নিতাই ইউনিয়ন
নিতাই | |
---|---|
ইউনিয়ন | |
ডাকনাম: নিতাই ইউপি | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | নীলফামারী জেলা |
উপজেলা | কিশোরগঞ্জ উপজেলা ![]() |
আসন | নীলফামারী-৪ |
আয়তন[১] | |
• মোট | ২১.৪ বর্গকিমি (৮.৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুসারে)[১] | |
• মোট | ২৬,৮৩২ |
• জনঘনত্ব | ১,৩০০/বর্গকিমি (৩,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৫.২% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
নিতাই ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৫৫.৭৩.৪৫.৬৯।[২]
ইতিহাস[সম্পাদনা]
নিতাই ইউনিয়নের নামকরণ করা হয় নিতাই দও নাম অনুসারে, যিনি এখানকার জমিদার ছিলেন। তিনি আনুমানিক ১৮৩৫ সালে জন্ম গ্রহণ করেন। তৎকালিন সময় তার বাড়ি বানিয়া পাড়া এলাকায় ছিলো এবং পুরা এলাকায় তার জমিদারি খুব নাম ডাক ছিলো। ১৯৪৭ সালে দেশ ভাগের সময় তার বংশধরা ভারতে চলে যান।
ভৌগোলিক অবস্থান ও আয়তন[সম্পাদনা]
কিশোরগঞ্জ উপজেলা সদর হতে প দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ৫২৮২ একর বা ২১.৪ বর্গকিলোমিটার।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
নিতাই ইউনিয়ন মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। গ্রামসমূহ হল —
জনসংখ্যা[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নিতাই ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ২৬৮৩২ জন[১], যার মধ্যে পুরুষ হল ১৩৪৬৭ জন এবং নারী হল ১৩৩৬৫ জন।
শিক্ষা ও সংস্কৃতি[সম্পাদনা]
নিতাই ইউনিয়নের গড় সাক্ষরতা হার ৩৫.২%। তার মধ্যে নারী শিক্ষার হার ৩২.৩% এবং পুরুষ শিক্ষার হার ৩৮.০%। এখানকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেঃ ১. নিতাই উচ্চ বিদ্যালয় ২. মসরুত পানিয়াল পুকুর উচ্চ বিদ্যালয়
অর্থনীতি ও যোগাযোগ[সম্পাদনা]
নিতাই ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "Rangpur Division" (পিডিএফ)। www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৭।