আর৫৬০ (বাংলাদেশ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আঞ্চলিক সড়ক ৫৬০ shield}}
আঞ্চলিক সড়ক ৫৬০
তিস্তা ব্যারেজ সড়ক
মানচিত্র
পথের তথ্য
সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত
দৈর্ঘ্য৫৭.১৩ কিমি[১] (৩৫.৫০ মা)
প্রধান সংযোগস্থল
দক্ষিণ প্রান্ত: এন৫ (পাগলাপির)
প্রধান সংযোগস্থল জেড৫৭০৩ (জলঢাকা)
উত্তর প্রান্ত: এন৫০৯ (বড়খাতা)
মহাসড়ক ব্যবস্থা
আর৫৫৯ আর৫৬১
তিস্তা ব্যারেজের নিকটে আর৫৬০

আঞ্চলিক সড়ক ৫৬০ বা আর৫৬০ হল বাংলাদেশের একটি আঞ্চলিক সড়ক। এটি রংপুর বিভাগের রংপুর, নীলফামারী, লালমনিরহাট - এই তিন জেলায় অবস্থিত দক্ষিণ-উত্তরগামী একটি আঞ্চলিক মহাসড়ক। এ রাস্তাটি এন৫-এর সাথে এন৫০৯-কে সংযুক্ত করে পাটগ্রাম স্থলবন্দরের সাথে রংপুরের দূরত্ব কমিয়েছে। রাস্তাটি এন৫ থেকে তিস্তা ব্যারেজ পর্যন্ত ৪৯.১৩[২] কিলোমিটার এবং সেখান থেকে এন৫০৯ পর্যন্ত ৮ কিলোমিটার লম্বা এবং একটি দুই লেন বিশিষ্ট গুরুত্বপূর্ণ মহাসড়ক। ২০০৯ সালে রাস্তাটি আঞ্চলিক মহাসড়ক হিসাবে নকশা করা হয়।

প্রধান সংযোগস্থলসমূহ[সম্পাদনা]

সম্পূর্ণ রাস্তাটি রংপুর, নীলফামারীলালমনিরহাট জেলাতে অবস্থিত।

অবস্থান মাইল কি.মি. গন্তব্য টীকা
রংপুর ০.০০ ০.০০ এন৫ (পাগলাপির)
কিশোরগঞ্জ উপজেলা জেড৫০১৮ (মোন্থানার হাট)
জলঢাকা উপজেলা জেড৫৭০১ (তিনমাথা)
জলঢাকা উপজেলা জেড৫৭০৩ (জলঢাকা)
ডিমলা উপজেলা ডালিয়া - ডিমলা সড়ক
হাতীবান্ধা উপজেলা এন৫০৯ (বড়খাতা)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Basic info (R560)"OnlineRoadNetwork। সড়ক ও জনপথ বিভাগ। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. List of links of R560 (what is a link)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]