সিংড়া ইউনিয়ন
সিংড়া ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | দিনাজপুর জেলা |
উপজেলা | ঘোড়াঘাট উপজেলা |
আয়তন | |
• মোট | ৯৪.৭৯ বর্গকিমি (৩৬.৬০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৭,২৩৬ |
• জনঘনত্ব | ২৯০/বর্গকিমি (৭৪০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
সিংড়া ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ।[১][২] এটি ৯৪.৭৯ কিমি২ (৩৬.৬০ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২৭,২৩৬ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ৪৫টি ও মৌজার সংখ্যা ৩৪টি।[৩]
গ্রামসমূহ
[সম্পাদনা]১। নুরপুর
২। সিংড়া
৩। দ: দেবিপুর(রাণীগঞ্জ)
৪। কশিগাড়ী
৫। পালোগাড়ী
৬। রামেশ্বরপুর
৭। বিরাহিমপুর
৮। বারপাইকেরগড়
৯। বৈদড়
১০। সাতপাড়া
১১। গোবিন্দপুর
১২। ভর্নাপাড়া
১৩। গুয়াগাছী
১৪। মগলিশপুর
১৫। শেখালীপাড়া
১৬। চাঁদপাড়া
১৭। রামপড়া
১৮। ডাংড়া
১৯। মারুপাড়া
২০। ভেলামারী
২১। ঘোনকৃষ্ণপুর
২২। নারায়নপুর
২৪। ঋষিঘাট
২৫। খাইরুল
২৬। কুমড়িয়া
২৭। রামনগর
২৮। আবিরেরপাড়া
২৯। কুচেরপাড়া
৩০। হাটপাড়া
৩১। রামপুরটুবঘড়িয়া
৩২। আব্দুল্লাপাড়া
৩৩। ধজয়গাড়ী
৩৪। দামাচকি।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সিংড়া ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।
- ↑ "Union Parishad List"। Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯।
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।