বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Preetidipto.21

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

[সম্পাদনা]
[সম্পাদনা]
File Copyright problem
File Copyright problem

Thanks for uploading চিত্র:Highres 341696612.jpeg. However, it currently is missing information on its copyright status and its source. Wikipedia takes copyright very seriously.

If you did not create this work entirely yourself, you will need to specify the owner of the copyright. If you obtained it from a website, please add a link to the page from which it was taken, together with a brief restatement of the website's terms of use of its content. If the original copyright holder is a party unaffiliated with the website, that author should also be credited. You will also need to state under what licensing terms it was released. Please refer to the image use policy to learn what files you can or cannot upload on Wikipedia. The page on copyright tags may help you to find the correct tag to use for your file.

Please add this information by editing the image description page. If the necessary information is not added within the next days, the image will be deleted. যদি ফাইলটি ইতিমধ্যে অপসারণ করা হয়ে থাকে, তবুও আপনি এখনও এটি পুনরুদ্ধারের একটি অনুরোধ করতে পারবেন ও সমস্যাগুলো সমাধান করার একটি সুযোগ পাবেন।

Please also check any other files you may have uploaded to make sure they are correctly tagged. Here is a list of your uploads. If you have any questions please ask them at the Media copyright questions page. Thank you. বোধিসত্ত্ব (আলাপ) ১৫:১৮, ২৮ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

জুলাই 2016

[সম্পাদনা]

উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। সম্ভবত এটা আপনার ইচ্ছাকৃত ছিল না, কিন্তু আপনার সাম্প্রতিক সম্পাদনা অনুকূলচন্দ্র ঠাকুর থেকে তথ্য মুছে ফেলেছে। লেখা মোছার সময়, অনুগ্রহ করে সম্পাদনা সারাংশ অংশে কারণ উল্লেখ করুন এবং বিতর্ক উদ্রেক করতে পারে এমন সম্পাদনা সম্পর্কে নিবন্ধের আলাপ পাতায় আলোচনা করুন। এটা যদি কোনো ভুল হয়ে থাকে, দুশ্চিন্তিত হবেন না; লেখা উদ্ধার করা হয়েছে, যেমনটা আপনি দেখতে পাবেন পাতার ইতিহাসে। এই বিশ্বকোষে কিভাবে অবদান রাখতে পারেন, এ বিষয়ে স্বাগত পাতাটি দেখুন, এবং আপনি যদি কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে চান, অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। ধন্যবাদ। বোধিসত্ত্ব (আলাপ) ২২:৩১, ১৩ জুলাই ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

সত্সঙ্গ আশ্রম

[সম্পাদনা]

আপনি একাধিকবার মুছে ফেলার পরও সৎসঙ্গ আশ্রম সম্পর্কিত একই নিবন্ধ পুনরায় লিখছেন; এমন কি পুনরায় নতুন শিরোনামে যুক্ত করছেন। অনুগ্রহ করে সত্সঙ্গ আশ্রম সম্পর্কিত একটি নিবন্ধে সকল তথ্য রাখুন এবং সেটিকেই উন্নয়ন করুন। - Ashiq Shawon (আলাপ) ১৮:২৯, ২ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ফেব্রুয়ারি 2020

[সম্পাদনা]

হ্যালো, আমি NahidSultan। উইকিপিডিয়া আপনার-আমার মত যে কেউ লিখতে পারে, ভিন্ন ভিন্ন লোক দ্বারা লিখিত হয় বলে তাদের মতামতও ভিন্ন ভিন্ন হতে পারে। কিন্তু আমরা যথাসাধ্য চেষ্ঠা করি যে কোন নিবন্ধে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখার। আপনার ঘাটাইল উপজেলা পাতায় সাম্প্রতিক সম্পাদনা আমার কাছে নিরপেক্ষ মনে হয়নি বলে, আমি তা বাতিল করেছি। আপনি যদি মনে করেন আমি ভুল করেছি, অথবা আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে আপনি আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:২৩, ২৭ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আপনি ২০১৬ সালে সৎসঙ্গ এবং অনুকূলচন্দ্র ঠাকুর সম্পর্কিত নিবন্ধে এরকম সম্পাদনা করেছিলেন। দয়া করে মনে রাখুন, বারংবার এটি করা হলে আপনাকে সম্পাদনা থেকে বাধা দেওয়া হতে পারে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

একটি জায়গা সম্পর্কে আলোচনার ক্ষেত্রে ঐ জায়গার কোনো বিশেষ প্রতিষ্ঠানের বিশদ বর্ণনা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। এছাড়া আগের সম্পাদনার সূত্র ধরেই নিরপেক্ষ তার সহিত সম্পাদনা করা হয়েছে। বি.দ্র. ২০১৬ সালে আমি প্রথম উইকিপিডিয়া অ্যাকাউন্ট খুলেছিলাম। অনেক কিছুই অজানা ছিল। সেসময়কার ভুলত্রুটির জন্য আমি দুঃখিত। Preetidipto.21 (আলাপ) ১৪:০৭, ১৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

এপ্রিল 2020

[সম্পাদনা]
থামুন আইকন
আপনাকে সম্পাদনা করা থেকে অনির্দিষ্টকালের জন্য বাধাদান করা হয়েছে কারণ আপনি সম্পাদনা অধিকারের অপব্যবহার করেছেন। আপনি যদি মনে করেন যে আপনার কাছে এই বাধা তুলে নেওয়ার জন্য ভালো কারণ রয়েছে, তাহলে আপনি আপনার আলাপ পাতায় এই লেখা যোগ করে বাধা তুলে নেওয়ার জন্য আবেদন করতে পারেন: {{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}}। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৪৭, ২০ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

মে 2020

[সম্পাদনা]
এই ব্যবহারকারীর বাধা অপসারণের অনুরোধটি একজন প্রশাসক কর্তৃক পর্যালোচিত হয়েছে, যিনি অনুরোধটি গ্রহণ করেছেন।

Preetidipto.21 (বাধাদানের লগসক্রিয় বাধাসমূহবৈশ্বিক বাধাসমূহস্বয়ংক্রিয় বাধাসমূহঅবদানঅপসারিত অবদানঅপব্যবহার লগসৃষ্টি লগবাধাদানের সেটিংস পরিবর্তনবাধা অপসারণ)


অনুরোধের কারণ:

নিরপেক্ষতার প্রশ্নে যখন কোনো একজন ব্যবহারকরীকে সতর্ক করা হয় তখন তার উচিত সংশ্লিষ্ট স্পর্শকাতর নিবন্ধের সাধারণ সম্পাদনা ব্যতীত বিশেষ কোনো পরিবর্তন না ঘটানো এবং প্রয়োজনে আলাপ পাতা ব্যবহার করা এছাড়া উইকিপিডিয়ার একজন নিবন্ধিত ব্যবহারকারী হিসেবে বিশ্বকোষ তৈরির মনোভাব গঠন করা অতীব জরুরি। ধন্যবাদ। Preetidipto.21 (আলাপ) ১৬:৩৩, ১ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অনুরোধ মঞ্জুরের কারণ:

