কোমোরোস জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোমোরোস
দলের লোগো
ডাকনামসিলাকান্থ
অ্যাসোসিয়েশনকোমোরোস ফুটবল ফেডারেশন
কনফেডারেশনক্যাফ (আফ্রিকা)
প্রধান কোচআমির আব্দু
অধিনায়কজিমি আব্দু
সর্বাধিক ম্যাচইউসুফ এমচাঙ্গামা (৩৮)
শীর্ষ গোলদাতাআল ফার্দু বিন নাবুহানে (১০)
মাঠসাইদ মুহাম্মদ শেখ স্টেডিয়াম
ফিফা কোডCOM
ওয়েবসাইটwww.ffcomores.com
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১২৮ বৃদ্ধি ৩ (৩১ মার্চ ২০২২)[১]
সর্বোচ্চ১২৭ (অক্টোবর ২০১৭)
সর্বনিম্ন২০৭ (ডিসেম্বর ২০০৬)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১৪০ বৃদ্ধি ১০ (৩০ এপ্রিল ২০২২)[২]
সর্বোচ্চ১৪৮ (নভেম্বর ২০২০)
সর্বনিম্ন২০৮ (সেপ্টেম্বর ২০০৩)
প্রথম আন্তর্জাতিক খেলা
 মরিশাস ৩–০ কোমোরোস 
(রেউনিওঁ; ২৬ আগস্ট ১৯৭৯)
বৃহত্তম জয়
 কোমোরোস ৩–০ মালদ্বীপ 
(মরিশাস; ৩০ জুলাই ২০১৯)
বৃহত্তম পরাজয়
 রেউনিওঁ ৬–১ কোমোরোস 
(রেউনিওঁ; ৩১ আগস্ট ১৯৭৯)
 মাদাগাস্কার ৫–০ কোমোরোস 
(সেশেলস; ২০ আগস্ট ১৯৯৩)
 মরিশাস ৫–০ কোমোরোস 
(মরিশাস; ৪ সেপ্টেম্বর ২০০৩)

কোমোরোস জাতীয় ফুটবল দল (ইংরেজি: Comoros national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে কোমোরোসের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম কোমোরোসের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কোমোরোস ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ২০০৫ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ২০০৩ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৭৯ সালের ২৬শে আগস্ট তারিখে, কোমোরোস প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; রেউনিওঁয়ে অনুষ্ঠিত উক্ত ম্যাচে কোমোরোস মরিশাসের কাছে ৩–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

২,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট সাইদ মুহাম্মদ শেখ স্টেডিয়ামে সিলাকান্থ নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় কোমোরোসের রাজধানী মরোনিতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আমির আব্দু এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন মার্তিগের মধ্যমাঠের খেলোয়াড় জিমি আব্দু

কোমোরোস এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সেও কোমোরোস এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি।

ইউসুফ এমচাঙ্গামা, নাদজিম আব্দু, চাকের আলহাদহুর, আল ফার্দু বিন নাবুহানে এবং ইব্রাহিম ইউসুফের মতো খেলোয়াড়গণ কোমোরোসের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং[সম্পাদনা]

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১৭ সালের অক্টোবর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে কোমোরোস তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (১২৭তম) অর্জন করে এবং ২০০৬ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ২০৭তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে কোমোরোসের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৪৮তম (যা তারা ২০২০ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ২০৮। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
৩১ মার্চ ২০২২ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[১]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১২৬ বৃদ্ধি  অ্যাঙ্গোলা ১১৩১.৭২
১২৭ বৃদ্ধি  অ্যান্টিগুয়া ও বার্বুডা ১১৩১.০৭
১২৮ বৃদ্ধি  কোমোরোস ১১৩০.৭৭
১২৯ হ্রাস  আজারবাইজান ১১২৭.০৫
১৩০ বৃদ্ধি  তানজানিয়া ১১২৩.৭৯
বিশ্ব ফুটবল এলো রেটিং
৩০ এপ্রিল ২০২২ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[২]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৩৯ বৃদ্ধি ১০  তাজিকিস্তান ১২৮৩
১৪০ বৃদ্ধি ১০  কোমোরোস ১২৭৬
১৪১ হ্রাস  রুয়ান্ডা ১২৬৯
১৪২ বৃদ্ধি ৩৫  ইসোয়াতিনি ১২৬৬

প্রতিযোগিতামূলক তথ্য[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
সাল পর্ব অবস্থান ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো
উরুগুয়ে ১৯৩০ ফ্রান্সের অংশ ছিল ফ্রান্সের অংশ ছিল
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০
সুইজারল্যান্ড ১৯৫৪
সুইডেন ১৯৫৮
চিলি ১৯৬২
ইংল্যান্ড ১৯৬৬
মেক্সিকো ১৯৭০
পশ্চিম জার্মানি ১৯৭৪
আর্জেন্টিনা ১৯৭৮ ফিফার সদস্য ছিল না ফিফার সদস্য ছিল না
স্পেন ১৯৮২
মেক্সিকো ১৯৮৬
ইতালি ১৯৯০
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪
ফ্রান্স ১৯৯৮
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২
জার্মানি ২০০৬
দক্ষিণ আফ্রিকা ২০১০ উত্তীর্ণ হয়নি ১০
ব্রাজিল ২০১৪
রাশিয়া ২০১৮
কাতার ২০২২ অনির্ধারিত অনির্ধারিত
মোট ০/২২ ১৮

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ৩১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২ 
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]