গ্যালেংগ্যা ইউনিয়ন
গ্যালেংগ্যা | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে গ্যালেংগ্যা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°৫৮′৭″ উত্তর ৯২°১৯′৫০″ পূর্ব / ২১.৯৬৮৬১° উত্তর ৯২.৩৩০৫৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | বান্দরবান জেলা |
উপজেলা | রুমা উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মেননিয়াম ম্রো |
আয়তন | |
• মোট | ১৪২.৪৫ বর্গকিমি (৫৫.০০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৫,৭১৮ |
• জনঘনত্ব | ৪০/বর্গকিমি (১০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ১৬.৪% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৬২০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
গ্যালেংগ্যা বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত রুমা উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]গ্যালেংগ্যা ইউনিয়নের আয়তন ৩৫,২০০ একর (১৪২.৪৫ বর্গ কিলোমিটার)।[১] এটি রুমা উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ৬,৬১১জন। এর মধ্যে ১,৬৮০জন খ্রিস্টান, ১,৫২৮জন বৌদ্ধ, ২০জন মুসলিম, ৮জন হিন্দু ও ৩,৩৭৫জন অন্যান্য ধর্মের অনুসারী।[২]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]রুমা উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশ জুড়ে গ্যালেংগ্যা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে রেমাক্রীপ্রাংসা ইউনিয়ন ও রুমা সদর ইউনিয়ন; উত্তরে রুমা সদর ইউনিয়ন ও রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়ন; পশ্চিমে বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়ন, লামা উপজেলার সরই ইউনিয়ন ও গজালিয়া ইউনিয়ন এবং দক্ষিণে থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]গ্যালেংগ্যা ইউনিয়ন রুমা উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রুমা থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ। এটি ৪টি মৌজায় বিভক্ত।
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের মৌজাগুলো হল:[৩]
ওয়ার্ড নং | সীমানা |
---|---|
১নং ওয়ার্ড | কেংগু মৌজা |
২নং ওয়ার্ড | কেংগু মৌজা |
৩নং ওয়ার্ড | সেপ্রু মৌজা |
৪নং ওয়ার্ড | গ্যালেংগ্যা মৌজা |
৫নং ওয়ার্ড | গ্যালেংগ্যা মৌজা |
৬নং ওয়ার্ড | গ্যালেংগ্যা মৌজা |
৭নং ওয়ার্ড | পান্তলা মৌজা |
৮নং ওয়ার্ড | পান্তলা মৌজা |
৯নং ওয়ার্ড | পান্তলা মৌজা |
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গ্যালেংগ্যা ইউনিয়নের সাক্ষরতার হার ১৬.৪%।[১] এ ইউনিয়নে ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- প্রাথমিক বিদ্যালয়
- আদিগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গ্যালেংগা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গ্যালেংগা হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পান্তলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পান্তলা হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মোংগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- যথুরামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রামদুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সেপ্রুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]গ্যালেংগ্যা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল বান্দরবান-থানচি সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম বাস।
খাল ও নদী
[সম্পাদনা]গ্যালেংগ্যা ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে চলেছে সাঙ্গু নদী। এছাড়া রয়েছে গ্যালেংগ্যা খাল, সেপ্রু খাল এবং জামপুরা খাল।[৪]
হাট-বাজার
[সম্পাদনা]গ্যালেংগ্যা ইউনিয়নের প্রধান বাজার হল গ্যালেংগ্যা বাজার।[৫]
দর্শনীয় স্থান
[সম্পাদনা]জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: মেননিয়াম ম্রো[৭]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে আসল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৯।
- ↑ https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
- ↑ "গ্যালেংগ্যা ইউনিয়ন -"। galanggyaup.bandarban.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "খাল ও নদী - গ্যালেংগ্যা ইউনিয়ন - গ্যালেংগ্যা ইউনিয়ন"। galanggyaup.bandarban.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "এক নজরে গ্যালেংগ্যা - গ্যালেংগ্যা ইউনিয়ন - গ্যালেংগ্যা ইউনিয়ন"। galanggyaup.bandarban.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "দর্শনীয় স্থান - গ্যালেংগ্যা ইউনিয়ন - গ্যালেংগ্যা ইউনিয়ন"। galanggyaup.bandarban.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৩ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৮।