নিচের আলাপ অনুসারে নিচের দুটি পাতা বাদে যে কোন স্থানে অবদান রাখতে বাধা খুলে দেওয়া হল। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:০১, ১১ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বাধা অপসারণ প্রশাসক: দয়া করে অনুরোধটি মঞ্জুরের পর এই ব্যবহারকারীর জন্য সক্রিয় স্বয়ংক্রিয় বাধার তালিকাটি দেখুন।
আপনি নিশ্চিতভাবেই অনুকূলচন্দ্র চক্রবর্তী এবং সৎসঙ্গ বিষয়ক তথ্য সম্পাদনার ক্ষেত্রে নিরপেক্ষতা রক্ষা করতে পারেন নি। আপনার দুটি মেইলও পেয়েছি বাধা অপসারণের জন্য। আপনার অনুরোধে আমার বাধাটি অপসারণ করতে আপত্তি নাই তবে, আপনি যেহেতু এ বিষয় দুটিতে নিরপেক্ষ নন তাই ভবিষ্যতে এ দুটি বিষয় সম্পর্কিত কোন কিছু আপনি সম্পাদনা করবেন না। অন্য যে কোন বিষয়ে নীতিমালার মধ্যে থেকে অবদান রাখতে আপনাকে স্বাগত জানাই। আপনি এতে একমত থাকলে সেক্ষেত্রে আমি আপনার বাধা অপসারণ করে দিতে পারি। ধন্যবাদ।~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:২৩, ১১ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আপনার নির্দেশনাকে আমি স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। Preetidipto.21 (আলাপ) ১৭:৩৭, ১১ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ছবি যোগ করার ব্যাপাারে

[সম্পাদনা]

আপনার তৈরি করা কলজেবুটি কাঠঠোকরা পাতাটি এর অন্যান্য ভাষার পাতার সাথে সংযুক্ত করে দিয়েছি। আর এসব পাতার জন্য আপনি কমন্স এর ছবির শিরোনামটি সরাসরি ব্যবহার করতে পারবেন। নতুন করে ছবি স্থানীয় ভাষার উইকিতে আপলোড করা লাগবে না। আশা করছি নিবন্ধটি আরো সমৃদ্ধ করবেন। --NahidHossain (আলাপ) ০৫:৫১, ৫ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

পরিবেশ সম্পর্কিত নিবন্ধ মানোন্নয়নে বিশেষ পদক

[সম্পাদনা]
পরিবেশ পদক
পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করা বা 'প্রকৃতির জন্য সময়' দিয়ে বিশ্ব পরিবেশ দিবস এডিটাথন অংশগ্রহনের জন্য আপনাকে এই বিশেষ পদক। NahidHossain (আলাপ) ০৮:৪৭, ৫ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক!

[সম্পাদনা]

বিশেষ উইকিপদক

সুপ্রিয় Preetidipto.21,

সম্প্রতি সমাপ্ত হওয়া কুস্তি বিষয়ক এডিটাথন ২০২০-এ অংশগ্রহণ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার একাধিক নিবন্ধ উক্ত এডিটাথনে গৃহীত হয়েছে এবং আপনি শীর্ষ ৯-এ স্থান করে নিয়েছেন। উপহারস্বরুপ আমরা আপনাকে প্রথম শ্রেণীর পদক প্রদান করছি। আপনার উইকিযাত্রা শুভ হোক, ধন্যবাদ।

 – শুভেচ্ছান্তে,
কুস্তি বিষয়ক এডিটাথন ২০২০
আয়োজক কমিটি

~ নাহিয়ান আলাপ ০৪:৪৮, ৮ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বিশেষ: ক্যালকুলাসের ইতিহাস

[সম্পাদনা]

ক্যালকুলাসের ইতিহাস পাতাটিতে আপনার আরো কিছু কাজ করা দরকার। প্রচুর ইংরেজি শব্দ সরাসরি ব্যবহার করেছেন। এগুলো যথাসম্ভব বাংলা করার চেষ্টা করুন। নিবন্ধের শেষ দিকে ইংরেজি বাক্য রয়ে গেছে। কয়েক জায়গায় আক্ষরিক অনুবাদ হওয়ায় বাক্যের অর্থ দুর্বোধ্য হয়ে গেছে মনে হচ্ছে। আশা করি শীঘ্রই সংশোধন করে নিবেন। আপাতত আমি নিবন্ধটি গ্রহণ করছি। ✒: হীরক রাজা ❯❯❯ আলাপ ০৫:৪৪, ১৯ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

