ্যা রয়েছে। নীতিমালা অনুসারে, আপনার তৈরি করা নিবন্ধটিতে একটি সমস্যা পরিলক্ষিত হয়েছে। সমস্যাটি হলো:

  1. নিবন্ধটিতে কোনও বিষয়শ্রেণী যোগ করা হয়নি

আপনি যা করতে পারেন:

  1. একটি বিষয়শ্রেণী যোগ করুন, যেন এটি এই বিষয়ের অন্যান্য নিবন্ধের সাথে আপনার নিবন্ধটি তালিকাভুক্ত করা যায়

এ সম্পর্কে আপনার মতামত বা পরামর্শ জানাতে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ। —শাকিল (আলাপ · অবদান) ১৮:৫৫, ১৪ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ফিফার যোগ্যতার নিয়ম নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

হ্যালো, উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। আপনাকে এই নোটিশটি দেওয়া হচ্ছে কারণ উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য আপনার তৈরি করা ফিফার যোগ্যতার নিয়ম পাতাটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণের জন্য বিচারধারার দুই বা ততোধিক ধারা অনুযায়ী করা হয়েছে, যার আওতায় যেকোনও পাতা যেকোনও সময়, আলোচনা ছাড়াই অপসারণ করা যেতে পারে। যদি পাতাটি সংজ্ঞায়িত বিচারধারার কোনওটি পূরণ করে তবে কোনও প্রশাসক শীঘ্রই এটি অপসারণ করে দিবেন। যে কারণগুলির জন্য এটি ট্যাগ করা হয়েছে সেগুলি হল:

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। Nazrul Islam Nahid (আলাপ) ১৫:০১, ২৯ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

জানুয়ারি ২০২৩[সম্পাদনা]

সুধী, আমি খেয়াল করেছি যে আপনি একাউন্ট থেকে লগ-আউট থাকা অবস্থায় সম্প্রতি কিছু সম্পাদনা করেছেন। উইকিপিডিয়া একাধিক একাউন্টের নীতিমালা অনুযায়ী একই অবস্থায় একই ব্যক্তির দ্বারা একাউন্ট ও আইপি ঠিকানা দুটো একত্রে ব্যবহার করার অনুমোদন দেয়না এবং তা করা হলে ফলাফলস্বরূপ আপনার একাউন্ট সম্পাদনা করা হতে বাধাপ্রাপ্ত হতে পারে। এছাড়া, লগ-আউট হওয়া অবস্থায় সম্পাদনা করা আপনার আইপি ঠিকানা উন্মুক্ত করে, যা অন্যদেরকে আপনার অবস্থান ও পরিচয় নির্ধারণ করার সুযোগ করে দেয়। যদি তা আপনার উদ্দেশ্য না হয়ে থাকে, সেক্ষেত্রে অনুগ্রহপূর্বক সম্পাদনার সময় লগ-ইন করতে মনে রাখবেন। ধন্যবাদ। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১০:৫৫, ১৮ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আপনি এখনও লগআউট অবস্থা সম্পাদনা করছেন। উপরে আপনাকে সতর্ক করা হয়েছে, লগ আউট অবস্থায় সম্পাদনা অব্যাহত রাখলে সম্পাদনা থেকে বাধাপ্রাপ্ত হতে পারেন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ২৩:৫০, ২৬ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

সুধী, আমি খেয়াল করেছি যে আপনি একাউন্ট থেকে লগ-আউট থাকা অবস্থায় সম্প্রতি ব্যবহারকারী:The Piash/খেলাঘর পাতায় কিছু সম্পাদনা করেছেন। উইকিপিডিয়া একাধিক একাউন্টের নীতিমালা অনুযায়ী একই অবস্থায় একই ব্যক্তির দ্বারা একাউন্ট ও আইপি ঠিকানা দুটো একত্রে ব্যবহার করার অনুমোদন দেয়না এবং তা করা হলে ফলাফলস্বরূপ আপনার একাউন্ট সম্পাদনা করা হতে বাধাপ্রাপ্ত হতে পারে। এছাড়া, লগ-আউট হওয়া অবস্থায় সম্পাদনা করা আপনার আইপি ঠিকানা উন্মুক্ত করে, যা অন্যদেরকে আপনার অবস্থান ও পরিচয় নির্ধারণ করার সুযোগ করে দেয়। যদি তা আপনার উদ্দেশ্য না হয়ে থাকে, সেক্ষেত্রে অনুগ্রহপূর্বক সম্পাদনার সময় লগ-ইন করতে মনে রাখবেন। ধন্যবাদ। —শাকিল (আলাপ · অবদান) ০৭:৫১, ৩০ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আপনি এখনও কোন ব্যাখা প্রদান করেননি কেন আপনি লগ আউট অবস্থায় সম্পাদনা করছেন, উপরের বার্তাগুলো‌ পড়ুন ও উত্তর প্রদান করুন —শাকিল (আলাপ · অবদান) ০৭:৫২, ৩০ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন


আপনার নিবন্ধ সোহেল রানা (ফুটবলার, জন্ম ১৯৯৬)[সম্পাদনা]

তথ্য আইকন স্বাগতম এবং উইকিপিডিয়ায় সোহেল রানা (ফুটবলার, জন্ম ১৯৯৬) নিবন্ধটি যোগ করে অবদান রাখার জন্য ধন্যবাদ। লক্ষ্য করুন, যদিও আপনি বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনা করছেন, তবে আপনার নিবন্ধটি বাংলায় লিখিত নয়। আমরা আপনাকে এই নিবন্ধটি বাংলায় অনুবাদ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এটি আপাতত অনুবাদ করা প্রয়োজন এইরূপ তালিকায় অন্তর্ভুক্ত আছে, কিন্তু যদি নিবন্ধটি দুই সপ্তাহের মধ্যে অনুবাদ করা না হয়, তবে এটি অপসারণের জন্যও বিবেচিত হতে পারে। ধন্যবাদ। Nazrul Islam Nahid (আলাপ) ১৪:৫০, ১৮ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ঠিক আছে ভাইয়া The Piash (আলাপ) ২২:০৪, ১৮ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

Mohamed Sohel Rana (footballer, born 1996) নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য Mohamed Sohel Rana (footballer, born 1996) নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে করা হয়েছে, কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। এখানে নিবন্ধ পাতায় থাকা আরও দেখুন, তথ্যসূত্র, বহিঃসংযোগ, বিষয়শ্রেণী, টেমপ্লেট ইত্যাদি মূল নিবন্ধের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং তথ্যসূত্র হিসাবে নির্ভরযোগ্য উৎস ব্যবহার করতে হবে যেন অন্যরা সেটি যাচাই করতে পারে।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুনবোরহান (আলাপ) ২১:৩১, ২১ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

মুছে ফেলুন বা অপসারণ করতে পারেন The Piash (আলাপ) ২২:২৩, ২১ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
#পুনর্নির্দেশ [[নিবন্ধের নাম]] ব্যবহার করে পুনর্নির্দেশ করে দিন। তাহলেই সমস্যা সমাধান। আফতাবুজ্জামান (আলাপ) ২২:২৯, ২১ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

বার্তা আর্কাইভ[সম্পাদনা]

আপনার এই পাতার বার্তা আর্কাইভ করার ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে বার্তাগুলি স্বয়ংক্রিয়ভাবে আর্কাইভ হয়ে যাবে। আপনাকে হাত দিয়ে সরাতে হবে না। --আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৪৫, ২৮ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

২০২২ ফিফা ক্লাব বিশ্বকাপ দলীয় সদস্য নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

হ্যালো, উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। আপনাকে এই নোটিশ দেয়া হচ্ছে কারণ আপনি যে পাতাটি তৈরি করেছিলেন তা পরীক্ষামূলক পাতা হিসেবে ট্যাগ করা হয়েছে এবং তা মুছে ফেলা হয়েছে বা খুব শীঘ্রই মুছে ফেলা হবে। পরীক্ষামূলক কিছু করতে চাইলে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনি যদি বিশ্বকোষে অবদান রাখা সম্পর্কে আরও জানতে চান তাহলে স্বাগতম পাতাটি এক নজর দেখে নিন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুনNazrul Islam Nahid (আলাপ) ০৩:১৪, ২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]

প্রিয় The Piash,

শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ দুই মাসব্যাপী বাংলা উইকিপিডিয়ায় নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৩ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন

আয়োজক দলের পক্ষে, AishikBot (আলাপ) ০৫:৪৮, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ফেব্রুয়ারি ২০২৩[সম্পাদনা]

