কালীগঞ্জ ইউনিয়ন, নাগেশ্বরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কালীগঞ্জ ইউনিয়ন
ইউনিয়ন
১০নং কালীগঞ্জ ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
উপজেলানাগেশ্বরী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
জনসংখ্যা
 • মোট১০,৫৫০
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

১০নং কালীগঞ্জ ইউনিয়ন বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।[১]

নামকরণ ও ইতিহাস[সম্পাদনা]

কালীগঞ্জ গ্রাম ও মৌজার নামানুসারে এ ইউনিয়ানের নাম রাখা হয় কালীগঞ্জ ইউনিয়ন। বৃটিশ শাসনামলে আনুমানিক ১৯৪৩ সালে প্রথম ১৫টি গ্রাম ও ৩টি ওর্য়াড নিয়ে কালীগঞ্জ ইউনিয়ন গঠিত হয়। ঐসময়ে ইউনিয়ন এর চেয়ারম্যান কে পঞ্চায়েত বলা হত। ১৯৫০ সালে পাকিস্তান শাসনামলে গ্রাম পঞ্চায়েত পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদ হিসেবে ঘোষণা করা হয়।[২]

অবস্থান[সম্পাদনা]

কালীগঞ্জ ইউনিয়নের পূর্বে বল্লেবের খাস, পশ্চিমে ভিতরবন্দ, উত্তরে বেরুবারী , দক্ষিণে নুনখাওয়া।[২]

গ্রাম সমূহ[সম্পাদনা]

  • শিবনাথের বস :ওয়াড ১
  • মন্নেয়ারপাড়: ওয়াড ২
  • পোদ্দারের ভিটা : ওয়াড ৩
  • কালীগঞ্জ :ওয়াড ৪
  • কুমরিয়ার পাড়: ওয়াড ৫
  • শালমারা (ডাকঘর) :ওয়াড ৬
  • কাপালী পাড়া :ওয়াড ৭
  • ব্যাপাড়ী পাড়া :ওয়াড ৮
  • নামা চর :ওয়াড ৯

[২]

সাধারণ তথ্যাবলী[সম্পাদনা]

  • পাড়া- ৩৬ টি
  • মৌজা -
  • কমিউনিটি ক্লিনিক -
  • এনজিও-
  • কবরস্থান-
  • ঈদগাহ
  • গ্রাম - ৯টি -শিবনাথের বস, মন্নেয়ার পাড়, পোদ্দারের ভিটা, কালীগঞ্জ, কুমিয়ার পাড়, শালমারা, কাপালী পাড়া, ব্যাপাড়ী পাড়া ও নামাচর অন্যতম।
  • হাট বাজার - ১টি, কালীগঞ্জ বাজার।
  • ক্রীড়া সংগঠন - ১টি, যথা-একতা সংগঠন।
  • আশ্রায়ন - ৩টি, দিগল হাইল্যা আশ্রায়ন কেন্দ্র, কুমড়িয়ার পাড় আশ্রায়ন কেন্দ্র ও শালমারা আশ্রায়ন কেন্দ্র।
  • মসজিদ-
  • মন্দির-

[২]

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

কালীগঞ্জ ইউনিয়নটি নাগেশ্বরী উপজেলা হতে দক্ষিণে ১২ কি.মি. দূরে অবস্থিত। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা হতে সোজা পশ্চিমে কালীগঞ্জ যাওয়ার পথে হাতের ডানে সুদৃর্শ্যমান এই ইউনিয়ন পরিষদ ভবনটির অবস্থান।[২]

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

  • প্রাথমিক বিদ্যালয়
  • মাধ্যমিক বিদ্যালয় ২টি
  কালিগঞ্জ হুজুর আলী উচ্চ বিদ্যালয়
  কালিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় 
  • মাদ্রাসা ১টি
  শালমারা দাখিল মাদ্রাসা 
  • কলেজ ১টি
 কালীগঞ্জ মহাবিদ্যালয় 

[২]

জমি[সম্পাদনা]

নদ-নদী ও বিল[সম্পাদনা]

কালীগঞ্জ ইউনিয়নের নদী সমুহ

দর্শনীয়[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. উপজেলা, নাগেশ্বরী। "নাগেশ্বরী উপজেলা"। নাগেশ্বরী উপজেলা। ২৭ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২১ 
  2. ইউনিয়ন, কালীগঞ্জ (২৮ জুলাই ২০২১)। "কালীগঞ্জ ইউনিয়ন"কালীগঞ্জ ইউনিয়ন। ২৮ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২১