এডিটাথন

[সম্পাদনা]

সুধী, আপনি উইকিপিডিয়া: লক্ষ্য এবার লক্ষ এডিটাথনে জয়প্রকাশ নারায়ণ নিবন্ধটি জমা দিয়েছেন যা খুবই ছোট। অনুগ্রহ করে আরো কিছু অংশ যুক্ত করেন পুরোটা না পারলেও। ✒: হীরক রাজা ❯❯❯ আলাপ ০৬:৫২, ২৪ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

সেপ্টেম্বর 2020

[সম্পাদনা]
এই ব্যবহারকারীর বাধা অপসারণের অনুরোধটি একজন প্রশাসক কর্তৃক পর্যালোচিত হয়েছে, যিনি অনুরোধটি গ্রহণ করেছেন।

Preetidipto.21 (বাধাদানের লগসক্রিয় বাধাসমূহবৈশ্বিক বাধাসমূহস্বয়ংক্রিয় বাধাসমূহঅবদানঅপসারিত অবদানঅপব্যবহার লগসৃষ্টি লগবাধাদানের সেটিংস পরিবর্তনবাধা অপসারণ)


অনুরোধের কারণ:

আমি ঠিকমত অনুবাদ সরঞ্জাম ব্যবহার করতে পারছি না এজন্য আংশিক বাধা অপসারণ করে দেয়ার অনুরোধ করছি। -- Preetidipto.21 (আলাপ) ১৭:১৪, ৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অনুরোধ মঞ্জুরের কারণ:

অনুবাদ সরঞ্জাম ব্যবহার করতে পারছেন না এই বিবেচনায় তোলা হল। আপনি নিশ্চয়তা দিয়েছেন যে ঠাকুর অনুকূলচন্দ্র এবং সৎসঙ্গ নিবন্ধে সম্পাদনা করবেন না। এটি অনুগ্রহ করে মনে রাখবেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:১৮, ১০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বাধা অপসারণ প্রশাসক: দয়া করে অনুরোধটি মঞ্জুরের পর এই ব্যবহারকারীর জন্য সক্রিয় স্বয়ংক্রিয় বাধার তালিকাটি দেখুন।
আপনি এই নিশ্চয়তা দিচ্ছেন তো যে বাধা উঠানোর পর ঠাকুর অনুকূলচন্দ্র এবং সৎসঙ্গ নিবন্ধ দুটিতে সম্পাদনা করবেন না? --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০৪, ১০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
হ্যাঁ, আমি নিশ্চয়তা দিচ্ছি। ধন্যবাদ। Preetidipto.21 (আলাপ) ১৭:০৭, ১০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

[সম্পাদনা]

সুপ্রিয় Preetidipto.21,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:লক্ষ্য এবার লক্ষ - ফরম পূরণ করুন

[সম্পাদনা]

সুপ্রিয় অবদানকারী,
লক্ষ্য এবার লক্ষ এডিটাথন ২০২০-এ অংশগ্রহণের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার জমা দেয়া এক বা একাধিক নিবন্ধ এডিটাথনে গৃহীত হয়েছে। আয়োজক দল পুরস্কার প্রদানের উদ্দেশ্যে তথ্য সংগ্রহ করছে। তাই আমরা আপনাকে এই ফরমটি পূরণ করতে অনুরোধ করছি। এডিটাথনের আয়োজক দলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ও আপনার প্রতি শুভকামনা রইল! — অংকন (আলাপ) ১৯:১৪, ৩০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

লক্ষ্য এবার লক্ষ এডিটাথন পদক

[সম্পাদনা]
লক্ষপূরণ পদক
প্রিয় Preetidipto.21,
বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জনের প্রাক্কালে আয়োজিত, ‘লক্ষ্য এবার লক্ষ’ শীর্ষক বিশেষ ধারাবাহিক এডিটাথনে অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এডিটাথনে আপনার জমাদানকৃত এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছিল। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত এ এডিটাথনে নিবন্ধ রচনার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জন ত্বরান্বিত করতে ভূমিকা রাখায়, শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন। এডিটাথনের আয়োজক দলের পক্ষে ― অংকন (আলাপ) ১:৫৭, ১৬ জুন ২০২১ (ইউটিসি)

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ

[সম্পাদনা]

সুপ্রিয় Preetidipto.21,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ অনুবাদ সম্পর্কিত

[সম্পাদনা]

@Preetidipto.21 বাংলা উইকিপিডিয়ায় স্বাগত! নিবন্ধ অনুবাদে আপনাকে অনুবাদ সরঞ্জামটি ব্যবহারে উৎসাহিত করছি। অনুগ্রহ করে ভাবানুবাদ করবেন, প্রতিটি বাক্য ও শব্দের অনুবাদে সময় নিন ও উত্তম ফলাফল পেতে সমস্যাযুক্ত শব্দ বা বাক্যটি নিয়ে গবেষণা করতে পারেন, অনেক কিছু শিখতে পারবেন। শুভ কামনা! Nazrul Islam Nahid (আলাপ) ১৮:২১, ৩ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ! Preetidipto.21 (আলাপ) ০৮:৪৬, ৫ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
সুপ্রিয় Preetidipto.21, উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৩-এ অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। লক্ষ্য করুন, আপনি লেবানন নিবন্ধটি নিয়ে কাজ করবেন বলে নাম লিখিয়েছিলেন কিন্তু এতে এখনো কোনও কাজ করেন নি ও/বা এক সপ্তাহের বেশি সময় ধরে এটি ফেলে রেখেছেন। আপনাকে লেবানন নিবন্ধটি কাজ করতে বিনীত অনুরোধ জানাচ্ছি, নতুবা প্রতিযোগিতার নিয়ম অনুসারে অন্য কাউকে নিবন্ধটি নিয়ে কাজ করতে সুযোগ দেওয়া হবে। আপনি যদি নিবন্ধটি নিয়ে আর কাজ করতে না চান, আপনি এই তালিকা থেকে অন্য আরেকটি নিবন্ধ বেছে নিতে পারেন। ধন্যবাদ। — AKanik 💬 ১৪:২৬, ১০ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ইসলাম বিষয়ক অনলাইন এডিটাথন

[সম্পাদনা]
সুপ্রিয় Preetidipto.21, প্রথমে সালাম ও শুভেচ্ছা নেবেন। আপনাকে ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি এবং মানোন্নয়ন করাই হলো এই অনলাইন এডিটাথনের মূল উদ্দেশ্য যা পবিত্র রমজান মাস ব্যাপী চলবে। এডিটাথনে অংশগ্রহণের জন্য আপনি এখানে আপনার নাম সংযুক্ত করে এই তালিকা হতে যেকোন নিবন্ধ তৈরি/অনুবাদ করে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে পারেন।
আমন্ত্রণে—
ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এর আয়োজক ও পর্যালোচকদের পক্ষে,
(نقاش) عبد الله ০৯:৫২, ৩০ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

বিশ্ব পরিবেশ দিবস এডিটাথন পদক ২০২৩!

[সম্পাদনা]
বিশ্ব পরিবেশ দিবস এডিটাথন পদক ২০২৩!
সুপ্রিয় Preetidipto.21!

