ব্যবহারকারী আলাপ:Shashanka Chandra Das

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ০৯:১৫, ১৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

যান্ত্রিক অনুবাদ[সম্পাদনা]

আপনি গুগল ট্রান্সলেটের সাহায্যে অনুবাদ করা বন্ধ করে দিন। একটি প্রবন্ধ আমি নিজে ব্যাপক অনুবাদ করে গ্রহণ করেছি , কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে আপনি নিজেই সংশোধন করুন। আর প্রবন্ধ গ্রহণ বিষয়ে ইফতেখার নাইমের সাথে আলোচনা করুন, কারণ তিনি আপনার নিবন্ধটি গ্রহণ করেননি। চির শুভার্থী, Ppt2003 (আলাপ) ০৫:৫৮, ১৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]







চির শুভার্থী, Ppt2003 (আলাপ) ০৫:৫৮, ১৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

শুভকামনা[সম্পাদনা]

প্রিয় শশাঙ্ক,বাংলা উইকিপিডিয়ায় আপনি নিয়মিত অবদান রাখছেন, নিবন্ধ তৈরি করছেন । কিছু ভুলভ্রান্তি থাকছে। সঠিক বানান সম্পর্কে সচেতন হোন। আর একসাথে এতগুলো নিবন্ধ তৈরি করবেন না। একটি সম্পূর্ণভাবে শেষ হবার পর তবে অন্যটি শুরু করবেন। চটজলদি করার কিছু নেই। আপনি উইকিপিডিয়ায় নতুন। নিবন্ধ তৈরি করতে গিয়ে আপনার অনেক অসুবিধা হতেই পারে। তাই কোনোরকম অসুবিধা থাকলে [আল‌ রিয়াজ উদ্দীন ভাইয়ের আলাপ পাতায়] গিয়ে জানাতে পারেন। আপনার জন্য শুভকামনা রইল । আশা করি উইকিপিডিয়ার মানোন্নয়নে আপনি অতুলনীয় ভূমিকা রাখবেন ।

--তমাল কৃষ্ণ মন্ডল (শোনার জন্য ব্যাকুল) ০৭:৫৪, ২১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

লক্ষ্য এবার লক্ষ এডিটাথন - ইয়ারোস্লাভ হেইরোভ্‌স্কি[সম্পাদনা]

সুপ্রিয়, উইকিপিডিয়া:লক্ষ্য এবার লক্ষ এডিটাথন উপলক্ষে আপনার জমা দেওয়া ইয়ারোস্লাভ হেইরোভ্‌স্কি নিবন্ধটি রুক্ষ/যান্ত্রিক অনুবাদ হওয়ায় গ্রহণ করা হয়নি। অনুগ্রহ করে সাবলীল ও পূর্ণাঙ্গভাবে বাংলায় ভাষান্তর করুন। কাজ শেষ করে অবশ্যই আলাপ পাতায় জানাতে ভুলবেন না। আপনার জন্য শুভকামনা রইলো। হীরক রাজা ❯❯❯ আলাপ ০৮:৩৬, ২১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

অনুবাদ প্রসঙ্গে[সম্পাদনা]

সুধী, আপনার তৈরিকৃত বেশিরভাগ নিবন্ধে যান্ত্রিক ও রুক্ষ অনুবাদ থেকে যাচ্ছে। অনুগ্রহ করে তা সংশোধন করবেন। এছাড়াও একটি নিবন্ধ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত অন্য একটি নিবন্ধ শুরু করবেন না। আপনার যদি, বিজ্ঞান বিষয়ক নিবন্ধসমূহ তৈরিতে অসুবিধা হয় তাহলে আপনি অন্য কোনো বিষয় নিয়ে নিবন্ধ লিখতে পারেন, তবে তা এডিটাথনে জমা দেওয়া যাবে না। কোনো সমস্যায় আমাকে জানাতে পারেন। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৫:৪২, ২২ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সতর্কবার্তা[সম্পাদনা]

আপনি সম্প্রতি একটি টেমপ্লেটের সমস্ত বিষয়বস্তু মুছে ফেলেছেন, যা শতাধিক নিবন্ধে প্রভাব ফেলেছে। টেমপ্লেট সম্পাদনার পূর্বে নিশ্চিত হয়ে নেবেন, অন্যথা সম্পাদনা না করে সম্পাদনার অনুরোধ করবেন। ধন্যবাদ। — আদিভাইআলাপ১১:১৩, ২২ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার জন্য একটি পদক![সম্পাদনা]

আসল উইকিপদক
ভালো হয়েছে Shashankamath (আলাপ) ০৫:৪২, ২৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার জন্য একটি পদক![সম্পাদনা]

নিরলস অবদানের পদক
অল্প সময়ে অনেক নিবন্ধ তৈরি করে ফেলেছেন। আপনার নিরলস অবদান প্রশংসার দাবি রাখে। আশা করি, উইকিপিডিয়ায় আপনার পদযাত্রা দীর্ঘ হবে। Shashankamath (আলাপ) ০৫:৪৬, ২৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

যান্ত্রিক অনুবাদ[সম্পাদনা]

বাইকার্বনেট নিবন্ধের সমগ্র অংশে এখনো রুক্ষ গুগল অনুবাদ রয়ে গেছে। চির শুভার্থী, Ppt2003 (আলাপ) ০৮:৫৩, ২৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ভালো নিবন্ধের পর্যালোচনা[সম্পাদনা]

সুধী, নিজের মনোনয়ন দেওয়া নিবন্ধ নিজেই পর্যালোচনা করবেন না। এছাড়াও, ভালো নিবন্ধের মানদণ্ডে উত্তীর্ণ নয় এমন নিবন্ধও মনোনয়ন দিবেন না। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৬:২৫, ২৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সতর্কতা[সম্পাদনা]

আর্তুরি ইলমানেন প্রবন্ধে এখনো যান্ত্রিক অনুবাদ আছে। আপনাকে গুগলের মাধ্যমে প্রাপ্ত রুক্ষ, যান্ত্রিক অনুবাদ করতে একাধিক ব্যবহারকারী নিষেধ করেছেন। এতৎসত্ত্বেও আপনি এভাবে অনুবাদ করে যাচ্ছেন এবং নামমাত্র সংশোধন করে আলাপ পাতায় বার্তা রাখছেন। আপনি পুরো নিবন্ধ একবার পড়ে তারপর ত্রুটিবিচ্যুতি সংশোধন করে জমা দেবেন। আপনার দুইটি নিবন্ধ আয়োজক দল থেকে সংশোধন করা হয়েছিল। তবে এরকম ব্যাপক সংশোধন আমার পক্ষে আর করা সম্ভব হবে না, কেননা আমি খোদ একজন প্রতিযোগী। তজ্জন্য আমি নিতান্তই দুঃখিত। Ppt2003 (আলাপ) ০৬:২৬, ২৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ধ্বংসপ্রবণতা[সম্পাদনা]

আপনি পরীক্ষা পাতার প্রায় সব বিষয়বস্তু মুছে দিয়েছেন, যা নিঃসন্দেহে ধ্বংসপ্রবণতা! আপনাকে এ কাজ থেকে বিরত থাকতে সতর্ক করা হলো। পরীক্ষামূলকভাবে কোনো নিবন্ধ পুনর্গঠন করতে চাইলে আপনার খেলাঘর ব্যবহার করুন। — আদিভাইআলাপ০৬:৪৫, ২৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আপনি একই নিবন্ধ অনুবাদ করে পরীক্ষণ পাতা তৈরি করেছেন! সেটা পরীক্ষা পাতায় পুনর্নির্দেশ করা হলো। আপনাকে খেলাঘর ব্যবহারের জন্য পুনরায় পরামর্শ দিচ্ছি। — আদিভাইআলাপ০৯:১৬, ২৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সমস্যা দূরীভূত হয়নি[সম্পাদনা]

আর্তুরি ইলমানেন ভির্তানেন প্রবন্ধে এখনো প্রচুর গুগল ও যান্ত্রিক অনুবাদ রয়ে গেছে। আপনি শুধু গাঠনিক কিছু বিষয় ঠিক করেছেন। আমার তৈরি করা মুমতাজ আলী কাজী নিবন্ধেও আপনি গুগল অনুবাদ কপি পেস্ট করে বড় নিবন্ধ তৈরি করেছেন। এসব অগঠনমূলক সম্পাদনা থেকে বিরত থাকবেন। চির শুভার্থী, Ppt2003 (আলাপ) ১১:২০, ৩০ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]

সুপ্রিয় Shashanka Chandra Das,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৪০, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

স্বভোজী নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

বিভিন্ন কারণ দর্শিয়ে স্বভোজী পাতায় উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের অনুরোধ করে একটি ট্যাগ যুক্ত করা হয়েছে। কারণগুলো দেখতে অনুগ্রহপূর্বক পাতাটিতে যান। যদি পাতাটি ইতোমধ্যেই অপসারিত হয়ে থাকে, তাহলে কারণ জিজ্ঞাসা করে আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন সাফী মাহফূজ (বলুন) ১১:১০, ১ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ জমাদান[সম্পাদনা]

সুধী, অনুগ্রহ করে এক এডিটাথনের নিবন্ধ অন্য এডিটাথনে জমা দিবেন না, যেমনটা আপনি উইকিউরাল ও উইকিপিডিয়া এশীয় মাস এডিটাথনে করেছেন। লক্ষ্য এবার লক্ষ এডিটাথনের অক্সিনভিটামিন এ নিবন্ধদ্বয় উক্ত এডিটাথনের ফাউন্টেনে জমা দিয়েছেন। অনুগ্রহ করে এই ধরনের কাজ না করার জন্য অনুরোধ রইলো। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৮:৫৯, ২ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ পদক ২০২০
সুপ্রিয় Shashanka Chandra Das!

উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ ২০২০ এডিটাথনে আপনার অসাধারণ অবদানের জন্য ধন্যবাদ।
এর স্বীকৃতিতে আপনাকে এই উইকিপদক প্রদান করা হল। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে।
~মহীন (আলাপ), বৃহস্পতিবার ১৫:০১, ০৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

We Are X নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

A tag has been placed on We Are X requesting that it be speedily deleted from Wikipedia. This has been done under section A5 of the criteria for speedy deletion, because the article consists of a dictionary definition or other article that has been transwikied to another project and the author information recorded.

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। — আদিভাইআলাপ১০:১৯, ৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

Hurricane Barry (2019) নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

বিভিন্ন কারণ দর্শিয়ে Hurricane Barry (2019) পাতায় উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের অনুরোধ করে একটি ট্যাগ যুক্ত করা হয়েছে। কারণগুলো দেখতে অনুগ্রহপূর্বক পাতাটিতে যান। যদি পাতাটি ইতোমধ্যেই অপসারিত হয়ে থাকে, তাহলে কারণ জিজ্ঞাসা করে আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। — আদিভাইআলাপ১০:২১, ৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

হারিকেন ব্যারি (২০১৯) নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। এখানে নিবন্ধ পাতায় থাকা আরও দেখুন, তথ্যসূত্র, বহিঃসংযোগ, বিষয়শ্রেণী, টেমপ্লেট ইত্যাদি মূল নিবন্ধের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং তথ্যসূত্র হিসাবে নির্ভরযোগ্য উৎস ব্যবহার করতে হবে যেন অন্যরা সেটি যাচাই করতে পারে।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। — আদিভাইআলাপ১০:২০, ৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ফুটবল খেলার নিয়মাবলী[সম্পাদনা]

সুধী, সম্প্রতি আপনি ফুটবল খেলার নিয়মাবলী নিবন্ধটি লক্ষ্য এবার লক্ষ এডিটাথন উপলক্ষ্যে তৈরি করছেন। যেটির ইংরেজি নিবন্ধ en:Laws of the Game (association football) এর সাথে বাংলা নিবন্ধের তথ্যের কোনো মিল নেই। সম্ভবত এটি আপনি নিজের মতো করে লিখে তৈরি করেছেন, যেখানে লেখার ধরনও অবিশ্বকোষীয়। অনুগ্রহ করে ইংরেজি নিবন্ধ থেকে অনুবাদ করে নিবন্ধটি ঠিক করার জন্য অনুরোধ রইলো। অন্যথায়, অপসারণ করা হতে পারে। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৭:১৭, ৩ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

উল্লেখ্য, নিবন্ধটি এডিটাথনে গ্রহণ করা হয়নি। উপরোক্ত ত্রুটিগুলো সংশোধন করে আমাকে জানান। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৭:৩৫, ৩ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Al Riaz Uddin Ripon: আমি দ্রুত অপসারণের ট্যাগ লাগিয়ে দেখতে পেলাম, আপনি আলোচনা শুরু করেছেন। যাই হোক, সমস্যা সমাধান হলে ট্যাগ অপসারণ যেতে পারে। সমাধা না হলে এই নিবন্ধ বিশ্বকোষ উইকিপিডিয়ায় রাখা যাবে না, এই হলো আমার অভিমত। — আদিভাইআলাপ০৮:৩০, ৩ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ফুটবল খেলার নিয়মাবলী নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের অনুরোধ করা হয়েছে। এর কারণ হিসাবে বলা হয়েছে

মৌলিক গবেষণা, অবিশ্বকোষীয় উপাদান ও বর্ণনা

যেহেতু নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা অনুসরণ করেনি, তাই নিবন্ধটি যে কোন মুহুর্তে অপসারণ করা হতে পারে। দয়া করে উইকিপিডিয়ায় সাধারণভাবে গ্রহনযোগ্য নিবন্ধের নীতিমালা দেখুন। আপনি আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের আপত্তি জানাতে পারেন ও ব্যাখ্যা করতে পারেন কেন আপনি বিশ্বাস করেন এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনি {{আপত্তি}} এই ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে পারেন এবং নিবন্ধের আলাপ পাতায় আপনি আপনার যুক্তি রাখতে পারেন। তবে দয়া করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহকরে কোন প্রশ্ন থাকলে আপনি আমার আলাপ পাতায় রাখতে পারেন। — আদিভাইআলাপ০৮:২৯, ৩ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

শশাঙ্ক দাস দ্রুত অপসারণ[সম্পাদনা]

শশাঙ্ক দাস নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের অনুরোধ করা হয়েছে। এর কারণ হিসাবে বলা হয়েছে

আত্মজীবনী লেখার প্রচেষ্টা?

যেহেতু নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা অনুসরণ করেনি, তাই নিবন্ধটি যে কোন মুহুর্তে অপসারণ করা হতে পারে। দয়া করে উইকিপিডিয়ায় সাধারণভাবে গ্রহনযোগ্য নিবন্ধের নীতিমালা দেখুন। আপনি আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের আপত্তি জানাতে পারেন ও ব্যাখ্যা করতে পারেন কেন আপনি বিশ্বাস করেন এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনি {{আপত্তি}} এই ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে পারেন এবং নিবন্ধের আলাপ পাতায় আপনি আপনার যুক্তি রাখতে পারেন। তবে দয়া করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহকরে কোন প্রশ্ন থাকলে আপনি আমার আলাপ পাতায় রাখতে পারেন। — আদিভাইআলাপ০৯:৫২, ৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ অনুবাদ প্রসঙ্গে[সম্পাদনা]

সম্প্রতি, ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদকৃত আপনার বেশ কয়েকটি নিবন্ধে ইংরেজি আর বাংলায় উইকিপিডিয়ার সাথে অমিল লক্ষ্য করা যাচ্ছে। সম্ভবত, এসব তথ্য আপনি নিজের মতো করে যোগ করে দিচ্ছেন, যেমনটা আপনি ফুটবল খেলার নিয়মাবলী (অপসারণ হয়েছিল) ও নেপালের ভূগোল নিবন্ধে করেছেন। অনুগ্রহ করে তা করা থেকে বিরত থাকুন। ভুল তথ্য যোগ করলে উইকিপিডিয়ার পাঠকরা বিভ্রান্তিতে পড়বে। তাই বিষয়টি বিবেচনায় রাখার অনুরোধ রইলো। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৭:২৫, ১৯ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

পর্যবেক্ষণ নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য পর্যবেক্ষণ নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে করা হয়েছে, কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। এখানে নিবন্ধ পাতায় থাকা আরও দেখুন, তথ্যসূত্র, বহিঃসংযোগ, বিষয়শ্রেণী, টেমপ্লেট ইত্যাদি মূল নিবন্ধের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং তথ্যসূত্র হিসাবে নির্ভরযোগ্য উৎস ব্যবহার করতে হবে যেন অন্যরা সেটি যাচাই করতে পারে।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুনSuvray (আলাপ) ১৫:১১, ৩০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

সুপ্রিয় অবদানকারী,
লক্ষ্য এবার লক্ষ এডিটাথন ২০২০-এ অংশগ্রহণের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার জমা দেয়া এক বা একাধিক নিবন্ধ এডিটাথনে গৃহীত হয়েছে। আয়োজক দল পুরস্কার প্রদানের উদ্দেশ্যে তথ্য সংগ্রহ করছে। তাই আমরা আপনাকে এই ফরমটি পূরণ করতে অনুরোধ করছি। এডিটাথনের আয়োজক দলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ও আপনার প্রতি শুভকামনা রইল! — অংকন (আলাপ) ১৯:১৪, ৩০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

লক্ষ্য এবার লক্ষ এডিটাথন পদক[সম্পাদনা]

লক্ষপূরণ পদক
প্রিয় Shashanka Chandra Das,
বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জনের প্রাক্কালে আয়োজিত, ‘লক্ষ্য এবার লক্ষ’ শীর্ষক বিশেষ ধারাবাহিক এডিটাথনে অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এডিটাথনে আপনার জমাদানকৃত এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছিল। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত এ এডিটাথনে নিবন্ধ রচনার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জন ত্বরান্বিত করতে ভূমিকা রাখায়, শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন। এডিটাথনের আয়োজক দলের পক্ষে ― অংকন (আলাপ) ১:৫৭, ১৬ জুন ২০২১ (ইউটিসি)

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ[সম্পাদনা]

সুপ্রিয় Shashanka Chandra Das,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

উপাত্ত ভাগাভাগি নিবন্ধটি সম্পর্কে[সম্পাদনা]

@Shashanka Chandra Das আপনার তৈরি করা উপাত্ত ভাগাভাগি নিবন্ধটিতে কিছু সমস্যা পরিলক্ষিত হয়েছে। আপনার নিবন্ধটি একটি খসড়া অনুবাদ যাকে পরিষ্কার করা প্রয়োজন। উক্ত নিবন্ধে সম্পাদনা করার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করুন। এছাড়া যেকোনো প্রয়োজনে আপনার মেন্টরকে জানান অথবা আমার আলাপ পাতায় বার্তা দিন। ধন্যবাদ। Deloar Akram (আলাপঅবদানলগ) ১৮:০০, ২৭ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

"উইকিপিডিয়া এশীয় মাস ২০২২" এডিটাথনে অংশ নিন![সম্পাদনা]

বিগত বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে উইকিপিডিয়ার বার্ষিক প্রতিযোগিতা উইকিপিডিয়া এশীয় মাসের ২০২২ আসর। মাসব্যাপী অনলাইন এডিটাথনে অংশ নিয়ে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন এবং অর্জন করুন উইকিপদক ও ডিজিটাল শংসাপত্র। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত জানতে এই পৃষ্ঠা দেখুন। Aishik Rehman (আলাপ) - ১২:০০, ৩ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য বহিঃআঙ্গিনার ক্রিকেট নামক পাতাটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণের জন্য বিচারধারার স১ অনুচ্ছেদ অনুযায়ী করা হয়েছে, কারণ এই পাতাটিতে পূর্বেও কখনো গঠনমূলক কোনো তথ্য সংযোজিত হয়নি, অথবা নিবন্ধের অধিকাংশ স্থানে স্পষ্টত অর্থহীন শব্দ ব্যবহার করা হয়েছে। আপনি যদি পরীক্ষা করার জন্য এই নিবন্ধটি তৈরী করে থাকেন, তবে অনুগ্রহ করে খেলাঘর পাতায় আপনার এই ধরনের পরীক্ষাগুলো সম্পন্ন করুন। এই বিষয়ে কোনো তথ্য জানার থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। — হাসিব (আলাপ) ১৬:২৩, ২৯ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

ইয়ারোস্লাভ হেইরোভ্‌স্কি নিবন্ধ সম্পর্কে[সম্পাদনা]

সুধী, ইয়ারোস্লাভ হেইরোভ্‌স্কি নিবন্ধে "সম্মাননা, পুরস্কার ও উত্তরাধিকার" ও "জীবন ও কর্ম" অনুচ্ছেদদ্বয়ে তথ্যসূত্রের অনেক ঘটতি রয়েছে। তথ্যসূত্র যোগ করুন।মোঃ মারুফ হাসান (আলাপ) ০১:৩২, ১০ জুলাই ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]