গোঁসাইবাগানের ভূত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গোঁসাইবাগানের ভূত একটি বাংলা হাস্যরসাত্বক ভৌতিক চলচ্চিত্র যার পরিচালক নীতিশ রায় ও প্রযোজক মৌ রায়চৌধুরী। এটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের শিশুদের উপন্যাস গোঁসাইবাগানের ভূত[১] অনুসারে নির্মিত ও ২০১১ সালে প্রকাশিত।[২] ছবিটিতে সংগীত পরিবেশনা করেন, চন্দ্রবিন্দু (ব্যান্ড), প্রতুল মুখোপাধ্যায়শিলাজিত

কাহিনি[সম্পাদনা]

বুরুন অঙ্কে খুবই কাঁচা। সে অনেক চেষ্টা করেও অঙ্কে পায় তেরো ও পাশ করতে পারেনা। তাকে অঙ্ক শেখাতে ব্যর্থ হন দাপুটে শিক্ষক করালী মাস্টারমশাঁই। একদিন সে ঘুরতে ঘুরতে ভুতেদের রাজ্য গোঁসাইবাগানে ঢুকে পড়ে ও সেখানকার ভুত নিধিরামের সাথে আলাপ হয়। গোঁসাইবাগানে দিনে দুপুরেও কেউ ঢুকতে সাহস পায়না কারণ সেখানে ভূতের ভয়ের সাথে আছে হাবু ডাকাতের আড্ডা। বুরুন সেই গোঁসাইবাগানের গোলকধাঁধা থেকে বেরতে পারবে কেবলমাত্র একটি জটিল অঙ্ক সমাধান করলেই। অদ্ভুতভাবে তার অঙ্ক সমাধান করার ক্ষমতা উদয় হয়। একের পর এক জটিল অঙ্ক মিলিয়ে দিতে থাকে অঙ্কে ফেল করা বুরুন।[৩]

অভিনয়[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. চক্রবর্তী, গৌতম। "আবেগের সন্ধ্যা, এ বারের সেরার সেরা শীর্ষেন্দু"anandabazar.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৩ 
  2. Sumit (২০১৮-০৫-০২)। "বাংলা ছবিতে ভূত"RadioBanglaNet (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৩ 
  3. "আনন্দবাজার পত্রিকা - সিনেমা সমালোচনা"archives.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৩