বিশ্ব পরিবেশ দিবস এডিটাথন ২০২৩ এডিটাথনে আপনার অসাধারণ অবদানের জন্য ধন্যবাদ।
এর স্বীকৃতিতে আপনাকে এই উইকিপদক প্রদান করা হলো। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে।
~মহীন (আলাপ), বৃহস্পতিবার ১৮:৩৭, ০৮ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

বিশ্ব পরিবেশ দিবস এডিটাথন ২০২৩-এর সনদপত্রের জন্য তথ্য প্রদানের অনুরোধ

[সম্পাদনা]

ভারতীয় স্বাধীনতা দিবস এডিটাথন ২০২৩

[সম্পাদনা]

সুধী, এডিটাথন শেষ হয়েছে এবং আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে। সনদ পত্র পাঠানোর জন্য একটি ই-মেল আইডি প্রয়োজন। আপনার মেল আই-ডি এবং সনদ পত্রে কি নাম দেখতে চান, আগামী ২৫শে আগস্ট '২৩ এর আগে দয়া করে আমাকে জানান। শুভেচ্ছা নেবেন। Nettime Sujata (আলাপ) ১১:১৯, ১৮ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে কী মারফত জানাবো সেটার(গুগল ফরম/ইমেইল...) ঠিকানা দয়া করে জানাবেন। ধন্যবাদ। Preetidipto.21 (আলাপ) ১৯:৩৩, ১৯ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ

[সম্পাদনা]

সুপ্রিয় Preetidipto.21,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪: বৃত্তির আবেদন নেওয়া শুরু হয়েছে

[সম্পাদনা]
বাংলা উইকিসম্মেলন ২০২৪
বাংলা উইকিসম্মেলন ২০২৪

প্রিয় সুধী,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের উদ্দেশ্য উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্রিত করার মধ্য দিয়ে তাদের মতামত শেয়ার, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে সর্বোত্তম অনুশীলন এবং অন্যান্য তথ্য বিনিময় করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করা। সম্মেলনে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ এবং ভারতে অবস্থানরত বাংলাভাষী অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। এই বৃত্তির অধীনে ভ্রমণ ভাতা ও সম্মেলনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশ নিতে আগ্রহী প্রত্যেককেই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণ সম্মেলনে অংশ নিতে পারবেন।

নিম্নলিখিত শর্তাবলী পূরণ করা সাপেক্ষে একজন উইকিমিডিয়ান বৃত্তির জন্য আবেদন করতে পারবেন,

  • উইকিমিডিয়া ব্যবহারকারী অ্যাকাউন্ট ৩১ ডিসেম্বর ২০২৩ বা এর আগে তৈরিকৃত হতে হবে।
  • উক্ত অ্যাকাউন্টের অধীনে কমপক্ষে ১০০ বৈশ্বিক অবদান থাকতে হবে।

বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। জমা পড়া আবেদনগুলো বৃত্তি নির্ধারণী উপদল কর্তৃক যাচাই-বাছাইয়ের পরে বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV

বৃত্তির আবেদন গ্রহণ ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত চলবে। বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আলাপ পাতায় করুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে, —শাকিল (আলাপ · অবদান) ০৯:৫২, ১২ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

[সম্পাদনা]

প্রিয় সুধী,

আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)।

আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন:

আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:

  • প্রেজেন্টেশন
  • প্যানেল আলোচনা
  • সংক্ষিপ্ত অধিবেশন
  • কর্মশালা
  • পোস্টার অধিবেশন
  • হ্যাকাথন
  • আড্ডা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান

বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদান আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে

[সম্পাদনা]

প্রিয় সবাই,

আশা করি নিরাপদ ও সুস্থ আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ইন্টারনেট শাটডাউন বিবেচনায় ৩ আগস্ট শনিবার অনুষ্ঠান বিন্যাস উপদলের সাপ্তাহিক বৈঠকে বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদনের সময়সীমা আগামী ১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন

আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:

  • প্রেজেন্টেশন
  • প্যানেল আলোচনা
  • সংক্ষিপ্ত অধিবেশন
  • কর্মশালা
  • পোস্টার অধিবেশন
  • হ্যাকাথন
  • আড্ডা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান

বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক (উইকির সাথে একেবারেই সম্পর্ক নেই) সেশনের আবেদন বাতিল বলে গণ্য হবে।


অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ১৬:০৪, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন