হাবড়া ইউনিয়ন
হাবড়া ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | দিনাজপুর জেলা |
উপজেলা | পার্বতীপুর উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ৩৮.৮৫ বর্গকিমি (১৫.০০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩০,৬৬৫ |
• জনঘনত্ব | ৭৯০/বর্গকিমি (২,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
হাবড়া ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২] বাংলাদেশের খনিজ সম্পদে সমৃদ্ধ পার্বতীপুর উপজেলার একটি সুনামধন্য এলকা হলো ৮নং হাবড়া ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ হাবড়া ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজও সমুজ্জল।[৩]
আয়তন ও জনসংখ্যা
[সম্পাদনা]হাবড়া ইউনিয়নের ৩৮.৮৫ বর্গ কি.মি. (১৫.০০ বর্গমাইল)। ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী ইউনিয়নটির জনসংখ্যা ছিল প্রায় ৩০,৬৬৫ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ৩১টি ও মৌজার সংখ্যা ১৭টি।[৩]
অবস্থান
[সম্পাদনা]৮নং হাবরা ইউনিয়ন পরিষদ টি পার্বতীপুর শহর থেকে ১১ কিলোমিটার দক্ষিণ দিকে হাবরা বাজারের কাছে অবস্থিত এবং ভবানিপুর বাজার থেকে ৩ কিলোমিটার পশ্চিম দিকে চৌপথী বাজারে অবস্থিত।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]৮নং হাবড়া ইউনিয়নের মোট সতেরোটি গ্রাম রয়েছে। গ্রামগুলো হলো :-
- আরজী দেবীপুর
- আরজী মরনাই
- ভবানীপুর
- ঢাকুলা
- ঘনশ্যামপুর
- হাবড়া
- ঝিনাইকুড়ি
- মদনপুর
- কুশলপুর
- মরনাই
- পিরোজপুর
- রামচন্দ্রপুর
- রামরায়পুর
- শংকরপুর
- শেরপুর
- উলিপুর
- উত্তর রসুলপুর
হাট-বাজার
[সম্পাদনা]হাবড়া ইউনিয়নের মোট নয়টি বাজার রয়েছে। বাজারগুলো হলো :
- হাবড়া হাট বাজার
- ভবানীপুর হাট
- ভবানীপুর বাজার
- রামচন্দ্রপুর বাজার
- শেরপুর শহীদ হাট
- ঝিনাইকুড়ি হাট
- ফুলের ঘাট বাজার
- শিয়ালকোট
- চৌপথি বাজার
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "হাবড়া ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।
- ↑ "Union Parishad List"। Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯।
- ↑ ক খ "একনজরে হাবড়া ইউনিয়ন"। উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "আদমশুমারী" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে