মুকুন্দপুর ইউনিয়ন, বিরামপুর
মুকুন্দপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে মুকুন্দপুর ইউনিয়ন, বিরামপুরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°২২′১৯″ উত্তর ৮৮°৫৮′৫০″ পূর্ব / ২৫.৩৭১৯৪° উত্তর ৮৮.৯৮০৫৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | দিনাজপুর জেলা |
উপজেলা | বিরামপুর উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ সাইফুল ইসলাম |
আয়তন | |
• মোট | ৩৩.৪৫৭ বর্গকিমি (১২.৯১৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ১৯,৭১১ |
• জনঘনত্ব | ৫৯০/বর্গকিমি (১,৫০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৫.০৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৭০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
মুকুন্দপুর ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার একটি প্রশাসনিক এলাকা।[১]
ইতিহাস[সম্পাদনা]
মুকুন্দপুর ইউনিয়ন বিরামপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী সব ধরনের সবজী চাষের অঞ্চল। কাল পরিক্রমায়, সরকার ও বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সহযোগীতায় আজ মুকুন্দপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজও সুউজ্জ্বল।
প্রশাসনিক তথ্য[সম্পাদনা]
আয়তন[সম্পাদনা]
ইউনিয়নটির আয়তন ৩৩.৪৫৭ বর্গ কি.মি.। ইউনিয়নটির মোট আবাদী জমির পরিমাণ ১৪০০ হেক্টর।
লোকসংখ্যা[সম্পাদনা]
এই ইউনিয়নে প্রায় ১৯,৭১১ জন বসবাস করেন।
শিক্ষা[সম্পাদনা]
ইউনিয়নটির শিক্ষার হার ৪৫.০৬% (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)। এখানে সরকারী প্রাথমিক বিদ্যালয় মোট ১০ টি এবং অন্যান্য প্রাথমিক বিদ্যালয় ০৩টি রয়েছে। তাছাড়াও উচ্চ বিদ্যালয় ২টি, মাদ্রাসাও এতিমখানা ২টি রয়েছে।
গ্রামসমূহের তালিকা[সম্পাদনা]
মুকুন্দপুরে গ্রামের সংখ্যা ৩১টি এবং মৌজার সংখ্যা ১৪টি। এখানে ১টি সাপ্তাহিক হাট রয়েছে। গ্রামগুলো হল-
- ১। ভেলারপাড়া
- ২। চকদুর্গা
- ৩। বিশ্বনাথপুর
- ৪। রামশাপুর
- ৫। পলিরামকৃষ্ণপুর
- ৬। পলিগঙ্গাপুর
- ৭। চিরিপাড়
- ৮। বুজরুকগঙ্গাপুর
- ৯। জগদীশপুর
- ১০। বেড়াখাই
- ১১। হাবিবপুর(আড়াপাড়া)
- ১২। বাদমৌকা
- ১৩। নাপিতপাড়া
- ১৪। ইসলামপাড়া
- ১৫। পটুয়াকোল
- ১৬। মল্লিকপুর
- ১৭। মুকুন্দপুর
- ১৮। জামাদারপাড়া
- ১৯। তুরিপাড়া(শিংপাড়া)
- ২০। ফকিরপাড়া
- ২১। বালুপাড়া
- ২২। রানীবাজার
- ২৩। বৈরাগীপাড়া
- ২৪। কেশবপুর
- ২৫। পলিখাঁপুর
- ২৬। খামারপাড়া
- ২৭। পারভবানীপুর
- ২৮। পারগোবিন্দপুর
- ২৯। দক্ষিণ মুকুন্দপুর
- ৩০। কেশবপুর ছুতারপাড়া
- ৩১। পলিখাঁপুর মুচিপাড়া
ক্রীড়া সংগঠন[সম্পাদনা]
অত্র ইউপিতে মোট ৭টি ক্রীড়া সংগঠন বিদ্যমান।
- ১।মুকুন্দপুর সেবাসংঘ ক্লাব।
- ২।মুকুন্দপুর একতা যুব উন্নয়ন ক্লাব।
- ৩।ভেলারপাড়া পল্লী মঙ্গল স্পোটিং ক্লাব।
- ৪।হরেকৃষ্ণপুর হাবিবপুর সততা যুব উন্নয়ন ক্লাব।
- ৫।গঙ্গাপুর আদর্শ স্পোটিং ক্লাব।
- ৬।পারগোবিন্দপুর প্রীতিময়ু ক্লাব।
- ৭। পটুয়াকোল জনতা স্পোটিং ক্লাব।
অনুষ্ঠান ও সংস্কৃতি[সম্পাদনা]
মুকুন্দপুর ইউনিয়নে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সংগঠন আছে। এদের মধ্যে যেসকল আদিবাসীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করে থাকে। যেমন: উড়ুম্বা আদিবাসী সাংস্কৃতিক সংগঠন, হরেকৃষ্ণপুর আদিবাসী সাংস্কৃতিক সংগঠন, বিশ্বনাথপুর আদিবাসী সাংস্কৃতিক সংগঠন, মুকুন্দপুর বরাগীপাড়া আদিবাসী সাংস্কৃতিক সংগঠন, পলিখাঁপুর খামারপাড়া আদিবাসী সাংস্কৃতিক সংগঠন ইত্যাদি।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "মুকুন্দপুর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৫ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৯।