ঘড়িসহ থামুন আইকন
আপনাকে সম্পাদনা করা থেকে অসীমমেয়াদে বাধাদান করা হয়েছে কারণ আপনি একাধিক অ্যাকাউন্টের অপব্যবহার করেছেন। বিস্তারিত উইকিপিডিয়া:সকপাপেট তদন্ত/The Piash। আপনি যদি মনে করেন যে আপনার কাছে এই বাধা তুলে নেওয়ার জন্য ভালো কারণ রয়েছে, তাহলে আপনি আপনার আলাপ পাতায় এই লেখা যোগ করে বাধা তুলে নেওয়ার জন্য আবেদন করতে পারেন: {{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}}। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৬:৪৩, ১১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
ভাইয়া আমি আমার ভুলের জন্য আপনার কাছে ক্ষমাপ্রার্থনা আবেদন করছি।
আমাকে ক্ষমা করে দেবেন।
চেষ্টা করবো আর একাধিক আইপি বা আইডি ব্যবহার করবো না।
ভাইয়া দয়া করে শেষবারের মতো বা শেষ চান্স হিসেবে সক-পাপেট বাধা তুলে নেওয়ার জন্য আবেদন করছি। The Piash (আলাপ) ২২:৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আপনাকে এর আগে এবিষয়ে বলা হলেও কারও কথা শুনেননি এবং বেশিরভাগ সময়ই উত্তর দেননি। আপনি কেন এসব করতেছেন তার বিস্তারিত ব্যাখ্যা দিন, অন্যথায় বাধা তোলা সম্ভব নয়। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৩:০৬, ১২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
ঠিক আছে ভাইয়া।
সাকপাপেট দায়ে এই আইডিটি ইংরেজি উইকিতে স্থগিত রয়ে।
শুধু ম্যাচ বক্স ,নকআউট পর্ব বক্স নেওয়ার জন্য অন্য আইডি গুলো ব্যবহার করি।
ভাইয়া ২০২২–২৩ ফেডারেশন কাপ (বাংলাদেশ), ২০২২–২৩ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ফুটবল) , ২০২২–২৩ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ এইগুলো আমার কাজ অর্ধেক হয়ে রয়েছে ,পারলে এসব কাউকে দিয়ে সুন্দর করে কাজ করে নিবেন।
আপাতত সাকপাপেট দায়ে স্থগিত রাখা হয়েছে হোক
এতে আমার কিছু করার নেই।
বিবেচনা করে স্থগিতাদেশ কমিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইলো ভাইয়া। The Piash (আলাপ) ২৩:১১, ১২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
মূল কারণ হলো বিগত দুই মাস মোবাইল ব্যবহার করার মতো নিজস্ব মোবাইল নাই।
মোবাইলটি চুরি হয়ে গেছে।
সে কারনে আমার মূল একাউন্টটি একাধিক আইপি ব্যবহার দায়ে যেন না পরে।
সে কারণে আমি ভাইয়ার মোবাইল দিয়ে রাতে সম্পাদনা করার চেষ্টা করি।
দিন বেলায় কাকা বা দাদার মোবাইলে নতুন একাউন্ট খুলে দিয়ে ম্যাচ বক্স বা গুরুত্বপূর্ণ বিষয় গুলো নিয়ে সম্পাদনা করে টুকে রাখতাম। পর আমি সংশোধন করে নিতাম।
আল রিয়াজ উদ্দীন আপনি আমাকে সাকপাপেট দায়ে অভিযুক্ত থেকে মুক্ত করতে অনুরোধ জানাই এবং একাধিক একাউন্ট ব্যবহার করা জন্য আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থনা আবেদন করছি।

The Piash (আলাপ) ২০:০৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আপনার নীতিমালা বিষয়ে ধারণা অর্জন করা দরকার।
  • সক-পাপেটিং কি?
  • কোন কোন কারণে সক-পাপেটিংয়ে অভিযুক্ত করা হতে পারে?
  • কখন একাধিক একাউন্ট ব্যবহার বৈধ?

এই তিনটি পয়েন্টের ওপর সারাংশ লিখুন। একইসাথে কেউ আপনাকে বার্তা দিলে সাধারণত উত্তর দেননা কেন এটারও উত্তর দিন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৩:১২, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

  • উইকিপিডিয়ার আদর্শগত অবস্থান হল এই যে, একজন নিবন্ধনকৃত সম্পাদক সম্পাদনার কাজে একটি মাত্র অ্যাকাউন্ট ব্যবহার করবেন। একাধিক অ্যাকাউন্টের প্রতারণামূলক বা বিভ্রান্তিকর ব্যবহার নিষিদ্ধ করা এই নীতির উদ্দেশ্য। এবং এই নীতিতে ব্যাখ্যা করা হয়েছে কোথায় কোনো সম্পাদক একটি দ্বিতীয় অ্যাকাউন্ট (বিকল্প) যুক্তিসম্মতভাবে ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় অ্যাকাউন্ট থেকে নীতিবহির্ভুত উলঙ্ঘন ব্যবহার করাকে সক-পাপেট্রি বলা হয়।
  • একজন ব্যক্তি একাধিক একাউন্ট অবৈধভাবে চালালে তখন তিনি সাকপাপেট দায়ে গন্য করা হবে।তখন মূল একাউন্টটির সাথে সাথে অন্য একাউন্ট গুলো সাকপাপেট দায়ে অভিযুক্ত করা হবে।যদি কোনও ব্যক্তি কোনও সকেপপেট ব্যবহার করে দেখা যায় তবে সকেপপেট অ্যাকাউন্টগুলি অনির্দিষ্টকালের জন্য অবরুদ্ধ হওয়া উচিত। যে কোনও অবিবর্তিত প্রশাসকের বিবেচনার ভিত্তিতে মূল অ্যাকাউন্টটি অবরুদ্ধ করা যেতে পারে। আইপি ঠিকানাসকেপপেট জন্য ব্যবহৃত অবরুদ্ধ করা যেতে পারে তবে অনির্দিষ্ট কালের জন্য, নির্দিষ্ট বিধিনিষেধের সাপেক্ষে।
  • দীর্ঘমেয়াদী অবদানকারীরা তাদের আসল নাম ব্যবহার করে অবদানের জন্য একটি ছদ্মনাম অ্যাকাউন্ট ব্যবহার করতে ইচ্ছুক হতে পারে যে তারা তাদের আসল নামটির সাথে যুক্ত হতে চায় না বা দীর্ঘমেয়াদী ব্যবহারকারীরা নতুন ব্যবহারকারীদের জন্য সম্প্রদায়টি কীভাবে কাজ করে তা অনুভব করতে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারে।তাহলে আমি এই নীতি লঙ্ঘন করবে না তা নিশ্চিত করার দায়িত্ব আমার। The Piash (আলাপ) ০৯:৫০, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@আল রিয়াজ উদ্দীন ভাইয়া আমাকে সাকপাপেট দায়ে অভিযুক্ত থেকে অপসারণ অনুরোধ রইলো। The Piash (আলাপ) ১০:০২, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আমি নিশ্চিত হতে পারছি না যে, বাধা উঠানো হলেও আপনি আবার একই কাজ করবেন না। আপনি বিভিন্ন প্রকল্পে আপনার আগের বাধা থেকে কোনো শিক্ষা নেন নি। আপনাকে একাধিক ব্যবহারকারী সতর্ক করলেও তার উত্তর না দিয়ে বরং বার্তা মুছে দিয়ে একই কাজ চালিয়ে গেছেন। আমি ব্যক্তিগতভাবে আপনাকে টেলিগ্রামেও বার্তা দিয়েছি, তাও উপেক্ষা করেছেন। এখানে উত্তর বার্তার উত্তর না দেওয়ার ব্যাখ্যা চাইলেও বারবার এড়িয়ে যাচ্ছেন। তাই আমার পক্ষ থেকে "না"। (আপনি চাইলে) আপনি যে এমন কাজ আর করবেন না, তা অন্যান্য বাংলা প্রকল্পে অবদান রেখে প্রমাণ করার চেষ্টা করতে পারেন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১২:৪৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Piash আপনাকে উপরে দেওয়া পয়েন্টগুলোর সারাংশ লিখতে বলেছি, রচনা লিখতে বলিনি। এছাড়াও, যা লিখেছেন তা মূল নীতিমালা থেকে কপি-পেস্ট এবং কিছু যান্ত্রিক অনুবাদ করেছেন বলেই মনে হচ্ছে। এছাড়াও, শেষোক্ত বিষয়টি আবারও এড়িয়ে গেছেন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৩:৩০, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আলাপ পাতার সব মুছে ফেলা পাতাগুলি পড়ে বুঝতে পারলাম।আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি একাধিক একাউন্ট নিয়ে সম্পাদনা করি কেনো আমাকে আইপি ঠিকানা এবং সম্পাদনা হালনাগাদ ধরা দিতে হবে। The Piash (আলাপ) ২২:০৫, ২১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Yahya ভাইয়া আমি অন্য প্রকল্পে কাজ রাজি। The Piash (আলাপ) ২২:৫২, ২১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
