ভূতের ভবিষ্যৎ
ভূতের ভবিষ্যৎ | |
---|---|
![]() ভূতের ভবিষ্যৎ চলচ্চিত্র এর বাণিজ্যিক পোস্টার | |
পরিচালক | অনীক দত্ত |
প্রযোজক | জয় গাঙ্গুলী |
চিত্রনাট্যকার | অনীক দত্ত |
কাহিনিকার | অনীক দত্ত |
শ্রেষ্ঠাংশে | পরমব্রত চট্টোপাধ্যায় |
সুরকার | রাজা নারায়ণ দেব |
মুক্তি | ১৬ই মার্চ ২০১২ |
দৈর্ঘ্য | ১২০ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
ভূতের ভবিষ্যৎ ভারতীয় পরিচালক অনীক দত্তের পরিচালিত প্রথম বাংলা চলচ্চিত্র। ২০১২ সালের একটি হিট ছবি।[১] চলচ্চিত্রটি শ্রীরামপুর রাজবাটী-তে স্যুটিং হয়।
কাহিনী[সম্পাদনা]
নবীন পরিচালক শুটিং এর জন্যে লোকেশন দেখতে আসেন একটি পরিত্যক্ত বাড়িতে। হঠাৎ তার আলাপ হয় বাড়িরই একজন ব্যক্তির সংগে যিনি নাকি ওখানেই থাকেন। তার কাছে থেকে সেই বাড়িতে থাকা কতিপয় ভুতেদের কাহিনী শোনেন পরিচালক। যে গল্পের উপজীব্য বিষয় হল প্রমোটারি আর দখলদারীর ভিড়ে পুরোনো ভুতেরা কিভাবে স্বার্থান্বেষী মানুষদের সাথে লড়াই করে বাড়ির অধিকার অর্জন করলো। তারা প্রথমে আস্তানার খোঁজে আসে পরিত্যক্ত চৌধুরী বাড়িতে। সকলেই অপঘাতে মারা গেছিল। র্যামসে সাহেব এবং রায় বাহাদুর এই দুজনে বাড়ির কর্তা হিসেবে থাকতে দেন বিভিন্ন জায়গা থেকে আসা জাতি, ধর্ম, পেশা, লিঙ্গ নির্বিশেষে ভুতেদের। একসময় প্রমোটারী চক্র বাড়ি দখল করতে এলে তারা বাধা দেয়। একাজে বিভিন্ন পেশার ভুতেরা একযোগে মতলব কষে হটিয়ে দেয় অসাধু ব্যবসায়ীদের। গল্পের শেষে জানা যায় যিনি এর কথক তিনিও একজন ভুত এবং বাকিদের সাথী। শেষ পর্যন্ত পরিচালক তন্দ্রা ভেঙে দেখেন পুরোটাই স্বপ্ন, কিন্তু যা দিয়ে তৈরী হতে পারে ভুতের ভবিষ্যৎ এর মত সিনেমা।
অভিনয়ে[সম্পাদনা]
- পরমব্রত চট্টোপাধ্যায় - পরিচালক
- সব্যসাচী চক্রবর্তী - বিপ্লব, ঘটনার কথক
- পরাণ বন্দ্যোপাধ্যায় - রায় বাহাদুর
- স্বস্তিকা মুখোপাধ্যায় - কদলীবালা
- খরাজ মুখোপাধ্যায় - পোঁদ প্রধান
- শাশ্বত চট্টোপাধ্যায় - হাতকাটা কার্তিক
- জর্জ বেকার - র্যামসে সাহেব
- মীর আফসার আলী- গনেশ ভুতোরিয়া
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "কলকাতার ভূতের ভবিষ্যৎ ওদের বিটলজুস"। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৬।
ইন্টারনেট মুভি ডেটাবেজে ভূতের ভবিষ্যৎ (ইংরেজি)