বলিপাড়া ইউনিয়ন
বলিপাড়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে বলিপাড়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°৪৭′৫২″ উত্তর ৯২°২৬′৪৩″ পূর্ব / ২১.৭৯৭৭৮° উত্তর ৯২.৪৪৫২৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | বান্দরবান জেলা |
উপজেলা | থানচি উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | জিয়াঅং মার্মা |
আয়তন | |
• মোট | ৮৪.০০ বর্গকিমি (৩২.৪৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৫,৪৬৪ |
• জনঘনত্ব | ৬৫/বর্গকিমি (১৭০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৮.৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৬৩০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
বলিপাড়া বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত থানচি উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন[সম্পাদনা]
বলিপাড়া ইউনিয়নের আয়তন ২০,৭৫০ একর (৮৪.০০ বর্গ কিলোমিটার)।[১] এটি থানচি উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন।
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বলিপাড়া ইউনিয়নের মোট জনসংখ্যা ৫,৪৬৪ জন। এর মধ্যে পুরুষ ২,৯২৭ জন এবং মহিলা ২,৫৩৭ জন। মোট পরিবার ১,২০৪টি।[১]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
থানচি উপজেলার সর্ব-উত্তরে বলিপাড়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৭ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে থানচি সদর ইউনিয়ন; পশ্চিমে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়ন, লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়ন ও লামা সদর ইউনিয়ন; উত্তরে রুমা উপজেলার গ্যালেংগ্যা ইউনিয়ন ও রেমাক্রীপ্রাংসা ইউনিয়ন এবং পূর্বে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়ন ও মায়ানমারের চিন প্রদেশ অবস্থিত।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
বলিপাড়া ইউনিয়ন থানচি উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম থানচি থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ। এটি সেকদু এবং থাইক্ষ্যং এ ২টি মৌজায় বিভক্ত।[২]
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:[৩]
ওয়ার্ড নং | সীমানা |
---|---|
১নং ওয়ার্ড | আইলমারা পাড়া, অনিল পাড়া, বাগান পাড়া, বলপেয়্যে পাড়া |
২নং ওয়ার্ড | ডাকছৈ পাড়া, মনাই পাড়া, কমলা বাগান চাকমা পাড়া, কমলা বাগান মারমা পাড়া, কমলা বাগান ত্রিপুরা পাড়া |
৩নং ওয়ার্ড | বলি বাজার, হিন্দু পাড়া |
৪নং ওয়ার্ড | নাইক্ষ্যং পাড়া, সাখই পাড়া |
৫নং ওয়ার্ড | ক্রংক্ষ্যং পাড়া, মংম্যাচিং পাড়া, মেনরোয়া পাড়া, হয়তন পাড়া, দিংতে পাড়া, কমচ্যং পাড়া |
৬নং ওয়ার্ড | বিদ্যামনি পাড়া, ফোহ্লাচিং পাড়া, নাইদারী পাড়া, কনজৈ পাড়া |
৭নং ওয়ার্ড | বলি পাড়া, বাসিল ম্রো পাড়া, প্রফুল্ল পাড়া, জ্ঞানলাল পাড়া |
৮নং ওয়ার্ড | ক্যচু পাড়া, ব্রহ্মদত্ত পাড়া, জনেরাং পাড়া, ছুংঠাং খুমী পাড়া |
৯নং ওয়ার্ড | সতিচন্দ্র পাড়া, থংনাং পাড়া, হাসত্মরাং পাড়া, হলিরাম পাড়া, শৈয়রাং পাড়া |
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বলিপাড়া ইউনিয়নের সাক্ষরতার হার ৩৮.৭%।[১] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- মাধ্যমিক বিদ্যালয়[৪]
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়[৫]
- সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স জুনিয়র স্কুল
- প্রাথমিক বিদ্যালয়
- কানাজিউপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ক্যচুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ক্রাইক্ষ্যংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- থাইংক্ষ্যংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নাইদারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হলিরামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
বলিপাড়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল বান্দরবান-থানচি সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম বাস।
খাল ও নদী[সম্পাদনা]
বলিপাড়া ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে চলেছে সাঙ্গু নদী। এছাড়া রয়েছে সোনা (চেমা) খাল।[৬]
হাট-বাজার[সম্পাদনা]
বলিপাড়া ইউনিয়নের প্রধান বাজার হল বলিপাড়া বাজার।[৭]
জনপ্রতিনিধি[সম্পাদনা]
- বর্তমান চেয়ারম্যান: জিয়াঅং মার্মা[৮]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯।
- ↑ "বলীপাড়া ইউনিয়ন আয়তন ও সীমানা - বলিপাড়া ইউনিয়ন - বলিপাড়া ইউনিয়ন"। baliparaup.bandarban.gov.bd। ৩ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - বলিপাড়া ইউনিয়ন - বলিপাড়া ইউনিয়ন"। baliparaup.bandarban.gov.bd। ৩ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "উচ্চ বিদ্যালয় - বলিপাড়া ইউনিয়ন - বলিপাড়া ইউনিয়ন"। baliparaup.bandarban.gov.bd। ৩ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - বলিপাড়া ইউনিয়ন - বলিপাড়া ইউনিয়ন"। baliparaup.bandarban.gov.bd। ৩ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "খাল ও নদী - বলিপাড়া ইউনিয়ন - বলিপাড়া ইউনিয়ন"। baliparaup.bandarban.gov.bd। ৩ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "এক নজরে থানচি - থানচি উপজেলা - থানচি উপজেলা"। thanchi.bandarban.gov.bd। ৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "চেয়ারম্যানের প্রোফাইল - বলিপাড়া ইউনিয়ন - বলিপাড়া ইউনিয়ন"। baliparaup.bandarban.gov.bd। ৩ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।