কাটলা ইউনিয়ন
অবয়ব
কাটলা | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে কাটলা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°২২′১৯″ উত্তর ৮৮°৫৮′৫০″ পূর্ব / ২৫.৩৭১৯৪° উত্তর ৮৮.৯৮০৫৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | দিনাজপুর জেলা |
উপজেলা | বিরামপুর উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ নাজির হোসেন |
আয়তন | |
• মোট | ১,৬৪৮ হেক্টর বর্গকিমি (বিন্যাসন ত্রুটি: invalid input when rounding বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৭,২৪৬ |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৫.০৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৭০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
কাটলা ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার একটি প্রশাসনিক এলাকা।[১]
প্রশাসনিক তথ্য
[সম্পাদনা]ভৌগলিকভাবে এই ইউনিয়ন শাখা যমুনা নদীর তীরে অবস্থিত। ইউনিয়নের মোট আয়তন ১৬৪৮ হেক্টর এবং মোট জনসংখ্যা ১৭২৪৬ জন। এর মধ্যে পুরুষ ৮৭৪১ জন এবং মহিলা ৮৫০৫ জন।
ভোটার সংখ্যা
[সম্পাদনা]- মোট ভোটার সংখ্যা :১১৬১৬ জন
- পুরুষ ভোটার :৫৭৪৩ জন
- মহিলা ভোটার :৫৮৭৩
শিক্ষা
[সম্পাদনা]ইউনিয়নে একটি মহাবিদ্যালয়, ৩টি মাধ্যমিক বিদ্যালয় এবং একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় একটি নিম্ন বালিকা মাধ্যমিক বিদ্যালয় আছে। এছাড়াও ১৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়,এবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসা ৩টি আছে। এবং ৩টি হাফেজিয়া মাদ্রাসা আছে ১ কাটলা হাফেজিয়া মাদ্রাসা ২ কাটলা মোল্লাপাড়া হাফেজিয়া মাদ্রাসা ,৩ শৈলান হাফেজিয়া মাদ্রাসা
অর্থনীতি
[সম্পাদনা]কাটলার অর্থনীতি কৃষি নির্ভর। এখানে উৎপাদিত প্রধান প্রধান ফসল হল বোরো, আমন, গম, সরিষা ও পাট।
- কৃষি জমির পরিমাণ: ২৮৩৪ হেক্টর
- আবাদ যোগ্য জমির পরিমাণ: ১৩৩০ হেক্টর
- অগভীর নলকুপের সংখ্যা: ৪৫০ টি
- গভীর নলকুপের সংখ্যা : ২২ টি
- বিদুৎতায়িত গ্রাম :১৭টি
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৫ অক্টোবর ২০১৮। ১০ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |