চৈক্ষ্যং ইউনিয়ন
চৈক্ষ্যং | |
---|---|
ইউনিয়ন | |
২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে চৈক্ষ্যং ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°৪১′১″ উত্তর ৯২°১৫′৫০″ পূর্ব / ২১.৬৮৩৬১° উত্তর ৯২.২৬৩৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | বান্দরবান জেলা |
উপজেলা | আলীকদম উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | ফেরদৌস রহমান |
আয়তন | |
• মোট | ১২৯.৫০ বর্গকিমি (৫০.০০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২০,৮২২ |
• জনঘনত্ব | ১৬০/বর্গকিমি (৪২০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩২.৪% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৬৫০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
চৈক্ষ্যং বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত আলীকদম উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]চৈক্ষ্যং ইউনিয়নের আয়তন ৩২,০০০ একর (১২৯.৫০ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের মোট জনসংখ্যা ১৮,১২২জন। এর মধ্যে জন ১১,৭৩২জন মুসলিম, ৫,০১৭জন বৌদ্ধ, ১,০৪৯জন খ্রিস্টান, ৩০৮জন হিন্দু ও ১৭জন অন্যান্য ধর্মের অনুসারী। [২]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]আলীকদম উপজেলার সর্ব-উত্তরে চৈক্ষ্যং ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে আলীকদম সদর ইউনিয়ন ও নয়াপাড়া ইউনিয়ন, পশ্চিমে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন, উত্তর-পশ্চিমে লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়ন এবং উত্তর-পূর্বে থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়ন ও থানচি সদর ইউনিয়ন অবস্থিত।
প্রতিষ্ঠাকাল
[সম্পাদনা]১৯৮৬ সালে আলীকদম ইউনিয়ন থেকে বিভক্ত হয়ে এ ইউনিয়ন ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ নামে পরিচিতি লাভ করে।[৩]
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]চৈক্ষ্যং ইউনিয়ন আলীকদম উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আলীকদম থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ।
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের সীমানাসমূহ হল:[৪]
ওয়ার্ড নং | সীমানা |
---|---|
১নং ওয়ার্ড |
|
২নং ওয়ার্ড |
|
৩নং ওয়ার্ড |
|
৪নং ওয়ার্ড |
|
৫নং ওয়ার্ড |
|
৬নং ওয়ার্ড |
|
৭নং ওয়ার্ড |
|
৮নং ওয়ার্ড |
|
৯নং ওয়ার্ড |
|
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চৈক্ষ্যং ইউনিয়নের সাক্ষরতার হার ৩২.৪%।[১] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাধ্যমিক বিদ্যালয়[৫]
- প্রাথমিক বিদ্যালয়
- চৈক্ষ্যং ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চৈক্ষ্যং মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- থোয়াইচিং হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাঘের ঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ভরির মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মম্পাখই হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মংতাই হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লাংড়িং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]চৈক্ষ্যং ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল লামা-আলীকদম সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম জীপগাড়ি।
খাল ও নদী
[সম্পাদনা]চৈক্ষ্যং ইউনিয়নের পূর্ব সীমান্ত দিয়ে বয়ে চলেছে মাতামুহুরী নদী। এছাড়া রয়েছে চৈক্ষ্যং খাল এবং লামা খাল।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]চৈক্ষ্যং ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৬]
- দুপ্রুঝিরি মিনি ঝর্ণা
- ম্যারাইংতং জাদ্ধী পাহাড়
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: ফেরদৌস রহমান[৭]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯।
- ↑ https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
- ↑ "২নং চৈক্ষ্যং ইউনিয়নের ইতিহাস - চৈক্ষ্যং ইউনিয়ন - চৈক্ষ্যং ইউনিয়ন"। chwekhyongup.bandarban.gov.bd। ১৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "আলীকদমে নয়াপাড়া ও কুরুকপাতা নামে আরো দু'টি ইউনিয়নের সৃষ্টি"। ১৪ আগস্ট ২০১৪।
- ↑ "মাধ্যমিক বিদ্যালয় - চৈক্ষ্যং ইউনিয়ন - চৈক্ষ্যং ইউনিয়ন"। chwekhyongup.bandarban.gov.bd। ১৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "দর্শনীয় স্থান - চৈক্ষ্যং ইউনিয়ন - চৈক্ষ্যং ইউনিয়ন"। chwekhyongup.bandarban.gov.bd। ১৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ Kantho, Kaler। "আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা - কালের কণ্ঠ"।