জামছড়ি ইউনিয়ন
জামছড়ি | |
---|---|
ইউনিয়ন | |
৬নং জামছড়ি ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে জামছড়ি ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১৩′৬.৪৯″ উত্তর ৯২°১৬′১১.৮৬″ পূর্ব / ২২.২১৮৪৬৯৪° উত্তর ৯২.২৬৯৯৬১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | বাংলাদেশ |
জেলা | চট্টগ্রাম বিভাগ |
উপজেলা | বান্দরবান জেলা |
সরকার | |
• চেয়ারম্যান | ক্যসিংশৈ মারমা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৬০০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
জামছড়ি বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত বান্দরবান সদর উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]অবস্থান ও সীমানা
[সম্পাদনা]বান্দরবান সদর উপজেলার সর্ব-পূর্বে জামছড়ি ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে বান্দরবান পৌরসভা ও রাজবিলা ইউনিয়ন, উত্তরে রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়ন, পূর্বে রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়ন এবং দক্ষিণে রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি সদর ইউনিয়ন ও তারাছা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]জামছড়ি ইউনিয়ন বান্দরবান সদর উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বান্দরবান সদর থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ।
২০২০ সালের ১৮ নভেম্বর বান্দরবান সদর ইউনিয়নের ৩টি ওয়ার্ড, রাজবিলা ইউনিয়নের ৪ টি ওয়ার্ড ও তারাছা ইউনিয়নের ০১ টি ওয়ার্ড নিয়ে জামছড়ি ইউনিয়ন পরিষদের গেজেট পাশ করেন স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়।[১]
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বান্দরবান সদর ইউনিয়নের সাক্ষরতার হার ৩৮.৩%।[২] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]বান্দরবান সদর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল বান্দরবান-রোয়াংছড়ি সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যমে চাঁদের গাড়ি।
খাল ও নদী
[সম্পাদনা]হাট-বাজার
[সম্পাদনা]জামছড়ি ইউনিয়নের প্রধান হাট-বাজার হল জামছড়ি বাজার।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: ক্যসিংশৈ মারমা[৩]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বান্দরবানের নবগঠিত জামছড়ি ইউনিয়ন পরিদর্শনে জেলা প্রশাসক"। dainikbandarban.com। দৈনিক বান্দরবান। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;ইউনিয়ন পরিসংখ্যান
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "ইউনিয়ন চেয়ারম্যান - জামছড়ি ইউনিয়ন"। jamchariup.bandarban.gov.bd। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৩।