ব্যবহারকারী:Tanay barisha/খেলাঘর/এডিটাথন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

টেমপ্লেট[সম্পাদনা]

{{সম্পাদনা বিজ্ঞপ্তি/গ্রুপ/উইকিপিডিয়া:নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭}}

আলাপ পাতা[সম্পাদনা]

{{tmbox | type=notice | image=[[File:Random political map with province boundaries.png|60px]] | imageright= | text=এই নিবন্ধটি '''[[উইকিপিডিয়া:বাংলা উইকিপিডিয়া প্রশাসনিক বিভাগ সংক্রান্ত এডিটাথন ২০২০| প্রশাসনিক বিভাগ সংক্রান্ত এডিটাথন ২০২০-র]]''' অংশ হিসেবে তৈরি করা হয়েছিল। }}<includeonly>{{#ifeq:{{NAMESPACE}}|আলাপ|[[বিষয়শ্রেণী:প্রশাসনিক বিভাগ সংক্রান্ত এডিটাথন ২০২০ অনলাইন এডিটাথনে তৈরিকৃত নিবন্ধ]]}} </includeonly><noinclude> [[বিষয়শ্রেণী:প্রশাসনিক বিভাগ সংক্রান্ত এডিটাথন ২০২০]] </noinclude>

ব্যবহারকারী[সম্পাদনা]

{{userbox | border-c = #616161 | border-s = 1 | float = left | id = [[চিত্র:Open Access logo PLoS.svg|45px]] | id-a = left | id-c = #FFFFFF | id-fc = #616161 | id-s = 5 | id-w = 40 | info = এই ব্যবহারকারী '''[[:বিষয়শ্রেণী:উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ এডিটাথন|<span style="color:#616161;">উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ]]</span>''' এডিটাথনে অবদান রেখেছেন। | info-a = left | info-c = #FFFFFF | info-fc = #616161 | info-s = 8 | usercategory = <!--user category (optional, unlinked and without the "Category:" part)--> }} <includeonly>{{#ifeq:{{FULLPAGENAME}}|User:{{BASEPAGENAME}}|[[Category:WAM organisers|{{PAGENAME}}]]}}</includeonly><noinclude> [[বিষয়শ্রেণী:ব্যবহারকারী টেমপ্লেট]] [[বিষয়শ্রেণী:উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ এডিটাথন]] </noinclude>

কাজ চলছে[সম্পাদনা]

{{Ambox|text=এই নিবন্ধটি ''[[:en:Main page|ইংরেজি উইকিপিডিয়া]]'' থেকে '''[[উইকিপিডিয়া:উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ ২০১৯|উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ ২০১৯]]''' উপলক্ষে তৈরি করা হচ্ছে। নিবন্ধটিকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধকার অনুবাদ করে এর মানোন্নয়ন ও সম্প্রসারণ সাধন করবেন; আপনার যেকোনও প্রয়োজনে এই [[আলাপ:{{PAGENAME}}|নিবন্ধের আলাপ পাতাটি]] ব্যবহার করুন।<br>আপনার আগ্রহের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।}} <includeonly>[[বিষয়শ্রেণী:কাজ চলছে]]</includeonly>

পর্যালোচনা[সম্পাদনা]

অংশগ্রহণকারীদের প্রতি, অনুগ্রহ করে এখানে সরাসরি নিবন্ধ যুক্ত করবেন না। নিবন্ধ জমা দেওয়ার জন্য উইকিপিডিয়া:বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতা#পর্যালোচনার জন্য জমাদানকৃত নিবন্ধ পাতাটি ব্যবহার করুন। ধন্যবাদ।

পর্যালোচকদের প্রতি[সম্পাদনা]

  • যে পর্যালোচক যে নিবন্ধটি পর্যালোচনা করতে চান সেই নিবন্ধের পর্যালোচকের ঘরে অনুগহ করে আপনার নাম যুক্ত করুন। পর্যালোচনা শেষ হলে অবস্থার ঘরে নিবন্ধটি গৃহীত' বা Red XN' হিসেবে চিহ্নিত করুন।
  • মনে রাখবেন নিবন্ধের রচনাশৈলী অনেকসময় উইকিপিডিয়ার রচনাশৈলী অনুসারে নাও হতে পারে, ছোটখাটো সংশোধনের প্রয়োজন হলে সেটি করে দেবেন। মূল কথা হল, খেয়াল করবেন নিবন্ধের মূল লেখা ঠিক হয়েছে কিনা।
  • যে নিবন্ধগুলো এখনো অসম্পূর্ণ রয়েছে সেগুলো এখনি পর্যালোচনার প্রয়োজন নেই।
  • এবং দেখবেন ভাষাগত দিক ঠিক রয়েছে কিনা এবং কপিরাইট সমস্যা রয়েছে কিনা।

নিবন্ধসমূহের তালিকা[সম্পাদনা]

{{উইকিপিডিয়া:বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতা/নিবন্ধ পর্যালোচনা/তালিকা}}

নিবন্ধ পর্যালোচনা টেবিল (হালনাগাদ) পাদদেশে চলুন
সংখ্যা নিবন্ধের নাম সৃষ্টিকারী পর্যালোচক অবস্থা মন্তব্য
রথ মন্দির, পুঠিয়া Masum-al-hasan (আলাপ) Nahid.rajbd (আলাপ) গৃহীত
১৬৬ নওয়াব নসরত জং সমাধি Ahm masum (আলাপ) NahidSultan (আলাপ) Red XN অতি সংক্ষিপ্ত ও অবকাঠামোর তথ্য নেই।
১৬৭ নিয়ামত বিবির মাজার NahidSultan (আলাপ) শাহাদাত সায়েম (আলাপ) Red XN সংক্ষিপ্ত নিবন্ধ

উএমা[সম্পাদনা]

#মানবাধিকারেরপক্ষেউইকি


অধিকার আদায়ের জন্য আপনাকে অধিকার সম্পর্কে জানতে হবে

উইকিপিডিয়ায় মানবাধিকার সম্পর্কে লিখে
মানবাধিকার সনদ স্বাক্ষরের বর্ষপূর্তী উদযাপন করুন!


১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে মানবাধিকার সনদ স্বাক্ষরিত হয়। মানবাধিকারের পক্ষে বিশেষ এই দিনে সারা বিশ্বের বিভিন্ন ভাষার পাশাপাশি বাংলা উইকিপিডিয়াতেও অনলাইন এডিটাথন আয়োজন করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ এডিটাথন চলবে।

মানবাধিকারের পক্ষে উইকি এডিটাথনের মাধ্যমে মানবাধিকার বিষয়ক নিবন্ধাবলী উন্নত করা হবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অবদানকারীরা এ এডিটাথনে অংশগ্রহণ করতে পারবেন।

মানবাধিকার ও এর উল্লেখযোগ্য কর্মী সম্বন্ধীয় নিবন্ধের সংখ্যা ও গুণমান বৃদ্ধি করাই হল উইকিপিডিয়ায় এই এডিটাথনের মূল উদ্দেশ্য।

নিয়মাবলী

সংক্ষেপে: মানবাধিকার সম্পর্কিত নতুন নিবন্ধ তৈরি করুন, কিংবা বর্তমান নিবন্ধাবলীর মানোন্নয়ন করুন। তালিকা নিবন্ধ বিবেচিত হবে না।

  1. অবশ্যই প্রবেশকৃত (লগ-ইন থাকা) অ্যাকাউন্ট থেকে অনুবাদ করতে হবে, আইপি থেকে সম্পাদিত নিবন্ধ গ্রহণযোগ্য নয়।
  2. ১৫ ডিসেম্বর ২০১৯ থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সময়ের মধ্যে তৈরি নিবন্ধগুলিই কেবল জমা দিতে পারবেন।
  3. এই তালিকা থেকে নতুন নিবন্ধ তৈরি করতে পারেন কিংবা পুরাতন নিবন্ধের মানোন্নয়ন করতে পারেন।
  4. পুরাতন নিবন্ধের মানোন্নয়ন-এর ক্ষেত্রে, তথ্যছক, বিভিন্ন সংযোগ বা লিংক ইত্যাদি বাদে বিদ্যমান নিবন্ধের মান অন্তত ৩,০০০ বাইট ও ৩০০ শব্দ বা তার বেশি বৃদ্ধি করতে হবে।
  5. তালিকা থেকে নতুন নিবন্ধ তৈরির ক্ষেত্রে প্রতিটি নিবন্ধ সম্পূর্ণ অনুবাদ করুন, অন্যথায় নিবন্ধটি এডিটাথনের জন্য বিবেচিত হবে না। নিবন্ধের আকার খুব বড় নয়, তাই আশা করি বাংলা উইকিপিডিয়ার মান উন্নত রাখতে নিবন্ধের সম্পূর্ণ অনুবাদ সম্পন্ন করবেন।
  6. আপনি তালিকার বাইরেও মানবাধিকার বিষয়ক নিবন্ধ তৈরি করতে পারবেন। তবে সেক্ষেত্রে নিবন্ধটি তথ্যসমৃদ্ধ হতে হবে এবং তথ্যছক, বিভিন্ন সংযোগ বা লিংক ইত্যাদি বাদে কমপক্ষে ৩০০ শব্দ এবং ৩০০০ বাইট বিশিষ্ট হতে হবে।
  7. নিবন্ধটিকে অবশ্যই উল্লেখযোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে।
  8. নিবন্ধে অবশ্যই উপযুক্ত তথ্যসূত্র থাকতে হবে; নিবন্ধে সন্দেহজনক বা বিতর্কিত বক্তব্যগুলি সেই নিবন্ধের তালিকাভুক্ত উদ্ধৃতি অনুযায়ী যাচাইযোগ্য হতে হবে।
  9. যান্ত্রিক অনুবাদ বা গুগল অনুবাদ গ্রহণযোগ্য নয়। সেক্ষেত্রে নিবন্ধটি অপসারণ করা হতে পারে।
  10. এডিটাথনের জন্য বিবেচনার সময় নিবন্ধের গুণগত মানের ওপর জোর দেওয়া হবে। এ এডিটাথনে চার/পাঁচ লাইনের ছোট নিবন্ধ বিবেচিত হবে না।
  11. প্রত্যেক ব্যবহারকারী যত খুশি নিবন্ধ তৈরি করতে পারবেন।

অনুবাদ করার জন্য নিবন্ধের তালিকা

আপনার সুবিধার্থে এখানে একটি তালিকা দেয়া হয়েছে (সংশ্লিষ্ট ইংরেজি নিবন্ধটিতে যাওয়ার পর যদি বামপাশের 'Languages' এর নিচে 'বাংলা' দেখতে পান তাহলে বুঝতে হবে নিবন্ধটি আগেই তৈরি করা হয়েছে।)

যোগ দিন

আপনি ১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে যে কোনো সময় এই প্রতিযোগিতায় যোগ দিতে পারেন। নতুন তৈরিকৃত নিবন্ধের সবার উপরে {{কাজ চলছে}} টেমপ্লেটটি যোগ করতে পারেন।

নিবন্ধের অনুবাদ শেষ করেছেন? আপনার সৃষ্ট নিবন্ধ জমা দিতে এখানে ক্লিক করুন। জমাদানের সময় নিবন্ধের নামের পাশে ~~~~ যোগ করে স্বাক্ষর দিতে ভুলবেন না।

ব্যবহারকারী:Tanay barisha/খেলাঘর/এডিটাথন/জমাদান

আয়োজনে

প্রয়োজনীয় সংযোগ

সাধারণ[সম্পাদনা]

ব্যবহারকারী:Tanay barisha/খেলাঘর/এডিটাথন/ভূমিকা

নিয়মাবলী[সম্পাদনা]

  1. অবশ্যই প্রবেশকৃত (লগ-ইন থাকা) অ্যাকাউন্ট থেকে অনুবাদ করতে হবে।
  2. অসম্পূর্ণ বা ছোট নিবন্ধ তৈরি না করার জন্য উৎসাহী করা হচ্ছে। নতুন নিবন্ধ তৈরির ক্ষেত্রে কমপক্ষে তিন/চার অনুচ্ছেদ বা অন্তত ৩০০০ বাইট লেখা যুক্ত করুন।
  3. তথ্যসূত্রবিহীন নিবন্ধ তৈরি করবেন না। নিবন্ধে অবশ্যই উপযুক্ত তথ্যসূত্র থাকতে হবে; সন্দেহজনক বা বিতর্কিত বক্তব্যগুলি সেই নিবন্ধের তালিকাভুক্ত উদ্ধৃতি অনুযায়ী যাচাইযোগ্য হতে হবে।
  4. কোন ক্রমেই অন্য ওয়েবসাইটের লেখা সরাসরি কপি করে যুক্ত করা যাবে না। বিদ্যমান তালিকার নিবন্ধসমূহ থেকে এরকম কপিরাইট লঙ্ঘন করেছে এমন নিবন্ধসমূহ পূণঃলিখন করতে পারেন।
  5. যান্ত্রিক অনুবাদ বা গুগল অনুবাদের মত অনুবাদ গ্রহণযোগ্য নয়।
  6. সম্পাদনা দ্বন্দ্বে জড়িয়ে পড়বেন না।

অংশগ্রহণকারী[সম্পাদনা]

(অংশগ্রহণকারী হিসেবে আপনার ‘ব্যবহারকারী নাম’ যুক্ত করতে এখানে ক্লিক করুন)

পূর্ববর্তী সংস্করণ[সম্পাদনা]

সাংগঠনিক সহায়তা[সম্পাদনা]


পার্শ্ব সংযোগ[সম্পাদনা]

চট্টগ্রাম-মিউনিখ অনুবাদ ২০১৯
প্রথম সংস্করণ, ১ - ৩১ মে ২০১৯

চট্টগ্রাম-মিউনিখের সংস্কৃতি নিয়ে উইকিপিডিয়ার লেখার প্রতিযোগিতায় স্বাগতম!

কী?
এটি চটগ্রাম এবং মিউনিখের সংস্কৃতির নিয়ে একটি গণ লেখার প্রতিযোগিতা। এর উদ্দেশ্য হল চট্টগ্রাম এবং মিউনিখের সংস্কৃতিসহ স্থাপত্য, প্রাকৃতিক সম্পদ, বিখ্যাত ব্যক্তি এবং ক্রীড়া সুবিধা সম্পর্কিত মোট ১০০টি নিবন্ধ সৃষ্টি করা, বাংলায় ৫০টি ও জার্মানে ৫০টি।
চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলের একটি বড় বন্দর নগরী এবং মিউনিখ জার্মানির দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যাযুক্ত জার্মান ফেডারেল রাষ্ট্র বাভারিয়ার রাজধানী। উভয়েরই সংস্কৃতি এবং ইতিহাস সমৃদ্ধ এবং উচ্চ।
কখন?
লেখার প্রতিযোগিতাটি ০০:০১; ১ মে থেকে ২৩:৫৯, ৩১ মে ২০১৯ (ইউটিসি) পর্যন্ত চলবে।
কীভাবে?
প্রতিযোগিতার কাঠামো সহজ, যা KISS পয়েন্ট ব্যবস্থার উপর ভিত্তি করে তৈরি: নিবন্ধ তৈরি ও উন্নত করার জন্য আপনি পয়েন্ট পাবেন, প্রতিটি অংশীগ্রহণকারীর মূল লক্ষ্য হবে যতটা সম্ভব পয়েন্ট অর্জন করা।
কে?
চট্টগ্রাম-মিউনিখের সংস্কৃতি সম্পর্কিত নিবন্ধগুলি লেখার ও অনুবাদ করার জন্য, সহযোগিতা করার জন্য যে কেউই বাংলা এবং জার্মানি উইকপিডিয়াকে সাহায্য করতে পারেন। যে কোন উইকিপিডিয়ান একটি নামযুক্ত অ্যাকাউন্ট সহ অংশগ্রহণ করতে পারেন। এটি জন্য শুধু প্রয়োজন একটি ব্যবহারকারী অ্যাকাউন্ট। অংশগ্রহণ করতে আপনাকে শুধু স্বেচ্ছাসেবক অনুচ্ছেদে নাম দিতে হবে।
কেন?
এই প্রতিযোগিতাটি বাংলা-জার্মান সম্প্রদায় বিনিময় কর্মসূচীর আওতায় আয়োজিত: আমাদের প্রধান লক্ষ্যগুলির মধ্যে একটি হল দুইটি ভিন্ন ভাষায় জ্ঞান প্রদান করা।
যদি আপনার সংস্থা বা প্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় আমাদের সহযোগিতা করতে চায়, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন
প্রতিযোগিতার বিস্তারিত
চট্টগ্রাম-মিউনিখ অনুবাদ ২০১৯
পুরস্কার
পুরস্কার
নিবন্ধের তালিকা
নিবন্ধের তালিকা
নিবন্ধ জমা দিন
নিবন্ধ জমা দিন
অংশ নিন
অংশগ্রহণ
সাহায্য
এই চ্যালেঞ্জ সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে, দয়া করে আমাদের আলাপ পাতায় জিজ্ঞেস করুন