ব্যবহারকারী আলাপ:Eftekhar Naeem/সংগ্রহশালা ১

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


আপনার তৈরি উদ্ভিদকুল নিবন্ধটি গৃহীত হয়েছে[সম্পাদনা]

সুপ্রিয় ইফতেখার নাইম,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি উদ্ভিদকুল নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - অংকন (আলাপ), বুধবার ১৮:২৫, ০৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

~ ত্রুটিপূর্ণ স্বাক্ষর ~[সম্পাদনা]

@ইফতেখার নাইম: আপনার স্বাক্ষরে ক্রুটি রয়েছে। আপনি নিম্নোক্ত কোডটি ব্যবহার করুন, [[ব্যবহারকারী:ইফতেখার নাইম|<span style=color:#FFC0CB>......ইফতেখার নাইম</span>]]<sup>[[ব্যবহারকারী আলাপ:ইফতেখার নাইম|আলাপ]]</sup> উদাঃ ......ইফতেখার নাইমআলাপ ~ ফলাফল একই। ~ নাহিয়ান আলাপ ০৭:১৯, ১০ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আপনাকে একটি উইকিপিডিয়া টি-শার্ট প্রদানের জন্য মনোনীত করা হয়েছে[সম্পাদনা]

সুপ্রিয় ইফতেখার নাইম,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য ধন্যবাদস্বরূপ উইকিপিডিয়া টি-শার্টের প্রস্তাবনা পাতায় আপনাকে টি-শার্ট প্রদানের জন্য মনোনীত করেছি। ধন্যবাদ।

আপনার উইকিযাত্রা শুভ ও আনন্দময় হোক এই কামনায় -মাসুম-আল-হাসান (আলাপ), রবিবার ৭:০৭, ১২ এপ্রিল ২০২০ (ইউটিসি)


আপনার তৈরি প্রাক-প্রাথমিক শিক্ষা নিবন্ধটি গৃহীত হয়েছে[সম্পাদনা]

সুপ্রিয় ইফতেখার নাইম,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি প্রাক-প্রাথমিক শিক্ষা নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - মাসুম-আল-হাসান (আলাপ), সোমবার ১৩:১৬, ১৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

অউব্রা ব্যবহার প্রসঙ্গে[সম্পাদনা]

সুধী, বাংলা উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য আন্তরিক শুভেচ্ছা। সম্প্রতি লক্ষ্য করলাম, আপনি অটো উইকি ব্রাউজার ব্যবহার করে বেশ কয়েকটি নিবন্ধে সম্পাদনা করেছেন। আমার প্রশ্ন হলো, অউব্রা ব্যবহারের জন্য আপনাকে অনুমোদন দেওয়া হয়েছে কিনা? যদি দেওয়া না হয় অনুগ্রহ করে অউব্রা'র আলাপ পাতায় আলোচনা শুরু করুন। কারণ, অউব্রা নিবন্ধনের আবেদন পাতাটি এখনো তৈরি হয় নি বিধায় আলাপ পাতায় আলোচনা শুরুর অনুরোধ করছি। অথবা, বুরোক্রেট ও প্রশাসক তানভির ভাইয়ের সাথে যোগাযোগ করুন। যদিও উনি পূর্বে এব্যাপারে বলেছিলেন। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৫:৩০, ১৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

লক্ষ্য করুন[সম্পাদনা]

@ইফতেখার নাইম:, আমি কারো সকপাপেট না। CodNav (আলাপ) ১২:১৯, ২৪ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্পের অনুস্মারক[সম্পাদনা]

সুধী,
বছরব্যাপী বাংলাদেশের উপজেলাসমূহের নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় সমৃদ্ধ করার প্রকল্পে কাজ করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ইতিমধ্যে তাড়াশ উপজেলা নিবন্ধটি সমৃদ্ধ করতে চেয়েছেন, যা ১৫ ডিসেম্বর ২০১৯ তারিখে শেষ হবার কথা থাকলেও সেটি সম্পূর্ণ করেননি। আপনাকে তাড়াশ উপজেলা নিবন্ধটি যত দ্রুত সম্ভব সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই প্রকল্পে যোগদান করায় আপনাকে ধন্যবাদ। -- জনি (আলাপ), শনিবার ১১:৩৯, ২৫ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

অভিনন্দন[সম্পাদনা]

উইকি লাভস ওমেন দক্ষিণ এশিয়া ২০২০-এ আপনার অবদানের জন্য আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ, আপনি বাংলা উইকিপিডিয়ায় দ্বিতীয় হয়েছেন। অভিনন্দন! জনি (আলাপ) ১৩:৫২, ৩০ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

পুনঃপর্যালোচনা করার অনুরোধ[সম্পাদনা]

@ইফতেখার নাইম:ভাই আমার তৈরিকৃত এল তাওহীদ মসজিদ নিবন্ধটি পর্যালোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ। হাতে স্বল্প সময় নিয়ে যান্ত্রিক অনুবাদ এর কারনে আমি দুখিঃত। সম্পুর্ন অনুবাদ প্রকাশ করেছি আবার একটু কষ্টকরে পর্যালোচনা করার অনুরোধ করছি। ধন্যবাদান্তে~SHEKH (বার্তা) ০৬:০১, ২ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

প্রসঙ্গ: রমজান এডিটাথন[সম্পাদনা]

@ইফতেখার নাইম: শাহী টুকরা নিবন্ধটি গৃহীত না হলেও সমস্যা নেই, তবে নিবন্ধের বিষয়টি আমি en:Category:Islamic cuisine থেকে নিয়েছিলাম। ~ নাহিয়ান আলাপ ০৭:১৬, ৪ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

মূলত এটাতে আমি ইসলামীক প্রসঙ্গ না পাওয়ায় অগৃহীত করেছি। বিষয়টি নিয়ে অন্যদের মতামত জানতে চাই। নাইম (আলাপ) ০৭:৩৭, ৪ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@ইফতেখার নাইম: মাসুম ভাই এবং সাকি ভাই নিবন্ধটি গ্রহণ করেছেন। এটা ছাড়াও আরো অনেক খাবারের নিবন্ধ এর নাম রয়েছে এডিটাথনে, ইসলামি এডিটাথনে ইসলামি পোশাক-মসজিদ-গ্রন্থাগার সবই থাকতে পারে, তেমনি খাবারও থাকতে পারে। কিন্তু আমি আরো খাবারের নিবন্ধ বানিয়েছি, যেগুলোতে ইসলামি কিছু উল্লেখ না থাকলেও মূলত সেগুলো ইসলামি খাবার হিসাবেই পরিচিত। তাই তোমায় জানিয়ে রাখলাম। ~ নাহিয়ান আলাপ ১৫:০০, ২৩ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

টেমপ্লেট প্রসঙ্গ[সম্পাদনা]

সুধী, রমজান মোবারক। পবিত্র রমজান মাসে আপনি মসজিদ এবং মসজিদের তালিকা নিয়ে বেশ কিছু কাজ করেছেন। বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধকরণে আপনার এই নিরলস প্রচেষ্টাকে আমি মোবারকবাদ জানাই।

আমি এখানে একটি ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই৷ নিবন্ধের শেষে টেমপ্লেট জুড়ে দিলে তা খুবই সুবিধার হবে। ধরুন আপনি রাশিয়ার মসজিদের তালিকা করছেন সেক্ষেত্রে নিবন্ধের একদম শেষ অংশে জুড়ে দেবেনঃ

{{এশিয়া প্রসঙ্গ|মসজিদের তালিকা}}

এখন রাশিয়ার মসজিদের তালিকার জায়গায় যদি নিবন্ধটি শুধু মসজিদের হয় সেক্ষেত্র কোড দিবেন {{এশিয়া প্রসঙ্গ|মসজিদ}}

এভাবে যদি আফ্রিকার কোন দেশের মসজিদের তালিকা করেন তাহলে কোডে এশিয়ার জায়গায় আফ্রিকা লিখবেন।

আপনার উইকিসময় হোক আনন্দময়। ধন্যবাদ। ফেরদৌস১৮:৪৯, ৪ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

জানতে চাই[সম্পাদনা]

আমার করা হিন্দু ধর্মের সম্পাদনা কেনো পূর্বাবস্থায় নেয়া হয়েছে? — Emdadtafsir (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Emdadtafsir: আপনি বাংলা উইকিপিডিয়াতে অবদান রাখাতে পারেন। এই নিয়ে আমি আপনাকে উৎসাহিত করছি। তবে উইকিপিডিয়া কী নয় সেটা একবার পড়ার অনুরোধ করছি। আসলে আপনার করা কার্যক্রম মৌলিক গবেষণা বলা যায় যদিও মৌলিক গবেষণা ঠিক বলা যায় না। তবে ঐ যে আপনি সূত্রের সাথে লিখা মিল রাখেন নাই। আপনার যদি লিখার আগ্রহ থাকে তবে নতুন করে শক্তিশালী সূত্র দিয়ে এবং এই লিখাগুলো অক্ষত রেখে লিখতে পারেন। নাইম (আলাপ) ০৯:৩৫, ৯ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার জন্য একটি পদক![সম্পাদনা]

বাংলা উইকি রমজান পদক
এই রমজানে এক বা একাধিক ইসলাম সম্পর্কিত নিবন্ধ তৈরির জন্য আমার পক্ষ থেকে এই বাংলা উইকি রমজান পদক, ভবিষ্যতে এরকম আরো অনেক নিবন্ধ তৈরি করবেন; এই আশা ব্যক্ত করে---- এফ আর শুভ(বার্তা দিন) ১৮:৪২, ১৭ মে ২০২০ (ইউটিসি)

ঈদ মোবারক[সম্পাদনা]

প্রিয় নাইম, আপনাকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা৷ আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, সে কামনা করছি। ঈদ মোবারক ~ নাহিয়ান আলাপ ১৪:১৫, ২৪ মে ২০২০ (ইউটিসি) [উত্তর দিন]

Wiki Loves Women South Asia 2020[সম্পাদনা]

Hello!

Thank you for your contribution in Wiki Loves Women South Asia 2020. We appreciate your time and efforts in bridging gender gap on Wikipedia. Due to the novel coronavirus (COVID-19) pandemic, we will not be couriering the prizes in the form of mechanize in 2020 but instead offer a gratitude token in the form of online claimable gift coupon. Please fill this form by last at June 10 for claiming your prize for the contest.

Wiki Love and regards!

Wiki Loves Folklore International Team.

--MediaWiki message delivery (আলাপ) ১৪:১০, ৩১ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

Project Tiger 2.0 - Feedback from writing contest participants (editors) and Hardware support recipients[সম্পাদনা]

tiger face
tiger face

Dear Wikimedians,

We hope this message finds you well.

We sincerely thank you for your participation in Project Tiger 2.0 and we want to inform you that almost all the processes such as prize distribution etc related to the contest have been completed now. As we indicated earlier, because of the ongoing pandemic, we were unsure and currently cannot conduct the on-ground community Project Tiger workshop.

We are at the last phase of this Project Tiger 2.0 and as a part of the online community consultation, we request you to spend some time to share your valuable feedback on the Project Tiger 2.0 writing contest.

Please fill this form to share your feedback, suggestions or concerns so that we can improve the program further.

Note: If you want to answer any of the descriptive questions in your native language, please feel free to do so.

Thank you. MediaWiki message delivery (আলাপ) ০৮:০৫, ১১ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

একাধিক ভুল revert প্রসঙ্গে[সম্পাদনা]

@ইফতেখার নাইম: সম্প্রতি আপনি বেশ কিছু ভুল revert করছেন। তবে একজন অভিজ্ঞ ব্যবহারকারী হিসেবে আপনার ভুলগুলো খুবই দৃষ্টিকটু। কারণ আপনি সঠিক বানান কে revert করে ভুল বানানে স্থানান্তর করেছেন। যেমন: ভূল, মানূষ ইত্যাদি। বেশিরভাগ স্থানেই আপনি ভুলভূল করেছেন। সম্ভবত আপনি 'স্বয়ংক্রিয় কিছু' ব্যবহার করেছেন। যাইহোক, এই ভুলগুলো যাতে আর না হয় তাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ~ ♦MS_Sakib♦ (কিছু বলবেন?) ১৬:৫৬, ১৪ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া বিশেষ এডিটাথন ২০২০[সম্পাদনা]

সুপ্রিয় ইফতেখার নাইম,

উইকিপিডিয়া বিশেষ এডিটাথন ২০২০-এ অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার জমা দেয়া একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক দল পুরস্কার প্রদানের উদ্দেশ্যে তথ্য সংগ্রহ করছে। তাই আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। যদি আপনি ইতোমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন তাহলে দয়া করে দ্বিতীয়বার করবেন না। এডিটাথনের আয়োজক ‘উইকিমিডিয়া বাংলাদেশের’-এর পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। — অংকন (আলাপ) ১৫:৫৫, ২৮ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

Wiki Loves Women South Asia Barnstar Award[সম্পাদনা]

Greetings!

Thank you for contributing to the Wiki Loves Women South Asia 2020. We are appreciative of your tireless efforts to create articles about Women in Folklore on Wikipedia. We are deeply inspired by your persistent efforts, dedication to bridge the gender and cultural gap on Wikipedia. Your tireless perseverance and love for the movement has brought us one step closer to our quest for attaining equity for underrepresented knowledge in our Wikimedia Projects. We are lucky to have amazing Wikimedians like you in our movement. Please find your Wiki Loves Women South Asia postcard here. Kindly obtain your postcards before 15th July 2020.

Keep shining!

Wiki Loves Women South Asia Team

MediaWiki message delivery (আলাপ) ১৩:২৭, ৫ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সুধী, উপরের নিবন্ধটি যান্ত্রিক ও ইংরেজি লেখা থাকায় এবং ৪ মাসের বেশি সময় কাজ চলছে থাকায় আপনার আলাপ পাতায় স্থানান্তর করা হয়েছে। দয়া করে নিবন্ধ পুরোটা ঠিক না করে প্রধান নামস্থানে স্থানান্তর করবেন না। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:১৭, ১১ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সুপ্রিয় ইফতেখার নাইম,
শুভেচ্ছা নিবেন, বাংলা উইকিপিডিয়ায় কুস্তি বিষয়ক নিবন্ধের সংখ্যা বৃদ্ধি এবং মান উন্নয়নের লক্ষ্যে উইকিপিডিয়া অনলাইন এডিটাথন কুস্তি-এর আয়োজন করা হয়েছে। এই অনলাইন এডিটাথনটি ১৫ জুলাই ২০২০ থেকে ৩১ জুলাই ২০২০ পর্যন্ত চলবে। এতে আপনার সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।
ধন্যবাদ। ‍‍‍‍ ~ নাহিয়ান আলাপ ০৬:২০, ১৫ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ঈদ মোবারক[সম্পাদনা]

ঈদ মোবারক পরিশ্রমী উইকিপিডিয়ান ভাই। ~ তন্ময় (আলাপ) ১৫:২১, ১ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সংগ্রহশালা তৈরিতে সাহায্যের প্রস্তাব[সম্পাদনা]

প্রিয় ইফতেখার নাইম,

আশা করি ভালই আছেন। আপনি সম্ভবত জেনে থাকবেন যে আলাপ পাতার সংগ্রহশালা ব্যবস্থাপনার জন্য আমার তৈরি স্ক্রিপ্ট কাজের অনুমতি পেয়েছে। তাই যদি আপনি আপনার আলাপ পাতার পুরনো বার্তাগুলো স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহশালায় স্থানান্তরিত করতে চান, তবে আপনার আলাপ পাতার (এই পাতাটিতেই) সবার উপরে {{স্বয়ংক্রিয় সংগ্রহশালা|max-day=7|current-index=1}} যুক্ত করুন। টেমপ্লেটটির অন্যান্য সেটিং সম্পর্কে জানতে টেমপ্লেট:স্বয়ংক্রিয় সংগ্রহশালা/নথি দেখুন। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০৬:৪৯, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ পর্যালোচনা প্রসঙ্গে[সম্পাদনা]

শাহ আহমদ শফী নিবন্ধের সংস্করণটি আপনি পর্যালোচনা করেছিলেন। এটি কি ভুলে করেছিলেন? যদি ভুলে না হয় তাহলে একটু ব্যাখ্যা করুন। আর যদি ভুলে হয় তাহলে সমস্যা নেই কিন্তু আপনাকে আরও সতর্ক হতে অনুরোধ করছি। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২১:২৯, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

~ যুদ্ধমন্ত্রী না , আমি এটা ইচ্ছা করেই করেছিলাম। সেই মূহুর্তে আমি তেমন ঘেটে দেখিনি শাহ আহমদ শফী নিবন্ধটি। আসলে ভুল আমার । আমি মনে করেছিলাম নিরপেক্ষ নীতিমালা হয়ত মানছেনা তাই মুসলিম গ্রহণ করেছিলাম। কিন্তু এখন নিবন্ধটি ঘেটে বুঝলাম ওটা শাখা প্যারামিটার ছিল যা হবে হানাফি । আমি একটু অসতর্ক ছিলাম। আশাকরি পর্বতীতে সতর্ক থাকব। ধন্যবাদ নাহিদ ভাই।নাইম (আলাপ) ০৭:১৫, ৭ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
আমি খুব সম্ভবত বুঝাতে পারিনি। আপনি উক্ত সংস্করণ পর্যালোচনা করাতে তার পূর্বে অনিরপেক্ষ অধিক লেখার একটি সংস্করণ সাথে সাথে পরীক্ষিত হয়ে গিয়েছে। সরঞ্জাম সতর্কতার সাথে ব্যবহারের কথা এজন্য বলছি কারণ যখন এটি পরীক্ষা করবেন তখন ঘেঁটে দেখা প্রয়োজন যে, পূর্বের কোন অ-পরীক্ষিত সংস্করণ আছে কিনা। থাকলে সেগুলো কি ভালো নাকি খারাপ সংস্করণ। যেটা হয় সে অনুসারে সকল সংস্করণ পর্যালোচনা করা। দয়া করে ইতিহাস পর্যালোচনা করুন, তাহলে আপনি নিজে বুঝতে পারবেন আশা করছি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:৪০, ৭ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
'~ যুদ্ধমন্ত্রী আমার ভুলেই এমনটা হয়েছে। এর জন্য আমি লজ্জিত। আমার হয়ত আরো অবদানের ত্রুটি উইকিপিডিয়াতে আছে। আমি আমার ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করব উইকিকে নির্ভুল (নীতিমালা অনুসারে) করার জন্য। আপনার এই পরামর্শ আমি পালন করার চেষ্টা করব। নাইম (আলাপ) ১৩:২০, ৭ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আয়োজক দলে যোগদান[সম্পাদনা]

ভাই, আপনি সম্ভবত আয়োজক দলের মেসেঞ্জার গ্রুপে যুক্ত নেই। এডিটাথন সম্পর্কিত সকল সিদ্ধান্ত সেখানেই নেয়া হয়। আপনি সেখানে যোগ না দিয়ে এককভাবে কোনো সিদ্ধান্ত নিলে পুরো দলের কর্মকাণ্ড বিতর্কিত হতে পারে। গ্রুপে যোগ দিতে আমাকে মেসেজ দিতে পারেন। —ইয়াহিয়াবলুন...১১:০৮, ২৯ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ইয়াহিয়া আমি মেসেঞ্জারে বা ফেসবুকে নেই। নতুন কোন সিদ্ধান্ত আসলে এডিটাথনের আলাপ পাতাতে তার একটু উল্লেখ করবেন। ধন্যবাদ --নাইম (আলাপ) ১৪:০৮, ২৯ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@ইফতেখার নাইম: আপনাকে ইমেইল করা হয়েছে। দেখুন। —ইয়াহিয়াবলুন...১৪:২৯, ২৯ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

বিন্ধ্যপ্রদেশ-নিবন্ধটি পর্যালোচনার বিষয়ে[সম্পাদনা]

@ইফতেখার নাইম:, আপনি আমার প্রণীত বিন্ধ্যপ্রদেশ-নিবন্ধটি পর্যালোচনা করে তা তালিকায় না থাকায় তা গ্রহণ করেননি। নিবন্ধটি উপমহাদেশের ইতিহাস সম্পর্কিত এবং এতে ৪০০+ শব্দ রয়েছে। অর্থাৎ আনুষাঙ্গিক সব শর্ত পূরণ করে। এই এডিটাথনে তালিকার বাইরে নিবন্ধ তৈরি করতে হলে আলাপ পাতায় প্রস্তাবের নিয়মটি আয়োজক দলের সদস্যদের জন্য নয়। কারণ, তারাই তালিকা তৈরি করে থাকেন। আমি আয়োজক দলের সদস্য হওয়ায় আমি সকল শর্ত পূরণ করে এরকম নিবন্ধ তৈরি করে পরে তালিকায় যুক্ত করতে পারব (এই বিষয়ে এডিটাথনের মেসেঞ্জার গ্রুপে কথা হয়েছে)। তাই নিবন্ধটি গ্রহণ করতে কোন বাধা থাকছে না। ধন্যবাদ। ≈ MS Sakib  «আলাপ» ১৪:২৭, ৩১ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

MS_Sakib বুঝতে পেরেছি । -নাইম (আলাপ) ১৪:৩০, ৩১ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ যোগের ক্ষেত্রে সতর্কতা কাম্য[সম্পাদনা]

সুপ্রিয় ইফতেখার নাইম, "লক্ষ্য এবার লক্ষ" নিবন্ধ প্রতিযোগিতায় আপনার অবদান অন্য সবাইকে ছাড়িয়ে যাচ্ছে। এজন্য আপনাকে প্রাণঢালা শুভেচ্ছা। সেই সাথে আপনার কিছু ভুলও ব্যাপকভাবে চোখে লাগছে। যেমন আপনি "Geothermal" এর বাংলা করেছেন "ভূতাত্ত্বিক", "Microbiology" এর বাংলা করেছেন "জীবাণুবিজ্ঞান", "Convection" এর বাংলা করেছেন "সংশ্লেষ", "অশ্মমণ্ডল"কে আপনি অন্তর্ভুক্ত করেছিলেন "অশ্মমঙ্গল" নামে, যদিও অশ্মমণ্ডল অনেক আগেই তৈরি হয়ে আছে। এরকম বড়সড় ভুল মোটেই কাম্য নয়। আপনি কোনো এক রেফারেন্স বই থেকে বাংলা নাম দেখে নিতে পারেন। অথবা ইংরেজি থেকে বাংলা অভিধান (গুগল অনুবাদও "অভিধান" হিসেবে ভালো, এতে ইংররজি ও বাংলা উচ্চারণও শোনা যায়) দেখে নিতে পারেন। যেকোনো প্রয়োজনে আমাকে বা অন্য আয়োজকদের অবহিত করতে ভুলবেন না। আমরা সব সময়ই আপনার পাশে আছি। ধন্যবাদান্তে -- আদিভাই (আলাপ) ০৪:৪০, ৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আদিভাই আপনাকে ধন্যবাদ। --নাইম (আলাপ) ০৪:৪৪, ৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সাহায্য করুন[সম্পাদনা]

টিক-চিহ্ন
এই সাহায্যের আবেদনটির উত্তর প্রদান করা হয়েছে। আপনার যদি আরও সাহায্যের প্রয়োজন হয়, তবে আপনি আপনার আলাপ পাতায় আরেকটি প্রশ্ন করতে পারেন, অথবা আপনি সাহায্যকারী ব্যবহারকারীর আলাপ পাতায় সরাসরি প্রশ্ন করতে পারেন।

Hindi Belt এর সঠিক বাংলা অনুবাদ কি হবে? --নাইম (আলাপ) ০৫:৪৯, ৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@ইফতেখার নাইম: এর আক্ষরিক অনুবাদ হিন্দি বলয় হলেও, এটি গো-বলয় নামেই অধিক পরিচিত।≈ MS Sakib  «আলাপ» ০৬:২১, ৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@ইফতেখার নাইম: আমার মনে হয় নিবন্ধটির নাম হিন্দি বলয় রাখা উচিৎ। কারণ "গো-বলয়" নামটি সংবাদপত্রে প্রচলিত হলেও নিবন্ধের নাম তুলনামূলক "ফর্মাল" হওয়া উচিৎ।≈ MS Sakib  «আলাপ» ০৬:৩৫, ৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@MS Sakib: ধন্যবাদ। --নাইম (আলাপ) ০৬:৩৭, ৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

অনুগ্রহপূর্বক আপনার ইমেইল চেক করুন[সম্পাদনা]

হ্যালো Eftekhar Naeem/সংগ্রহশালা ১: অনুগ্রহপূর্বক আপনার ইমেইল চেক করুন! বিষয়: "The Community Insights survey is coming!"আপনার যদি প্রশ্ন থাকে, ইমেল surveys@wikimedia.org

(Please check your email! Subject: "The Community Insights survey is coming!" If you have questions, email surveys@wikimedia.org.)

Samuel (WMF) (আলাপ) ০০:১৬, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় ইফতেখার নাইম, ভালো আছেন আশা করি। যদিও নিবন্ধটির আলাপ পাতায় পর্যালোচক সম্পর্কে কোন তথ্য নেই, তবে মনে হচ্ছে ভালো নিবন্ধের জন্য এটার পর্যালোচনা আপনিই করেছিলেন। আমি একনজরে যেটা দেখলাম তাতে মনে হলো নিবন্ধটিতে একাধিক ত্রুটি রয়েছে। তাছাড়া ইংরেজি উইকি থেকে অনুবাদ করে তৈরী হলেও সম্পূর্ণ অনুবাদ করা হয়নি। আপনার কেন মনে হয় এটা ভালো নিবন্ধ হওয়ার যোগ্য। দয়া করে জানাবেন? অগ্রীম ধন্যবাদ।জিলার্ড🍁 ০৯:৩৭, ৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ভালো নিবন্ধ পর্যালোচনা প্রসঙ্গে[সম্পাদনা]

সুধী, সম্প্রতি, আপনি কুরআন নন নিবন্ধটি ভালো নিবন্ধ হিসেবে পর্যালোচনা করেছেন এবং নিবন্ধ প্রণেতা/ভালো নিবন্ধ মনোনয়নকারীকে নিবন্ধে কি কি ত্রুটি রয়েছে তা ঠিক করতে না বলেই নিবন্ধটি অনুত্তীর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। নিবন্ধটি কেন অনুত্তীর্ণ সেই বিষয়ে মনোনয়নকারীকে অবহিত করুন। এবং, আপনার আলাপ পাতায় কেউ বার্তা দিলে সেটির উত্তর দেওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১২:২১, ১০ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ পদক ২০২০
সুপ্রিয় ইফতেখার নাইম!

মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ ২০২০ এডিটাথনে আপনার অসাধারণ অবদানের জন্য ধন্যবাদ।
এর স্বীকৃতিতে আপনাকে এই উইকিপদক প্রদান করা হল। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে।
~মহীন (আলাপ), রবিবার ১৩:০৭, ১১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

ডায়ালজেব্রা নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। এখানে নিবন্ধ পাতায় থাকা আরও দেখুন, তথ্যসূত্র, বহিঃসংযোগ, বিষয়শ্রেণী, টেমপ্লেট ইত্যাদি মূল নিবন্ধের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং তথ্যসূত্র হিসাবে নির্ভরযোগ্য উৎস ব্যবহার করতে হবে যেন অন্যরা সেটি যাচাই করতে পারে।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। — আদিভাইআলাপ০৩:৩৩, ১৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

দুঃখিত। মূল ইংরেজি নিবন্ধই ছোট। ট্যাগ অপসারণ করা হয়েছে। :) — আদিভাইআলাপ০৩:৩৫, ১৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সুশান্ত সিং রাজপুত[সম্পাদনা]

প্রথমে নিউজ লিঙ্কটি দেখুন। https://www.indiatoday.in/movies/celebrities/story/sushant-singh-rajput-commits-suicide-at-mumbai-home-1688886-2020-06-14 --Walrus Ji (আলাপ) ১৩:৩৬, ১৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

https://bn.wikipedia.org/wiki/আলাপ:সুশান্ত_সিং_রাজপুত --Walrus Ji (আলাপ) ১৩:৪১, ১৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Walrus Ji: লিঙ্কে ঢুকতে পারিনি । আমি আপনার ঐ সম্পাদনা পরীক্ষা করতে গিয়েছিলাম উক্ত লিঙ্কে এবং ফলসরূপ পারিনি বলেই ভেবেছিলাম কিছু ভুল করেছেন। ভেবেছিলাম , হয়ত আন্দাজে সম্পাদনা করা হয়েছে। জানানোর জন্য ধন্যবাদ । --নাইম (আলাপ) ১৪:৩৬, ১৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

কেউ ভুল তথ্য যুক্ত করেছে। আমি ভুলটি দেখেছি এবং সংশোধন করেছি। নিউজ বলছে এটি আত্মহত্যা ছিল। সুতরাং আমি ভুল সম্পাদনা সংশোধন করেছি। আপনি পৃষ্ঠাটি ভুল সম্পাদনা থেকে রক্ষা করতে বলতে পারেন? ধন্যবাদ. --Walrus Ji (আলাপ) ১৮:৪২, ১৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ইয়ারোস্লাভ হেইরোভ্‌স্কি নিবন্ধটি পুনঃপর্যালোচনা প্রসঙ্গে[সম্পাদনা]

@ইফতেখার নাইম: ইয়ারোস্লাভ হেইরোভ্‌স্কি পাতাটিতে আংশিক ত্রুটি থাকায় পাতাটি পুনরায় সম্পাদনার মাধ্যমে যথাসম্ভব বোধগম্য ও সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছি। পাতাটি পুনঃপর্যালোচনার জন্য অনুরোধ রইলো।--Shashanka Chandra Das (আলাপ) ০৫:৪১, ১৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার জন্য একটি পদক![সম্পাদনা]

সম্পাদকের পদক
Thanks Shashanka Chandra Das (আলাপ) ০৫:৪৩, ১৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ইয়ারোস্লাভ হেইরোভ্‌স্কি নিবন্ধটি পুনঃপর্যালোচনা প্রসঙ্গে[সম্পাদনা]

ইয়ারোস্লাভ হেইরোভ্‌স্কি এটি কি কারনে আমার নিবন্ধনটি যুক্ত করা গেল না | আমি জানতে পারলাম না যদি জানান তাহলে চেষ্টা করতাম নিবন্ধটির সংশোধনের |--Shashanka Chandra Das (আলাপ) ১৭:০১, ১৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ভাই নিবন্ধ গ্রহণ না করলে তার কারণ উল্লেখ করতে ভুলবেন না, না হলে ব্যবহারকারীর পক্ষে জানা অসম্ভব নিবন্ধের কি ঠিক করতে হবে। আফতাবুজ্জামান (আলাপ) ১৩:১৭, ২১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সাধারণ[সম্পাদনা]

আপনার ইমেইলে লিংক পাঠিয়েছি। জাহিন আব্দুল্লাহ (আলাপ) ০৫:১৪, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]

সুপ্রিয় Eftekhar Naeem,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনার সময় নির্বাচন[সম্পাদনা]

আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনা করতে দুটি সময় নির্বাচন করেছি, আপনারা আপনাদের পছন্দ মত মতামত ২৩ নভেম্বর-এর মধ্যে দিতে পারেন। সবার মতামত অনুসারে ২৪ নভেম্বর আলোচনার জন্য একটি সময় নির্বাচন করে জানিয়ে দেয়া হবে।

আপনার বাংলা উইকিপিডিয়ার আলোচনাসভায় অথবা ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত দিতে পারেন।

২৬ নভেম্বর সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়)
২৭ নভেম্বর সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়)

বিঃদ্রঃ আমাদের আজকের (১৯ নভেম্বর) আলোচনায় ৪ জন ২৭ নভেম্বর এবং ১ জন ২৬ নভেম্বর সমর্থন দিয়েছেন।

আমাদের আজকের (১৯ নভেম্বর) আলোচনায় বিনিময় করা লিংক গুলো দেখতে এখানে চাপুন

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৭:৫০, ১৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনা (তৃতীয় দফা)[সম্পাদনা]

সবার মতামত অনুসারেে আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনা করতে আগামীকাল, ২৭ নভেম্বর রাত ৭:৩০ টায় (বাংলাদেশ সময়) নির্বাচন করা হয়েছে। আলোচনা গুগল মিটে অনুষ্ঠিত হবে। আপনাকে আমি এই আলোচনাতে অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি। নিয়মিত ব্যবহারকারীদের সাথে সাথে নতুন ব্যবহারকারী যে কাউকে স্বাগতম।

আপনাকে এখানে সাক্ষর করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আলোচনার লিংক https://meet.google.com/dxo-ezyk-cbn

আপনাকে স্বাগতম।

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৯:৩১, ২৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনা (তৃতীয় দফা)[সম্পাদনা]

সবার মতামত অনুসারেে আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনা করতে আগামীকাল, ২৭ নভেম্বর রাত ৭:৩০ টায় (বাংলাদেশ সময়) নির্বাচন করা হয়েছে। আলোচনা গুগল মিটে অনুষ্ঠিত হবে। আপনাকে আমি এই আলোচনাতে অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি। নিয়মিত ব্যবহারকারীদের সাথে সাথে নতুন ব্যবহারকারী যে কাউকে স্বাগতম।

আপনাকে এখানে সাক্ষর করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আলোচনার লিংক https://meet.google.com/dxo-ezyk-cbn

আপনাকে স্বাগতম।

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ২০:৪৬, ২৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনার সারসংক্ষেপ[সম্পাদনা]

আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আমি জনি এবং রাজীব আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার এবং আলোচনায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। আমরা উইকিমিডিয়া ২০৩০ আন্দোলনের কৌশলের সুপারিশ এবং এর উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া ও বাস্তবায়ন করার উদ্দেশ্যে তিন দফায় আলোচনা করেছি। আমাদের এই আলোচনায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ ছাড়াও নেপাল থেকে উইকিমিডিয়ান অংশগ্রহণ করেছেন। সকল অংশগ্রহণকারীর প্রতি রইলো বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আমাদের তিন দফায় আলোচনার উপর ভিক্তি করে উইকিমিডিয়া ফাউন্ডেশনে তিনটি সুপারিশ এবং দশটি উদ্যোগের প্রতিবেদন দেয়া হবে। এই জন্য আপনাদের সবাইকে এই ফর্মটি পূরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ফর্মটি ২৮ নভেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত পূরণের জন্য খোলা থাকবে। এর পরে সময়সীমা শেষ হওয়ার কারণে এই ফর্মটি বন্ধ হয়ে যাবে।

৫ এবং ৬ ডিসেম্বরের বৈশ্বিক কথোপকথনে অংশগ্রহণের জন্য এই নিবন্ধন ফর্মটি চালু করা হয়েছে, নিবন্ধন ফর্মটি ৪ ডিসেম্বর পর্যন্ত পূরণের জন্য খোলা থাকবে, সবাইকে নিবন্ধন ফর্মটি পূরণের জন্য অনুরোধ করা হচ্ছে।

আমাদের আজকের (২৭ নভেম্বর) আলোচনায় বিনিময় করা লিংক গুলো দেখতে এখানে চাপুন

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৮:১৩, ২৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]