মন্মথপুর ইউনিয়ন
মন্মথপুর ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
২নং মন্মথপুর ইউনিয়ন পরিষদ | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | দিনাজপুর জেলা |
উপজেলা | পার্বতীপুর উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ১০০.৭০ বর্গকিমি (৩৮.৮৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩৬,৬৯০ |
• জনঘনত্ব | ৩৬০/বর্গকিমি (৯৪০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
মন্মথপুর ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ।[১][২] বাংলাদেশের খনিজ সম্পদে সমৃদ্ধ পার্বতীপুর উপজেলার একটি সুনামধন্য এলকা হলো মন্মথপুর ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ মন্মথপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজও সমুজ্জ্বল।
আয়তন ও জনসংখ্যা
[সম্পাদনা]ইউনিয়নটি ৩৮.৮৮ (বর্গ কিঃ মিঃ) এলাকা জুড়ে অবস্থিত [৩]এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৩৬,৬৯০ জন। [৪] মন্মথপুর ইউনিয়ন পরিয়দ ভবন চাকলা বাজারে অবস্থিত। পার্বতীপুর - দিনাজপুর বিশ্বরোডের উত্তরে ১ কিলোমিটার রাস্তা।
শিক্ষা
[সম্পাদনা]ইউনিয়নে শিক্ষার হার ৮০%। মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮ টি। বেসরকারি স্কুল ১৭ টি, উচ্চ মাধ্যমিক ৮, নিম্ন-মাধ্যমিক দুইটি এবং মাদ্রাসা চারটি। [৫]
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ৭টি ও মৌজার সংখ্যা ৭টি। গ্রামগুলো হলো :
১। রাজাবাসর
২। নারায়নপুর
৩। মন্মথপুর
৪। খোড়াখাই
৫। তাজনগর
৬। চককৃষ্ণপুর
৭। দেউল
হাট-বাজার
[সম্পাদনা]এছাড়াও মন্মথপুর ইউনিয়নে মোট সাতটি হাট বাজার রয়েছে। বাজারগুলো হলো:
১। দগলাগঞ্জ বাজার
২। মিশন বাজার
৩।চড়ক ডাঙ্গা হাঁট
৪। বানিয়াপাড়া মোড় হাট
৫। চাকলা বাজার
৬। দেওয়ানীর বাজার
৭। অন্তরের বাজার
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "মন্মথপুর ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।
- ↑ "Union Parishad List"। Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯।
- ↑ https://monmothopurup.dinajpur.gov.bd/bn/site/page/JhyY-%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%87।
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য) - ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।
- ↑ https://monmothopurup.dinajpur.gov.bd/bn/site/page/JhyY-%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%87।
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য)