জ্বি, তবে তা সক অ্যাকাউন্ট দিয়ে নয়, মূল অ্যাকাউন্ট দিয়ে। আমি লক্ষ্য করেছি, অসমীয়া উইকিতে সক অ্যাকাউন্ট দিয়ে সম্পাদনা করছেন। এর মানে আপনি এখনো ইচ্ছাকৃতভাবে নীতিমালা লঙ্ঘন করে যাচ্ছেন। যেখানে মূল অ্যাকাউন্ট বাধাপ্রাপ্ত সেখানে অবদান রাখবেন না। আর এই আলাপ পাতায় অনাবশ্যক সংযোজন-বিয়োজন বন্ধ করুন। এগুলো করে আপনার পূর্বের করা ট্রল/ধ্বংসপ্রবণতার ইতিহাস নষ্ট করতে পারবেন না। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ০০:৪০, ২২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Yahya ঠিক আছে ভাইয়া।কিছু করার আগে মেন্টর ভাইয়া সাহায্য নিবো।এবং নতুন পাতা তৈরি করতে বড় ভাইয়ের জিজ্ঞেস করে নিবো। The Piash (আলাপ) ০৪:৪৬, ২২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Yahya ভাইয়া প্রয়োজনে আমার ব্যবহারকারী পাতায় সক নোটিশ লিখে রাখব যাতে আমি ভুল না করি। The Piash (আলাপ) ০৪:৫১, ২২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@আল রিয়াজ উদ্দীন ভাইয়া আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করার দরকার নেই।
আমার কারনে @আফতাবুজ্জামান লিমন ভাইয়াকে আপনাদের কাছে অনেক ছোট করে ফেলেছি।উনি আমাকে বুঝতেই অনেক কষ্ট করেছেন কিন্তু আমি তার কথা রাখতে পারিনি বা অক্ষর অক্ষরে পালন করতে পারিনি।আপনাদের অনেক বিরক্ত করা জন্য আমাকে দয়াকরে ক্ষমা করে দিবে ন।আমি কথা দিচ্ছি আর কোন একাধিক একাউন্ট খুলবো না।চেষ্টা করবো আইপি ঠিকানা থেকেও সম্পাদনা করবো না।বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল ও ইন্ডিয়ান সুপার লিগ টিভিতে দেখে আফসোস হচ্ছে আমার ভুলের জন্য আমি গুলো সম্পাদনা করার থেকে বন্ঞ্চিত। The Piash (আলাপ) ২১:৩৬, ২১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
BDsportsZone,
ThedetectivePiash1
,I.m Piash,BdHSAIP199 আমার মোবাইলে গুলো এক্টিব ছিলো। The Piash (আলাপ) ২১:৪৬, ২১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
বাকি গুলো আমি নানা ,মামা, বড় ভাইয়ের খুলেছিলাম। The Piash (আলাপ) ২১:৫৭, ২১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@পিয়াস, কথা নেই বার্তা নেই হঠাৎ আফতাব ভাই ছোট হয়ে গেছে কীভাবে! এরকম গায়েবি পিংয়ের কারণ যদি হয় উনার সহানুভূতি পাওয়ার চেষ্টা তাহলে তা বাধা অপসারণে প্রশাসকদের আরও বিমুখ করবে বলে তোমার মনে হয় না! যাইহোক কাজ করার ইচ্ছে থাকলে এরকম ছলচাতুরি করে তো লাভ নেই। যা কাণ্ড হয়েছে সেটার জন্য অনেকেই বার্তা দিয়েও তোমার নাগাল পায় নি, এটাও তো শুভ লক্ষণ না। যাক্গে, উইকিপিডিয়া ছাড়াও সহপ্রকল্প আছে, কিছুদিন কাজকর্ম করো যেমনটা ইয়াহিয়া ভাই বললেন উপরে। পরে প্রশাসকদের কাছে আর্জি জানাতে এসো। আস্থা রাখার মত একটা নমুনা দরকার তো। মেন্টর হিসেবে আমিও তোমার কাজকর্মে অসন্তুষ্ট, আস্থা যদিও কিঞ্চিৎ আছে বৈকি! আক্ষেপ থাকবে আমারও যে সম্পাদনা শিখে একজন সম্ভাবনাময় ব্যবহারকারী অপকর্ম করে বাধা পেয়ে উইকি থেকে হারিয়ে যাবে, এটা কাম্য নয় কখনও। -- Aishik Rehman ২২:০৩, ২১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
কারণ ভাইয়া ফুটবল লিগ গুলো সম্পাদনা করতে উনি আগে সাহায্য করেছিল।কিভাবে লোগো তৈরি করে সারাংশ লিখতে হয়।ম্যাচ বক্স ও টেমপ্লেট কিভাবে সম্পাদনা করতে হয়। The Piash (আলাপ) ২২:০৯, ২১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Aishik Rehman আরেকটা ভুল করেছিলাম আমার মেন্টর হিসেবে আমি আপনার থেকে সাহায্য না নিয়ে। The Piash (আলাপ) ২২:১৩, ২১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Aishik Rehman লিমন ভাইয়া একটা আমাকে অনুরোধ করেছিলো।আমি যেন বাংলা উইকিপিডিয়াতে কাজ করি।ইংরেজি উইকিপিডিয়াতে কাজ করার জন্য হাজার হাজার মানুষ আছে কিন্তু বাংলায় আমাদের নেই। ইংরেজি উইকিপিডিয়াতে প্রতিদিন পাঁচ বা ছয় হাজার মানুষ সম্পাদক কাজ করেন।১৫-২০ মানুষ বেশি হবে না টেনেটুনে বাংলা উইকিপিডিয়াতে সম্পাদক কাজ করে।তবুও আমি থাকার চেষ্টা করি।আমি হযবরল করলে উনি সংশোধন করে বুঝে বলতেন কাজ গুলো এভাবে করতে হয়।আমার সাকপাপেট জন্য বিগত ৭-৮ দিন লিমন ভাইয়ার সাহায্য পাই না। The Piash (আলাপ) ২২:৪৪, ২১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আপনি যদি অন্যের কোন কথা/পরামর্শ গ্ৰাহ্য না করেন তবে আপনি কারও সহায়তা পাবেন না এমনটাই স্বাভাবিক। আপনাকে এত বার শুধুমাত্র মূল অ্যাকাউন্ট ব্যবহার করতে বলার পরও সক অ্যাকাউন্ট দিয়ে অন্য উইকিতে অবদান রাখছেন, এরপরও সম্প্রদায় আপনার উপর কীভাবে আস্থা রাখবে বা প্রশাসকগণই কিসের ভিত্তিতেই বাধা অপসারণ করবেন? উপরে অনেকেই পরামর্শ দিয়েছেন সহ-প্রকল্পে কাজ করার জন্য, আমিও সেই কথাই বলবো। উইকিবই, উইকিঅভিধান, উইকিভ্রমণউইকিউক্তির মতো প্রকল্প রয়েছে, এগুলোতে অবদান রাখা শুরু করুন। অবদান রাখতে আপনার যদি কোন প্রকার সাহায্য প্রয়োজন হয় তবেও জানাবেন, নিশ্চয়ই অনেকেই সাহায্য করবে। তবে মনে রাখবেন আপনার মূল অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে এবং একটি অ্যাকাউন্ট থেকেই অবদান রাখতে হবে। এভাবে সহ-প্রকল্পে মাসখানেক অবদান রাখুন, কোন ট্রোলিং করবেন না এবং আলাপ পাতায় কেও কোন কিছু জিজ্ঞাসা করলে সেটার সঠিক উত্তর প্রদান করবেন। পরবর্তীতে প্রশাসকগণ আপনার উপর আস্থা রাখার বিষয়টি পুর্নবিবেচনা হয়তোবা করতে পারেন। —শাকিল (আলাপ · অবদান) ১৪:০৩, ২২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@শাকিল ভাই ঠিক আছে। The Piash (আলাপ) ২১:১৯, ২২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil যোগদান দিয়েছি।চেক করতে পারেন। The Piash (আলাপ) ২১:২৫, ২২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@আল রিয়াজ উদ্দিন ভাইয়া সক দায় থেকে উত্তোলন করেন The Piash (আলাপ) ১২:১৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
বাধা তুলবো কোন কারণে? আপনি কি কারও কথা শুনতেছেন? ওপরে আমি এবং অন্যরা যা বলেছে তার অর্ধেকও আপনি ঠিকমতো করার চেষ্টা করেননি। বরং ঠিকই নিয়মের বাইরে গিয়ে সম্পাদনা করে চলেছেন। তাই আলাপ পাতার সম্পাদনা অধিকারও বন্ধ করা হলো। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৩:২৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন