উইকিপিডিয়া:বাধাদান নীতি
(উইকিপিডিয়া:BLOCK থেকে পুনর্নির্দেশিত)
![]() | এই পাতাটি বাংলা উইকিপিডিয়ার নীতিমালা সম্পর্কিত একটি নথি। এটি একটি গ্রহণযোগ্য আদর্শ, যা সম্পাদকের অনুসরণের চেষ্টা করা উচিত, যদিও তা সাধারণ জ্ঞানে ও ব্যতিক্রমি ক্ষেত্রে সেরা পন্থা অবলম্বনে করা হয়। এই পাতাতে যেকোন স্বতন্ত্র সম্পাদনা জনমতের ভিত্তিতে করা উচিত। কোন সন্দেহ থাকলে, প্রথমে তা আলাপ পাতায় আলোচনা করুন। |
![]() | এই পাতার মূল বক্তব্য: উইকিপিডিয়া ও এর সম্পাদকদের ক্ষতি থেকে রক্ষার্থে একজন প্রশাসক কোনো ব্যবহারকারীকে বাধাদান করতে পারেন। |
পঞ্চস্তম্ভ |
---|
কার্যকরীকরণ নীতিমালা |
বাধাদান বা Block করার মাধ্যমে প্রশাসকগণ, অবদানকারীকে উইকিপিডিয়ায় কোনো রকম সম্পাদনা করা থেকে বিরত রাখতে পারেন। ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও উইকিপিডিয়ার জন্য ক্ষতিকর কোনো কাজ থেকে উইকিপিডিয়াকে রক্ষা করতেই এই বাধাদান, ব্যবহারকারীকে শাস্তি দেবার জন্য নয়। বাধাদান একদিকে যেমন ব্যবহারকারীকে উইকিপিডিয়ার জন্য ক্ষতিকর কোনো কাজ না করার ব্যাপারে সচেতন করে তেমনি, গঠনমূলক সম্পাদনা করার জন্য তাকে ও অন্যদের উৎসাহ দেয়।
প্রশাসকদের আলোচনাসভায় কোনো ব্যবহারকারী বাধাদানের জন্য আবেদন করতে পারেন। কী কারণে বাধা দেওয়া হবে, তা পর্যাপ্ত প্রমাণসহ লেখার জন্য ব্যবহারকারীকে সেখানে অনুরোধ করা হচ্ছে।
উদ্দেশ্য ও লক্ষ্য[সম্পাদনা]
কোনো পৃষ্ঠাকে কোনোরকম ক্ষতি থেকে রক্ষা করা ও ভবিষ্যতে তা এ ধরনের সমস্যা এড়িয়ে চলার জন্য বাধাদান পদ্ধতি ব্যবহার করা হয়।