ঘাবরানা নেহি হ্যায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঘাবরানা নেহি হ্যায়
পোস্টার
পরিচালকসাকিব খান
প্রযোজকহাসান জিয়া এবং জামিল বেগ
রচয়িতাহাসান জিয়া
মোহসিন খান
চিত্রনাট্যকারহাসান জিয়া
মোহসিন খান
সাকিব খান
কাহিনিকারহাসান জিয়া
শ্রেষ্ঠাংশেসাবা কমর
জাহিদ আহমেদ
সুরকারসুজা হায়দার
সোহেল কি'স (আবহ সঙ্গীত)
চিত্রগ্রাহকআরশাদ খান
সম্পাদকহুনাইন শামীম
প্রযোজনা
কোম্পানি
মাস্টারমাইন্ড প্রোডাকশন
জেবি ফিল্মস
পরিবেশকজিও ফিল্মস
মুক্তি
  • ৩ মে ২০২২ (2022-05-03)
স্থিতিকাল১৫৮ মিনিট
দেশপাকিস্তান
ভাষাউর্দু
নির্মাণব্যয়৬ কোটি রূপী
আয়সাড়ে ১৬ কোটি রূপী

ঘাবরানা নেহি হ্যায় (উর্দু: گھبرانہ نہیں ہے‎‎; অনু. উদ্বিগ্ন হয়োনা) হচ্ছে ২০২২ সালের একটি পাকিস্তানি মারপিটধর্মী প্রণয়ধর্মী হাস্যরসাত্মক উর্দু ভাষার চলচ্চিত্র। চলচ্চিত্রটির পরিচালক ছিলেন সাকিব খান যিনি মোহসিন খানের সাথে চিত্রনাট্যও লিখেন। প্রযোজনা করেন জামিল বেগ জেবি ফিল্মস প্রযোজনা প্রতিষ্ঠান দ্বারা এবং হাসান জিয়া মাস্টারমাইন্ড প্রোডাকশন দ্বারা। এটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সাবা কমর এবং জাহিদ আহমেদ। চলচ্চিত্রটি ৩ মে ২০২২ তারিখে জিও ফিল্মস দ্বারা মুক্তি পায়।

বিষয়বস্তু[সম্পাদনা]

জুবেইদা যে তার বাবার একমাত্র সন্তান, জুবেদাকে একজন ক্ষমতাবান নারী হওয়ার জন্য পুত্রের মতো করে লালন পালন করে তার বাবা। বড়ো হয়ে সে তার বাবার জন্য বিচার চায় এবং পুলিশ অফিসার সিকান্দারের কাছে সাহায্য চায়। সে সিকান্দারের এবং তার চাচাতো ভাইয়ের সাথে একটি ত্রিভুজ প্রেমের ফাঁদে পড়ে।

অভিনয়ে[সম্পাদনা]

  • সাবা কমর - জুবেইদা
  • জাহিদ আহমেদ - সিকান্দার
  • নৈয়ার এজাজ - ভাই মিয়া
  • সৈয়দ জিবরান - ভিকি
  • আফজাল খান
  • সেলিম মিরাজ
  • দোদি খান - রাজা
  • তৈয়ব মাহমুদ শেখ - পুলিশ কনস্টেবল
  • সোহেল আহমেদ

প্রযোজনা[সম্পাদনা]

২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ঘোষণা আসে যে মোহসিন খান এবং সাকিব খান একটি চলচ্চিত্র নির্মাণ করবেন। শীঘ্রই জামিল বেগ এবং হাসান জিয়া প্রযোজক হিসেবে স্বাক্ষরিত হন। ২০২০ সালের জানুয়ারি মাসে চলচ্চিত্রটি 'জুবেইদা মার্দ বান' এই নামে তৈরি করার ঘোষণা দেওয়া হয় কিন্তু পরের মাসেই চলচ্চিত্রটির নাম বর্তমান নামে নামায়ন করা হয়। অভিনয়শিল্পীদের নাম চূড়ান্ত হবার পর ২০২০ সালের মার্চে শুটিং শুরু হওয়ার কথা ছিলো; কিন্তু কোভিড-১৯-এর কারণে শুটিং শুরু করা হয়নি।[১][২][৩][৪]

করোনার কারণে থাকা বিধি নিষেধ তুলে নেবার পর ২০২০ সালের নভেম্বরে করাচির মালির জেলাতে ৯০% মুখ্য চিত্র গ্রহণ কাজ শুরু হয়। এরপর জানুয়ারি ২০২১ থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হয় লাহোর এবং ফয়সালাবাদে, ফেব্রুয়ারিতে আবার কিছু সময় শুটিং মুলতবি রাখা হয়।[৫][৬]

আরশাদ খান চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছিলেন, এবং হুনাইন শামীম ছিলেন সম্পাদক, কাস্ট অ্যান্ড ক্রুতে ১৭জন নবাগত মানুষ এসেছিলেন কারণ প্রযোজকরা নতুন মেধাবীদেরকে সুযোগ দিতে চাচ্ছিলেন।

সঙ্গীত[সম্পাদনা]

ঘাবরানা নেহি হ্যায়
কর্তৃক সঙ্গীত অ্যালবাম
মুক্তির তারিখ৭ মে ২০২২ (2022-05-07)
শব্দধারণের সময়২০১৯-২১
দৈর্ঘ্য১৭:৩১
ভাষাউর্দু
পাঞ্জাবি
সঙ্গীত প্রকাশনীজিও
জেবি
মাস্টারমাইন্ড
বহিঃস্থ অডিও
audio icon ইউটিউবে Jukebox

সকল গানের গীতিকার সুজা হায়দার/অন্যান্য।

নং.শিরোনামগায়ক-গায়িকাদৈর্ঘ্য
১."তেরে ইশক"রহিম শাহ২ঃ৪০
২."সোনেয়ে ভে"সুজা হায়দার, নির্মল রায়৩ঃ২৩
৩."দর্দ"জাভেদ বশির৪ঃ১৪
৪."ঘাবরানা নেহি হ্যায়" (শিরোনাম গান)আলী জাফর৩ঃ০১
৫."ঝাঝরিয়া" (গীতিঃ এস কে খলিশ, সঙ্গীতঃ ওয়াকার আলী)জবর আব্বাস, নেহা চৌধুরী, জোহেব হোসেন৪ঃ১৩
মোট দৈর্ঘ্য:১৭ঃ৩১

মুক্তি[সম্পাদনা]

২০২০ সালের আগস্ট মাসে চলচ্চিত্রটির সঙ্গে সংশ্লিষ্টরা চলচ্চিত্রটিকে মুক্তি দিতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। চলচ্চিত্রটির টিজার ছাড়া হয় ১৭ ডিসেম্বর ২০২১ তারিখে, এবং ট্রেলার ছাড়া হয় ২০২২ সালের মার্চ মাসের ১২ তারিখে। চলচ্চিত্রটি মুক্তি পায় ৩ মে ২০২২ তারিখে।[৭][৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. * Kayenat Kalam (১৬ জানুয়ারি ২০২০)। "Saba Qamar Signs Her Next Feature Film"Box office insights। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. Entertainment Pakistan (২৬ ফেব্রুয়ারি ২০২০)। "Interview With The Director Of Ghabrana Nahi Hai"। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২২ – YouTube-এর মাধ্যমে। 
  3. "My audience is my award: Saba Qamar"The Express Tribune। ১৯ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২২ 
  4. Maliha Rehman (২৪ মার্চ ২০২০)। "Saba Qamar, Zahid Ahmed's film shoot postponed and you can probably guess why"Dawn Images। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২২ 
    • "Ghabrana Nahi Hai targets release in 2021"Behtreen। ৫ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২২ 
    • "'Ghabrana Nahi Hai enters last shooting spell' Saba Qamar"Behtreen। ১১ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২২ 
  5. Mohammad Nasir (২১ ডিসেম্বর ২০২১)। "Geo film 'Ghabrana Nahi Hai' teaser released"The News। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২২ 
  6. "Trailer for Saba Qamar, Zahid Ahmed's 'Ghabrana Nahi Hai' is out and it looks promising"The Express Tribune। ১৩ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]