ফেয়ারি কুইন (বাংলা: পরি রানি) (পূর্ব ভারতীয় রেল এনআর. ২২ নামেও পরিচিত)[১] ১৮৫৫ সালের তৈরি ভারতের একটি বাষ্পচালিত লোকোমোটিভ। এটি ভারতের রাজধানী নিউ দিল্লি ও রাজস্থানের আলওয়ারের মধ্যে চলাচল করে।[২] ১৯৯৮ সালে সবচেয়ে পুরনো সচল লোকোমোটিভ হিসাবে এটি গিনেস বিশ্ব রেকর্ডে স্থান পায়। ১৯৯৯ সালে এটি ভারতের জাতীয় পর্যটন পুরস্কার লাভ করে।