আমি একজন বাংলাদেশী, বাংলাদেশের রংপুর শহরে থাকি। আমি একজন উৎসাহী, আশাবাদী এবং উৎসর্গীকৃত ব্যক্তি, অত্যন্ত উৎসাহের সাথে দায়িত্ব গ্রহণ করি এবং আমার কাজ সময়মতো সম্পন্ন করি। আমি আমার লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম করি। আমি যা করি তার প্রতি আমার আশাবাদী এবং পরিকল্পিত পদ্ধতিই আমাকে সাফল্যের দিকে পরিচালিত করে।
আমি বাংলা উইকিপিডিয়ায় একজন সক্রিয় অবদানকারী। এছাড়া সংস্কৃত ও ইংরেজি উইকিপিডিয়াতেও অবদান রাখতে পছন্দ করি। আমি অন্যান্য কয়েকটি উইকিমিডিয়া প্রকল্পেও সক্রিয় আছি। যেমন: উইকিসংকলন, উইকিমিডিয়া কমন্স এবং উইকিউপাত্ত। উল্লেখ্য- আমি উইকিপ্রকল্প সংবাদপত্রের একজন সদস্য। উইকিমিডিয়া প্রকল্পগুলিতে আমার সমস্ত অবদান কেন্দ্রীয় প্রমাণীর মাধ্যমে পাওয়া যাবে।
আমার সাথে যোগাযোগ করার জন্য, নির্দিষ্ট আলোচনার জন্য আপনি আমার আলাপ পাতা ব্যবহার করে বার্তা দিতে পারেন। আপনি আমাকে ইমেইলও করতে পারেন।
সম্প্রতি সমাপ্ত হওয়া কুস্তি বিষয়ক এডিটাথন ২০২০-এ অংশগ্রহণ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার একাধিক নিবন্ধ উক্ত এডিটাথনে গৃহীত হয়েছে এবং আপনি শীর্ষ ৯-এ স্থান করে নিয়েছেন। উপহারস্বরুপ আমরা আপনাকে প্রথম শ্রেণীর পদক প্রদান করছি। আপনার উইকিযাত্রা শুভ হোক, ধন্যবাদ।
– শুভেচ্ছান্তে, কুস্তি বিষয়ক এডিটাথন ২০২০ আয়োজক কমিটি
পরিবেশ পদক
পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করা বা 'প্রকৃতির জন্য সময়' দিয়ে বিশ্ব পরিবেশ দিবস এডিটাথন অংশগ্রহনের জন্য আপনাকে এই বিশেষ পদক। NahidHossain (আলাপ) ০৮:৪৭, ৫ জুন ২০২০ (ইউটিসি)