চিটাগং ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি
অবয়ব
নীতিবাক্য | প্রভু আমাকে জ্ঞানে অগ্রসর কর |
---|---|
ধরন | বেসরকারি |
ইআইআইএন | ১৩৬৭০৮ |
আচার্য | রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন |
ঠিকানা | ১২ জামাল খান সড়ক, চট্টগ্রাম ৪০০০, বাংলাদেশ , , ২২°২০′৪৬″ উত্তর ৯১°৫০′০২″ পূর্ব / ২২.৩৪৬১৬০° উত্তর ৯১.৮৩৩৯৯৫° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে |
পোশাকের রঙ | নীল ও হলুদ |
সংক্ষিপ্ত নাম | সিআইইউ |
ওয়েবসাইট | www |
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।[১] চট্টগ্রাম মহানগরীর জামাল খান সড়কের পাশে এই বিশ্ববিদ্যালয় অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র্যাংকিং-২০২২ এ সিআইইউ-এর নয় জন শিক্ষক স্থান পেয়েছেন।[২]
উপাচার্যগণ
[সম্পাদনা]নিম্নোক্ত ব্যক্তিবর্গ বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:
- মাহফুজুল হক চৌধুরী (২০১৭ – ২০২১)[৩]
বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত প্রতিষ্ঠান
[সম্পাদনা]বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৩টি অনুষদের অধীনে ১০টি বিভাগ রয়েছে।
অনুষদ ও বিভাগসমূহ
[সম্পাদনা]- লিবারেল আর্টস এবং সমাজবিজ্ঞান অনুষদ
- ইংরেজি ভাষা এবং সাহিত্য
- স্কুল অব ল
- প্রকৌশল এবং কম্পিউটার বিজ্ঞান অনুষদ
- কম্পিউটার সায়েন্স বিভাগ
- কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ
- ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
- ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
- বাণিজ্য অনুষদ
- হিসাব বিজ্ঞান বিভাগ
- ফাইন্যান্স বিভাগ
- মার্কেটিং বিভাগ
- হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ
ক্লাব
[সম্পাদনা]- ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন
- সিআইইউ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ক্লাব
- এন্ড্রাগগি প্র্যাকটিসিয়াম কালাব
- বিজনেস স্টুডেন্টস সোসাইটি
- এনভায়রনমেন্ট ক্লাব
- ফিল্ম ক্লাব
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Chittagong Independent University (CIU)"। ugc.gov.bd/। ২৯ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ৩, ২০১৪।
- ↑ Barua, Prabir (২০২২-০৪-২৬)। "বিশ্বসেরা গবেষকের তালিকায় সিআইইউর উপাচার্যসহ নয় শিক্ষক"। দৈনিক আজাদী (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৫।
- ↑ "মাহফুজুল হককে ৪ বছরের জন্য সিআইইউ'র ভিসি নিয়োগ"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১১ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২২।