ব্যবহারকারী আলাপ:Mashfi23
সুপ্রিয় Mashfi23! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি।
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা টুলবারের আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ০৭:৩৫, ৩ মে ২০১২ (ইউটিসি) |
নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ স্বাগতম[সম্পাদনা]
সুপ্রিয় Mashfi23, উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ। আয়োজক কমিটির পক্ষে, |
অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ[সম্পাদনা]
![]() |
সুপ্রিয় অবদানকারী, |
উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১[সম্পাদনা]
প্রিয় Mashfi23,
আশা করি কোভিড-১৯ বৈশ্বিক মহামারী পরিস্থিতিতেও ভাল আছেন। চলতি বছরের গত ১লা সেপ্টেম্বর থেকে উইকিপিডিয়ায় লিঙ্গ-ব্যবধান হ্রাস এবং দক্ষিণ এশীয় নারীদের সম্পর্কে জীবনী তৈরি করার উদ্দেশ্যে বাংলা উইকিপিডিয়াতে শুরু হয়েছে উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ নিবন্ধ প্রতিযোগিতা, যা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই প্রতিযোগিতা অভিজ্ঞ, অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই উন্মুক্ত। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রয়েছে। বিস্তারিত জানতে পারবেন এখানে।
প্রতিযোগিতায় আপনাকে স্বাগত....
শুভেচ্ছান্তে,
উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ আয়োজক দল ০৮:৫৪, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক![সম্পাদনা]
![]() |
বিশেষ পদক |
ক্রিকেট বিষয়ক নিবন্ধগুলির দেখাশুনা করার জন্য, সেগুলি নিয়মিত হালনাগাদ করার জন্য আপনাকে এই বিশেষ পদক দিলাম। চালিয়ে যান :) আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৪৯, ২৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) |
কিছু নিবন্ধ তৈরির ধারণা দিয়ে যাই[সম্পাদনা]
চাইলে বিগত বছরগুলির ক্রিকেট দলের সফর নিয়ে কাজ করতে পারেন। যেমন: এখানের ক্রিকেট দলের সফরগুলি নিয়ে কাজ করতে পারেন। বিগত বছরের নিবন্ধগুলি তৈরির সচেয়ে বড় সুবিধা হল, এগুলি একবার কষ্ট করে লেখার পর তা আর ভবিষ্যতে সংশোধন, হালনাগাদ করতে হবে না। -- আফতাবুজ্জামান (আলাপ) ২০:২১, ২৬ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান: সময় হলে নিশ্চয়ই এ বিষয়টা দেখব। বিগত বছরের নিবন্ধ নিয়ে কাজ করতে খারাপ লাগার কথা না। Mashfi23 (আলাপ) ২০:২৭, ২৬ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
আপনার জন্য একটি ক্রীড়া পদক[সম্পাদনা]
![]() |
ক্রীড়া পদক |
বাংলা উইকিপিডিয়ায় যেকজন ব্যবহারকারী খেলাধুলা নিয়ে নিয়মিত কাজ করেন তাদের মধ্যে আপনি একজন। খেলাধুলা সংক্রান্ত নিবন্ধের মধ্য দিয়ে উইকিকে সচল রাখার প্রচেষ্টায় অংশীদার হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে এই বৃহৎ কাজের জন্য ক্ষুদ্র স্বীকৃতিস্বরূপ আপনাকে এই পদকটি প্রদান করছি। আশা করি ভবিষ্যতেও আপনার এই যাত্রা অব্যাহত থাকবে। শুভকামনা রইল। ⋯Aishik Rehman (আলাপ) ⋯Aishik Rehman (আলাপ) ০৭:৪১, ২৪ অক্টোবর ২০২১ (ইউটিসি) |
২০২১-২২ শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওমান সফর[সম্পাদনা]
২০২১-২২ শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওমান সফর পাতার ইংরেজি সংস্করণে তো সর্বাধিক রান সংগ্রাহক, সর্বাধিক উইকেট সংগ্রাহক ও সিরিজ ফলাফল লেখা, তাহলে ওটাকে বাদ দিলেন কেন? চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ১১:২৫, ২ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)
- সিরিজের ম্যাচগুলো আন্তর্জাতিক ম্যাচ না হওয়া সত্ত্বেও ইংরেজি উইকিপিডিয়ায় সর্বোচ্চ রান ও উইকেটের অংশটি অন্তর্ভুক্ত করার উদাহরণ আমি আগেও দেখেছি। শ্রীলঙ্কা দলের ওমান সফরের ম্যাচগুলো অন্তত প্রথমে আন্তর্জাতিক ম্যাচ হিসেবেই পরিচিত ছিল, কিন্তু এ নিবন্ধটি দেখুন- এখানে সম্পূর্ণ সফরের মাত্র তিনটি ম্যাচ আন্তর্জাতিক ম্যাচ হওয়ার পরও সবগুলো ম্যাচের জন্য পরিসংখ্যানের অংশটি লেখা হয়েছে। সফরের পরের অংশটিতে তো আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন জাতীয় দলই ছিল না! ইংরেজি উইকিপিডিয়ার তথ্যছকে স্পষ্ট করেই "International series" (One Day বা Twenty20) লেখা আছে, তারপরও সেখানের সম্পাদকরা এ কাজটি করে থাকেন। বাংলা উইকিপিডিয়ার তথ্যছকেও "আন্তর্জাতিক" কথাটির উল্লেখ থাকায় শুধু আন্তর্জাতিক ম্যাচের ফলাফলই যেন তথ্যছকে অন্তর্ভুক্ত থাকে সেটি নিশ্চিত করার চেষ্টা করছি। প্রয়োজন হলে যেসব ম্যাচ আন্তর্জাতিক নয়, সেসব ম্যাচের জন্য তথ্যছকে আলাদা একটি অংশ অন্তর্ভুক্ত করে (প্রথম শ্রেণী, লিস্ট এ বা টোয়েন্টি২০ ম্যাচের জন্য) সেখানে সিরিজের ফলাফল দেয়া যেতে পারে। Mashfi23 (আলাপ) ১২:১২, ২ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)
হ্যাঁ বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ১৭:৪৮, ৩ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)
হালনাগাদ[সম্পাদনা]
ভারত জাতীয় ক্রিকেট দলের অধিনায়কদের তালিকা নিবন্ধ টি হালনাগাদ করে দেবেন? আসলে রোহিত শর্মা আজ নতুন অধিনায়ক ঘোষিত হলেন তো, তাই দেখলাম এটা হালনাগাদ করা নেই... চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ১৬:২৩, ৮ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)
- আমি আগামীকাল এটা দেখতে পারি, তবে আমি সাধারণত শুধু আন্তর্জাতিক সিরিজ সম্পর্কিত নিবন্ধ তৈরি/সম্প্রসারণ করি বিধায় এ ধরনের নিবন্ধ ধরতে গেলে পুরো নিবন্ধই নষ্ট হয়ে যেতে পারে। তালিকা সম্পর্কিত নিবন্ধ নিয়ে কোনওদিন কাজ করিনি দেখে এ কথা বলছি। তবে হ্যাঁ, হাতে সময় আছে- ধীরে ধীরে শুরু করতে পারি কাজ। Mashfi23 (আলাপ) ১৭:০০, ৮ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)
আচ্ছা, সময় মতো করার চেষ্টা করুন চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ০৭:০২, ৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)
অনুরোধ[সম্পাদনা]
২০২২ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ দলীয় সদস্য নিবন্ধটি কিছুটা হালনাগাদ করে দেবেন? চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ১৮:৪০, ২২ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)
ম্যাচ হালনাগাদ[সম্পাদনা]
২০২২ এশিয়া কাপ বাছাইপর্ব পাতাটি কিছুটা তৈরী করেছি, পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল বাছাইপর্বের ম্যাচগুলো একটু হালনাগাদ করে দেবেন? চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ১৪:৩৩, ৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
- আমি ভাবছিলাম আগস্টে চূড়ান্ত টুর্নামেন্টটি শুরু হওয়ার আগে পাতাটি হালনাগাদ করব (:P), কিন্তু এ কাজটা অবশ্যই আগে করা উচিত। যত দ্রুত সম্ভব করার চেষ্টা করছি। আমাকে জানানোর জন্য ধন্যবাদ আপনাকে। -- Mashfi23 (আলাপ) ১৪:৪৩, ৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
- ) চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ০৬:২১, ৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
পয়েন্ট তালিকা গুলো করে দিয়েছি, শুধু সূচি গুলো করতে হবে চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ০৬:২১, ৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
- আমি কাজ করছি এটা নিয়ে। গতকাল রাতে শুরু করেছি, এখনও চলছে। -- Mashfi23 (আলাপ) ০৬:২২, ৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম পাতার ইংরেজি সংস্করণটা দেখুন, বদলে গেছে, বাংলাতে প্রচুর পরিবর্তন করতে হবে। চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ১০:১৩, ৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
- এখনের কাজটি শেষ করে সেটা দেখতে পারি। -- Mashfi23 (আলাপ) ১১:২১, ৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
- পরিসংখ্যান হালনাগাদ করা হয়েছে। -- Mashfi23 (আলাপ) ১৫:১০, ৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
মহিলা ক্রিকেট বিশ্বকাপ[সম্পাদনা]
২০২২ মহিলা ক্রিকেট বিশ্বকাপ পাতাটায় খেলাগুলো লিখে দিয়েছি। কিন্তু ইংরেজি উইকিপিডিয়াকে অনুসরণ করিনি। ওখানে রাউন্ড ১,২,... করে লেখা। বাংলাতে ম্যাচ ১,২,৩,.... শিরোনামে লিখেছি। ইংরেজির ওখানে রাউন্ড লিখলেও একই রাউন্ডে একই দলের দুটো খেলা লেখা আছে কিছু জায়গায়, তাই ওটা অনুসরণ করিনি। একটু দেখবেন জিনিস টা :) চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ০৪:৫৪, ১৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
- বিষয়টা আমি লক্ষ্য করেছি। ইংরেজিতে রাউন্ড হিসেবে কেন দেয়া হয়েছে সে বিষয়ে ধারণা নেই, বিশেষ করে যখন একই দলের একাধিক খেলা এক রাউন্ডে আছে। এ বিষয়ে আইসিসি বা অন্য কোনও নির্ভরযোগ্য সূত্র থেকে কোনও খবর না পাওয়া পর্যন্ত আমার মনে হয় বাংলা নিবন্ধে রাউন্ডের বিষয়টি রাখার দরকার নেই, অন্তত এখনের জন্য। -- Mashfi23 (আলাপ) ০৫:৫১, ১৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
ক্রীড়াক্ষেত্রে কেবল মহিলা[সম্পাদনা]
@Mashfi23 অন্য সব জায়গায় দিবেন নারী। যেমন তানজানিয়া জাতীয় নারী ক্রিকেট দল নয় হবে তানজানিয়া জাতীয় মহিলা ক্রিকেট দল। জনাব, @Al Riaz Uddin Ripon আপনাকে অনুরোধ করছি। এটা ঠিক করে দেবার জন্য। পুনর্নির্দেশ করা পাতাটাই হবে সঠিক নিবন্ধ নাম। ধন্যবাদ। -- কুউ পুলক ০৮:১৬, ২৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
- @কুউ পুলক আচ্ছা আগে ওনার মতামতও লাগবে, একটু অপেক্ষা করি। এরপরে সংশোধন করে দিবো। -- আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৮:২২, ২৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
- @Al Riaz Uddin Ripon আপনাকে ধন্যবাদ। "নারী" শব্দটির ব্যবহার বিষয়ে অতীতে আমার করা এ সম্পাদনাটির সম্পাদনা সারাংশে উল্লেখ করেছিলাম। "মহিলা" শব্দটির ব্যবহার অনানুষ্ঠানিক ক্ষেত্রে বেশি হওয়ায় "নারী" শব্দটির ব্যবহার আমার কাছে অধিক যুক্তিযুক্ত মনে হয়। Mashfi23 (আলাপ) ০৮:৪৭, ২৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
- @Mashfi23 আপনি আরো একটা নিবন্ধ তৈরি করেছেন ২০২২ নারী ক্রিকেট বিশ্বকাপ দলীয় সদস্য। পুরো উইকি পরিবার নারী/মহিলার কোনটির ব্যবহার হবে এই প্রশ্নে এই সিদ্ধান্তে এসেছে যে ক্রীড়া ক্ষেত্রে কেবল মহিলা হবে আর অন্যান্য ক্ষেত্রে নারী। আমরা সবাই এই নিয়ম অনুসরণ করি। আমি আপনাকেও অনুরোধ করছি আপনিও সবার মত এই নিয়ম অনুসরণ করুন। -- কুউ পুলক
১০:০৫, ২ মার্চ ২০২২ (ইউটিসি)
- @কুউ পুলক এ তথ্যটি আমার জানা ছিল না। আপনি কি উইকি পরিবারের নেয়া এ সিদ্ধান্ত বা আলোচনা বিষয়ে কোনও সূত্র দিতে পারবেন? নিজে বিষয়টি দেখতে পারলে সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়া যেত। ধন্যবাদ। -- Mashfi23 (আলাপ) ১০:৩৮, ২ মার্চ ২০২২ (ইউটিসি)
- @Mashfi23 এখানে দেখুন। আরো আছে এখানে -- কুউ পুলক
১০:৫১, ২ মার্চ ২০২২ (ইউটিসি)
- @Al Riaz Uddin Ripon উনি তো মতামত দিয়েছেন। আপনার মত পেশ করুন। -- কুউ পুলক
১০:০৫, ২ মার্চ ২০২২ (ইউটিসি)
- @কুউ পুলক: বর্তমানে বিভিন্ন পত্রিকায় ক্রীড়াক্ষেত্রে নারী/মহিলা দুইটির ব্যবহার লক্ষ্য করা যায়। মূলত দুইটাই শুদ্ধ। আপনার দেওয়া প্রথম লিংকের আলোচনায় ক্রীড়াক্ষেত্রে নারী/মহিলা কোনটি হবে এবিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি দেখা যাচ্ছে, যেখানে পক্ষে - বিপক্ষে প্রায় সমান মন্তব্য এসেছে। দ্বিতীয়, লিংকের আলোচনাটি ছিলো মহিলা জাতীয় হবে নাকি জাতীয় মহিলা হবে। আমার মতে বিষয়টার ঐকমত্য হয় মতো আলোচনা দরকার, নাহয় কিছু নিবন্ধের শিরোনামে মহিলা ব্যবহার হলেও ভেতরে দেখবেন নারীই লেখা, যেমন: বিশেষ:স্থায়ী সংযোগ/5730590, এরকম হলে ভালো দেখায় না। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১১:২৯, ২ মার্চ ২০২২ (ইউটিসি)
- @কুউ পুলক @Al Riaz Uddin Ripon আমি নিজে কোনও নিবন্ধে কাজ করার সময় "নারী" শব্দটির ব্যবহার সর্বক্ষেত্রে করলেও নিবন্ধের শিরোনামে "মহিলা" শব্দটি থাকলে নিবন্ধটি স্থানান্তর করিনি। এ কারণে কিছু (আমার হিসেবে ২টি) নিবন্ধের শিরোনাম ও বিষয়বস্তুতে ভিন্নতার সৃষ্টি হয়েছে। আর অনেক নিবন্ধের ক্ষেত্রেই "নারী" শব্দটি নিয়ে কাজ করলেও আমি "মহিলা" শব্দটিসহ শিরোনামের নিবন্ধ মূল নিবন্ধে পুনর্নির্দেশ করে দিয়েছি (অথবা বিপরীতটি, যখন শিরোনামে "মহিলা" শব্দটি বিদ্যমান), তাতে ব্যক্তিগতভাবে আমার মনে হয় সাধারণ পাঠকের কোনও প্রকারের অসুবিধা হওয়ার কথা সম্ভাবনা নেই। আমি নিজে অবশ্যই "নারী" শব্দটি ব্যবহারের পক্ষে, তবে নিবন্ধের শিরোনামে "মহিলা" শব্দটি থাকলে সেটা পাঠকের মনোযোগে বিঘ্ন ঘটায় না- এটি আমার মত। -- Mashfi23 (আলাপ) ১২:১৩, ২ মার্চ ২০২২ (ইউটিসি)
- @Al Riaz Uddin Ripon উনি তো মতামত দিয়েছেন। আপনার মত পেশ করুন। -- কুউ পুলক
- @Mashfi23 এখানে দেখুন। আরো আছে এখানে -- কুউ পুলক
- @কুউ পুলক এ তথ্যটি আমার জানা ছিল না। আপনি কি উইকি পরিবারের নেয়া এ সিদ্ধান্ত বা আলোচনা বিষয়ে কোনও সূত্র দিতে পারবেন? নিজে বিষয়টি দেখতে পারলে সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়া যেত। ধন্যবাদ। -- Mashfi23 (আলাপ) ১০:৩৮, ২ মার্চ ২০২২ (ইউটিসি)
- @Mashfi23 আপনি আরো একটা নিবন্ধ তৈরি করেছেন ২০২২ নারী ক্রিকেট বিশ্বকাপ দলীয় সদস্য। পুরো উইকি পরিবার নারী/মহিলার কোনটির ব্যবহার হবে এই প্রশ্নে এই সিদ্ধান্তে এসেছে যে ক্রীড়া ক্ষেত্রে কেবল মহিলা হবে আর অন্যান্য ক্ষেত্রে নারী। আমরা সবাই এই নিয়ম অনুসরণ করি। আমি আপনাকেও অনুরোধ করছি আপনিও সবার মত এই নিয়ম অনুসরণ করুন। -- কুউ পুলক
- @Al Riaz Uddin Ripon আপনাকে ধন্যবাদ। "নারী" শব্দটির ব্যবহার বিষয়ে অতীতে আমার করা এ সম্পাদনাটির সম্পাদনা সারাংশে উল্লেখ করেছিলাম। "মহিলা" শব্দটির ব্যবহার অনানুষ্ঠানিক ক্ষেত্রে বেশি হওয়ায় "নারী" শব্দটির ব্যবহার আমার কাছে অধিক যুক্তিযুক্ত মনে হয়। Mashfi23 (আলাপ) ০৮:৪৭, ২৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
@কুউ পুলক @মাশফি ভাই, তাহলে শেষমেশ কী করা যাবে? বিতর্ক তৈরী হচ্ছে। @আফতাবুজ্জামান, এই প্রসঙ্গে কী করা যায়? চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ১৩:০৭, ১৯ মার্চ ২০২২ (ইউটিসি)
- @চ্যাম্পিয়ন স্টার ১ আপনি এ বিষয়ে আপনার নিজের মতামত উল্লেখ করে রাখতে পারেন। Mashfi23 (আলাপ) ১৩:১১, ১৯ মার্চ ২০২২ (ইউটিসি)
- @Mashfi23 ও @চ্যাম্পিয়ন স্টার ১ আমি অন্যসব জায়গায় নারী শব্দের ব্যবহার, কেবল ক্রীড়াক্ষেত্রে মহিলা ব্যবহারের পক্ষে। কেননা নারী শব্দের মধ্যে কমনীয় রমনীয় ব্যাপার আছে যেটা ক্রীড়াক্ষেত্রের মহিলাদের সাথে যায় না। -- কুউ পুলক
১৩:৪৭, ১৯ মার্চ ২০২২ (ইউটিসি)
আমি "নারী" শব্দটি ব্যবহারের সমর্থন করছি। আসলে "মহিলা" শব্দটি গতানুগতিকতায় একঘেয়ে লাগছে, তুলনায় "নারী" শব্দটিতে নতুনত্ব আছে। কোনো স্টেডিয়াম বা দলের পরিসংখ্যানের টেমপ্লেটে "নারী ওডিআই" বা "নারী টি২০আই" শব্দগুলো দেখে একটা নতুনত্ব অনুভব করতে পেরেছি। চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ১৩:২১, ১৯ মার্চ ২০২২ (ইউটিসি)
- @চ্যাম্পিয়ন স্টার ১: নিবন্ধের ভিতর কী লেখা হচ্ছে তা নিয়ে আমার বিশেষ কোন পছন্দ নেই। তবে নিবন্ধের শিরোনামের নামের ধারাবাহিকতা বজায় রাখতে অনুরোধ করছি। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪৬, ১৯ মার্চ ২০২২ (ইউটিসি)
লিগ না লীগ[সম্পাদনা]
লীগ শব্দটা কি ঠিক? আমি তো জানতাম বিদেশি শব্দে ই-কার ব্যবহার করা হয়, উইকির অনেক জায়গাতেই লীগ লেখা চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ১৩:২৬, ১৯ মার্চ ২০২২ (ইউটিসি)
- বিদেশি শব্দের বানানে সবসময় ই-কার বা উ-কার ব্যবহৃত হবে- এটা সঠিক। সে হিসেবে "লিগ"ই একমাত্র সঠিক বানান। "চ্যাম্পিয়নশিপ"-এর ক্ষেত্রেও একই নিয়ম। বাংলা উইকিপিডিয়ায় অনেক বছর ধরে অনেকে কাজ করেছেন- তাদের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন বানানরীতি অনুসরণ করেছেন। কেউ হয়তো সঠিক বানান কী সেটা না জেনে উইকিপিডিয়াতে আগে যেটা লেখা ছিল সেটাই অনুসরণ করেছেন। ভুল বানানটি উইকিপিডিয়াতে প্রচলিত হয়ে যাওয়ার এটা একটা কারণ হতে পারে (নাও হতে পারে)। Mashfi23 (আলাপ) ১৩:৩১, ১৯ মার্চ ২০২২ (ইউটিসি)
নতুন নিবন্ধ[সম্পাদনা]
চীন সম্পর্কে নতুন নিবন্ধ রচনা করে দেবেন? চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ১৪:৪১, ৩ এপ্রিল ২০২২ (ইউটিসি)
- নিশ্চয়ই চেষ্টা করব। অপেক্ষা করুন। Mashfi23 (আলাপ) ১৬:৪৩, ৩ এপ্রিল ২০২২ (ইউটিসি)
- নিবন্ধ তৈরি হয়েছে। Mashfi23 (আলাপ) ২০:০২, ৫ এপ্রিল ২০২২ (ইউটিসি)
স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকার প্রদান[সম্পাদনা]
সুধী, ৫০+ মানসম্মত নিবন্ধ তৈরি ও ভালো সম্পাদনার কারণে একাউন্টে আপনার স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকারটি যুক্ত করা হয়েছে। আশা করছি বাংলা উইকিপিডিয়ায় আপনার অবদান অব্যাহত থাকবে। উইকিপিডিয়া সম্পর্কিত যেকোনো প্রয়োজনে জানাতে পারেন। ধন্যবাদ আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৭:৪৩, ২০ মে ২০২২ (ইউটিসি)