বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন
অবয়ব
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন | |
---|---|
প্রতিষ্ঠা | ২০২১ |
সদর দপ্তর | বাড়ী নং এইচ-২৩, শহীদ বীর উত্তম জিয়াউর রহমান সড়ক/নিউ এয়ারপোর্ট রোড, মহাখালী, বনানী, ঢাকা-১২১২ |
আনুষ্ঠানিক রঙ | লাল সবুজ হলুদ |
নির্বাচনী প্রতীক | |
নোঙ্গর | |
বাংলাদেশের রাজনীতি রাজনৈতিক দল নির্বাচন |
বাংলাদেশ প্রবেশদ্বার |
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) হচ্ছে বাংলাদেশের একটি রাজনৈতিক দল। দলটি ২০২৩ সালের ১০ই আগস্ট বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিন লাভ করে।[১] দলটির প্রতীক হলো নোঙ্গর। দলটির আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা সভাপতি হলেন ডঃ আব্দুর রহমান। দলের সদস্য সচিব মেজর মুহাঃ হানিফ (অবঃ)।[২]
বর্তমান প্রেক্ষাপট
[সম্পাদনা]বিএনএম একটি নতুন রাজনৈতিক দল। তাই দলটির এখনও একটি শক্ত ভিত্তি গড়ে ওঠেনি। দলটি এখনও জনগণের কাছে একটি পরিচিতি অর্জনের চেষ্টা করছে। তবে দলটি বেশ কিছু সফলতা অর্জন করেছে। ২০২৩ সালের আগস্ট মাসে দলটি নির্বাচন কমিশনে নিবন্ধন লাভ করে। ২০২৪ সালের সংসদ নির্বাচনে দলটি ৮২টি আসনে প্রার্থী দিয়েছে।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "নিবন্ধিত রাজনৈতিক দল"। www.ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৯।
- ↑ "রাজনৈতিক দলসমূহ (বিস্তারিত)"। www.ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৯।
- ↑ "৮২ আসনে প্রার্থী দিল বিএনএম"। Dainikbangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৯।